নয়াদিল্লি, 6 অক্টোবর: নকশালবাদ মানবতার জন্য অভিশাপ ৷ শুক্রবার এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ এদিন রাজধানীর বিজ্ঞান ভবনে অতিবামপন্থা দমন নিয়ে একটি পর্যালোচনামূলক বৈঠক করেন তিনি ৷ তার আগে এক্সে (টুইটারে) শাহ লেখেন, "নকশালবাদ মানবতার জন্য অভিশাপ ৷ আমরা একে সমূলে উৎপাটন করব ৷"
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ৷ বৈঠকে ঠিক হয়েছে, নকশালবাদী কাজকলাপকে বন্ধ করতে রোডম্যাপ তৈরি করবে কেন্দ্রীয় সরকার ৷ তার প্রস্তুতি নিতে এবং এখনও পর্যন্ত এই সংক্রান্ত যে পদক্ষেপগুলি করা হয়েছে তার পর্যালোচনা হয় এই বৈঠকে ৷
-
Naxalism is a curse to humanity and we are resolved to uproot it in all its forms.
— Amit Shah (@AmitShah) October 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
I look forward to chairing the Review Meeting on Left Wing Extremism (LWE) in New Delhi today to further our efforts to fulfil PM @narendramodi Ji’s vision of an LWE-free nation. https://t.co/l3bEtP0Vv3
">Naxalism is a curse to humanity and we are resolved to uproot it in all its forms.
— Amit Shah (@AmitShah) October 6, 2023
I look forward to chairing the Review Meeting on Left Wing Extremism (LWE) in New Delhi today to further our efforts to fulfil PM @narendramodi Ji’s vision of an LWE-free nation. https://t.co/l3bEtP0Vv3Naxalism is a curse to humanity and we are resolved to uproot it in all its forms.
— Amit Shah (@AmitShah) October 6, 2023
I look forward to chairing the Review Meeting on Left Wing Extremism (LWE) in New Delhi today to further our efforts to fulfil PM @narendramodi Ji’s vision of an LWE-free nation. https://t.co/l3bEtP0Vv3
একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীদের পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুণ্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই, কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অশ্বিনী চৌবে, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী দেবুসিং চৌহান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও ছিলেন উচ্চস্তরীয় এই বৈঠকে ৷ 2015 সাল থেকে অতিবামপন্থা দমনে জাতীয় নীতি গ্রহণ করেছে কেন্দ্রের বিজেপি সরকার ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের গলায় বারবার নকশাল দমনের কথা শোনা গিয়েছে ৷
নকশাল অধ্যুষিত এলাকার উন্নয়নের জন্য বিজেপি সরকার একটি কর্মসূচিও গ্রহণ করেছে ৷ এর মধ্যে 17 হাজার 600 কিলোমিটার রাস্তা তৈরির অনুমোদন দেওয়ার বিষয়টিও রয়েছে ৷ পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার উন্নতির উপরও জোর দেওয়া হয়েছে ৷ নতুন নতুন মোবাইল টাওয়ার বসানো হয়েছে নকশাল অধ্যুষিত এলাকায় ৷ পোস্ট অফিস থেকে শুরু করে ব্যাংক এবং এটিএমও স্থাপন করা হয়েছে। এই ধরনের এলাকায় একলব্য মডেলের আবাসিক স্কুল খোলার উপর জোর দিয়েছে কেন্দ্র ৷ এদিকে বৃহস্পতিবারই ছত্তিশগড়ের বিজাপুর জেলা থেকে এক সেনা জওয়ানকে অপহরণ করেছে নকশাল সংগঠন ৷
আরও পড়ুন: নকশাল দমনে জোর নারী শক্তিতে, 'বস্তার ফাইটার্সে' যোগ 280 জন মহিলার