ETV Bharat / bharat

নজরে রাজবংশী ভোট, বৃহস্পতিতেই গ্রেটার নেতার সঙ্গে বৈঠক অমিতের? - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

রাজবংশী ভোট ব্য়াঙ্ক নিজেদের দিকে টানতে গ্রেটার নেতা অনন্ত রায়ের সঙ্গে বৈঠক করতে পারেন অমিত শাহ৷ বিজেপি সূত্রে খবর এমনটাই৷ বৃহস্পতিবার অসমের সতীবড়গাঁওয়ে হতে পারে বৈঠক৷

west bengal assembly election 2021_wb_crb_04_amit_shah_meeting_with_ananta_7205341
নজরে রাজবংশী ভোট, বৃহস্পতিতেই গ্রেটার নেতার সঙ্গে বৈঠক অমিতের?
author img

By

Published : Feb 10, 2021, 4:41 PM IST

কোচবিহার, 10 ফেব্রুয়ারি: আসন্ন বিধানসভা নির্বাচনে রাজবংশী ভোট নিজেদের অনুকূলে টানতে বৃহস্পতিবার গ্রেটার নেতা অনন্ত রায়ের সঙ্গে বৈঠক করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি সূত্রে খবর, অসমের বঙ্গাইগাঁওয়ে অনন্ত মহারাজের বাড়িতে এই বৈঠক হতে পারে৷

বিষয়টি জানাজানি হতেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও এ নিয়ে বিজেপির তরফ কেউ মুখ খুলতে চাননি। তবে অসম, পশ্চিমবঙ্গ সরকার ও সিআরপিএফ-এর কাছে স্বরাষ্ট্রমন্ত্রীর যে সফরসূচির তালিকা পাঠানো হয়েছে, তাতে এর উল্লেখ রয়েছে বলে খবর৷

উত্তরবঙ্গের বিভিন্ন নির্বাচনে রাজবংশী ভোট একটি বড় ফ্যাক্টর। এই রাজবংশীদের বড় অংশই রয়েছেন অনন্ত রায়ের সঙ্গে৷ আর বাকিদের সমর্থন রয়েছে আর এক গ্রেটার নেতা বংশীবদন বর্মনের দিকে। বংশীবদন বর্মন ইতিমধ্য়েই তৃণমূলের দিকে ঝুঁকেছেন। সূত্রের খবর, তৃণমূলের টিকিটে এবার ভোটেও দাঁড়াতে পারেন তিনি৷

আরও পড়ুন: অমিত শাহের সভা থেকে নারায়ণী রেজিমেন্ট ঘোষণা হতে পারে : নিশীথ প্রামাণিক

অন্যদিকে, অনন্ত মহারাজ গোষ্ঠী বরাবরই বিজেপিপন্থী৷ গত লোকসভা নির্বাচনেও অনন্ত গোষ্ঠীর ভোট বিজেপির দিকে যাওয়ায় তাদের ফল ভালো হয়েছে। তাই আসন্ন বিধানসভা নির্বাচনে অনন্ত রায়ের ভোটব্যাংক যাতে বিজেপির দিকেই থাকে, তা নিশ্চিত করতে চায় দলীয় নেতৃত্ব৷ সেই কারণেই বৃহস্পতিবার অনন্ত রায়ের সঙ্গে বৈঠক করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বিজেপি সূত্রে খবর, বুধবার রাতেই গুয়াহাটি পৌঁছবেন অমিত৷ রাত কাটাবেন স্থানীয় একটি গেস্ট হাউসে৷ বৃহস্পতিবার সকাল ন’টা নাগাদ গুয়াহাটি বিমানবন্দর থেকে হেলিকপ্টারে বঙ্গাইগাঁও রিফাইনারি হেলিপ্যাডে পৌঁছবেন৷ সেখান থেকে যাবেন 3 কিলোমিটার দূরে সতীবড়গাঁও গ্রামে। সেখানেই অনন্ত মহারাজের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক হওয়ার কথা। বৈঠক শেষে কোচবিহারের উদ্দেশ্যে রওনা দেবেন অমিত শাহ৷

কোচবিহার, 10 ফেব্রুয়ারি: আসন্ন বিধানসভা নির্বাচনে রাজবংশী ভোট নিজেদের অনুকূলে টানতে বৃহস্পতিবার গ্রেটার নেতা অনন্ত রায়ের সঙ্গে বৈঠক করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি সূত্রে খবর, অসমের বঙ্গাইগাঁওয়ে অনন্ত মহারাজের বাড়িতে এই বৈঠক হতে পারে৷

বিষয়টি জানাজানি হতেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও এ নিয়ে বিজেপির তরফ কেউ মুখ খুলতে চাননি। তবে অসম, পশ্চিমবঙ্গ সরকার ও সিআরপিএফ-এর কাছে স্বরাষ্ট্রমন্ত্রীর যে সফরসূচির তালিকা পাঠানো হয়েছে, তাতে এর উল্লেখ রয়েছে বলে খবর৷

উত্তরবঙ্গের বিভিন্ন নির্বাচনে রাজবংশী ভোট একটি বড় ফ্যাক্টর। এই রাজবংশীদের বড় অংশই রয়েছেন অনন্ত রায়ের সঙ্গে৷ আর বাকিদের সমর্থন রয়েছে আর এক গ্রেটার নেতা বংশীবদন বর্মনের দিকে। বংশীবদন বর্মন ইতিমধ্য়েই তৃণমূলের দিকে ঝুঁকেছেন। সূত্রের খবর, তৃণমূলের টিকিটে এবার ভোটেও দাঁড়াতে পারেন তিনি৷

আরও পড়ুন: অমিত শাহের সভা থেকে নারায়ণী রেজিমেন্ট ঘোষণা হতে পারে : নিশীথ প্রামাণিক

অন্যদিকে, অনন্ত মহারাজ গোষ্ঠী বরাবরই বিজেপিপন্থী৷ গত লোকসভা নির্বাচনেও অনন্ত গোষ্ঠীর ভোট বিজেপির দিকে যাওয়ায় তাদের ফল ভালো হয়েছে। তাই আসন্ন বিধানসভা নির্বাচনে অনন্ত রায়ের ভোটব্যাংক যাতে বিজেপির দিকেই থাকে, তা নিশ্চিত করতে চায় দলীয় নেতৃত্ব৷ সেই কারণেই বৃহস্পতিবার অনন্ত রায়ের সঙ্গে বৈঠক করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বিজেপি সূত্রে খবর, বুধবার রাতেই গুয়াহাটি পৌঁছবেন অমিত৷ রাত কাটাবেন স্থানীয় একটি গেস্ট হাউসে৷ বৃহস্পতিবার সকাল ন’টা নাগাদ গুয়াহাটি বিমানবন্দর থেকে হেলিকপ্টারে বঙ্গাইগাঁও রিফাইনারি হেলিপ্যাডে পৌঁছবেন৷ সেখান থেকে যাবেন 3 কিলোমিটার দূরে সতীবড়গাঁও গ্রামে। সেখানেই অনন্ত মহারাজের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক হওয়ার কথা। বৈঠক শেষে কোচবিহারের উদ্দেশ্যে রওনা দেবেন অমিত শাহ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.