নয়াদিল্লি, 11 ডিসেম্বর: আজ শীতকালীন অধিবেশনে রাজ্যসভায় জম্মু ও কাশ্মীর সংক্রান্ত দু’টি সংশোধনী বিল পেশ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ রাজ্যসভায় পেশ হতে চলা বিল দু’টির মধ্যে অন্যতম হল, জম্মু ও কাশ্মীর সংরক্ষণ আইনের সংশোধনী ৷ দ্বিতীয় সংশোধনী বিলটি হল, জম্মু ও কাশ্মীর পুনর্গঠন আইন ৷ একই সঙ্গে আজ ধারা 370 খারিজের বিরুদ্ধে যে একগুচ্ছ মামলা সুপ্রিম কোর্টে হয়েছিল ৷ সোমবার তার রায় ঘোষণা করবে শীর্ষ আদালত ৷ তার আগে এ দিন সকালে কড়া নিরাপত্তা নজরে এল উপত্যকায় ৷
2019 লোকসভা নির্বাচনে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর, 5 অগস্ট জম্মু ও কাশ্মীরের বিশেষ সুবিধা সংক্রান্ত ধারা 370 প্রত্যাহার করে কেন্দ্রের এনডিএ সরকার ৷ সেই সঙ্গে উপত্যকায় এক নয়া যুগের সূচনা হয় ৷ সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু ও কাশ্মীরের উন্নয়ন এবং সেখানকার নাগরিকদের সুযোগ সুবিধা সংক্রান্ত বেশকিছু আইন পাশ করিয়েছিলেন ৷ এবার সেই আইনের দু’টিতে সংশোধন করেছে কেন্দ্রীয় সরকার ৷ যার প্রথমটি জম্মু ও কাশ্মীর সংরক্ষণ আইন এবং দ্বিতীয়টি জম্মু ও কাশ্মীর পুনর্গঠন আইন ৷
লোকসভায় এই দুই আইনের সংশোধনী বিল ইতিমধ্যে পাশ করিয়ে নিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার ৷ আজ দুপুরে আট দিনের শীতকালীন অধিবেশনে জম্মু ও কাশ্মীর সংরক্ষণ সংক্রান্ত সংশোধনী বিল 2023 এবং জম্মু ও কাশ্মীর পুনর্গঠন সংক্রান্ত সংশোধনী বিল 2023 পেশ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ যে বিল দু’টি নিয়ে রাজ্যসভা আজ ফের একবার উত্তাল হতে পারে বলে মনে করা হচ্ছে ৷
অন্যদিকে, ধারা 370 প্রত্যাহারের বিরুদ্ধে একাধিক মামলা রুজু হয়েছিল ৷ সেই মামলাগুলিকে একত্রিত করে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতি সাংবিধানিক বেঞ্চে দীর্ঘ শুনানি চলেছে ৷ সেই শুনানি শেষে আজ প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধিন সাংবিধানিক বেঞ্চ চূড়ান্ত রায় ঘোষণা করবে ৷ যে বেঞ্চে রয়েছেন, বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল, বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি সূর্য কান্ত ৷ 16 দিনের শুনানি শেষে গত 5 সেপ্টেম্বর শীর্ষ আদালত রায় ঘোষণার বিষয়টি স্থগিত রাখে ৷ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে জানানো হয়েছে, পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ আজ ধারা 370 বাতিলের বিরুদ্ধে চূড়ান্ত রায় ঘোষণা করবে ৷
আর এই ঘোষণার পরেই, ফের একবার জম্মু ও কাশ্মীরে নিরাপত্তার কড়াকড়ি দেখা গিয়েছে ৷ জম্মু ও কাশ্মীর পুলিশ এবং আধাসেনার তরফে উপত্যকার প্রতিটি রাস্তায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে ৷ প্রতিটি গাড়ি এবং বাইক আরোহীর সম্পূর্ণ তল্লাশি চলছে ৷ রাস্তাক প্রতিটি মোড়ে পুলিশ ও সেনার অস্থায়ী বাঙ্কার তৈরি করা হয়েছে ৷ এমনকি স্পর্শকাতর এলাকাগুলিতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে ৷ সেই এলাকাগুলিতে বাহিনীর টহলদারি চলছে রবিবার থেকে ৷
ধারা 370 প্রত্যাহারের বিরুদ্ধে হওয়া মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে প্রাক্তন কংগ্রেস তথা বর্তমানে ডেমোক্র্যাটিক প্রোগ্রেসিভ আজাদ পার্টির গুলাম নবি আজাদ বলেন, ‘‘আশা করছি সুপ্রিম কোর্টের রায় জম্মু ও কাশ্মীরের মানুষের স্বার্থরক্ষা করবে ৷’’ জম্মু ও কাশ্মীরের ‘বিশেষ মর্যাদা’ ফেরানোর স্বপক্ষে তাঁর বক্তব্য, ‘‘ধারা 370 ও 35এ ফিরিয়ে আনতে লোকসভায় কমপক্ষে 350টি আসন প্রয়োজন ৷ জম্মু ও কাশ্মীরের যে কোনও আঞ্চলিক দল তিনটি, চার বা সর্বোচ্চ পাঁচটি আসন পেতে পারে ৷ যা যথেষ্ট হবে না ৷ সংসদে বিরোধী পক্ষে আমি সেই সংখ্যা কোনও মতেই দেখছি না ৷ মোদিজির সংখ্যাগরিষ্ঠতা ছিল, কিন্তু তিনি তা করেননি ৷ তাই এটা একমাত্র সুপ্রিম কোর্টই করতে পারে ৷’’
আরও পড়ুন: