ETV Bharat / bharat

Amit Shah: রাজাকরদের ভয়েই এত বছর হায়দরাবাদ মুক্তি দিবস পালিত হয়নি ! বিরোধীদের শাহী তোপ - একনাথ শিণ্ডে

হায়দরাবাদ মুক্তি দিবসের (Hyderabad Liberation Day) অনুষ্ঠানে এসে বিরোধীদের নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah) ৷ তাঁর অভিযোগ, এত দিন শুধুমাত্র ভোট ব্য়াংকের রাজনীতির স্বার্থে এবং রাজাকরদের ভয়ে কোনও রাজনৈতিক দল এই দিনটি পালন করেনি ৷

Amit Shah targets oppositions for not celebrating Hyderabad Liberation Day
Amit Shah: রাজাকরদের ভয়েই এত বছর হায়দ্রাবাদ মুক্তি দিবস পালিত হয়নি ! বিরোধীদের শাহী তোপ
author img

By

Published : Sep 17, 2022, 2:19 PM IST

Updated : Sep 17, 2022, 4:15 PM IST

হায়দরাবাদ, 17 সেপ্টেম্বর: হায়দরাবাদের (Hydearabad) স্বাধীনতার জন্য সর্দার বল্লভভাই প্য়াটেলের (Sardar Vallabhbhai Patel) প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah) ৷ একইসঙ্গে তাঁর অভিযোগ, কিছু মানুষ শুধুমাত্র ভোটব্য়াংকের রাজনীতির জন্য এবং 'রাজাকরদের ভয়ে' এই দিনটি এত দিন পালন করেননি ! উল্লেখ্য, শনিবার তেলাঙ্গানার রাজধানী শহরেই হায়দরাবাদ মুক্তি দিবস (Hyderabad Liberation Day) পালন করেন অমিত শাহ ৷ সঙ্গে ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে (Eknath Shinde)-সহ অন্যরা ৷

এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে অমিত শাহ তাঁর ভাষণে বলেন, "সর্দার প্য়াটেল না থাকলে হায়দরাবাদের স্বাধীন হতে আরও অনেক বছর সময় লাগত ৷ তিনি বুঝে গিয়েছিলেন, নিজামের রাজাকররা যতদিন পরাজিত না হবেন, ততদিন পর্যন্ত অখণ্ড ভারতের স্বপ্ন সত্যি হবে না ৷ হায়দরাবাদ মুক্তি দিবসে যে সরকার পক্ষেরও উপস্থিত থাকা উচিত, তার উপলব্ধিও এত বছর পর হয়েছে ৷ কিন্তু, দুর্ভাগ্য়ের বিষয় হল, এটা বুঝতে 75 বছর পেরিয়ে গেল ! যাঁরা এতদিন ক্ষমতায় ছিলেন, তাঁরা শুধুমাত্র ভোটের রাজনীতির জন্যই এই দিনটি পালন করেননি ৷"

আরও পড়ুন: দেশে চিতা ফেরাতে আগে কেউই উদ্য়োগ নেয়নি ! মোদির নিশানায় বিরোধীরা

এই একই ইস্যুতে বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গেরও অভিযোগ তোলেন অমিত ৷ তিনি বলেন, "নির্বাচনের আগে অনেকেই প্রতিশ্রুতি দেন যে তাঁরা হায়দরাবাদ মুক্তি দিবস পালন করবেন ৷ কিন্তু, সেই তাঁরাই যখন ক্ষমতায় আসেন, তখন আর সেই প্রতিশ্রুতি পালন করেন না ৷ তাঁরা আসলে রাজাকরদের ভয়েই এমনটা করেন ৷" অমিতের বক্তব্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) উদ্যোগেই এবছর এভাবে হায়দরাবাদ মুক্তি দিবস পালন করা সম্ভব হয়েছে ৷ এর জন্য মোদীকে কৃতজ্ঞতা জানাতেও ভোলেননি অমিত ৷

অমিত শাহের দাবি, নরেন্দ্র মোদি হায়দরাবাদ মুক্তি দিবস পালনের সিদ্ধান্ত নিতেই সকলে তাঁকে অনুসরণ করতে শুরু করে দিয়েছেন ৷ কিন্তু, তাঁদের মনে এখনও ভয় রয়েছে বলে দাবি করেন অমিত শাহ ৷ তিনি বলেন, "ওঁরাও উদযাপন করছেন ৷ কিন্তু, হায়দরাবাদ মুক্তি দিবসের মতো করে নয় ৷ আসলে ওঁরা এখনও ভয় পাচ্ছেন ৷ আমি ওঁদের বলতে চাই, নিজেদের অন্তর থেকে ভয় দূর করুন ৷ রাজাকররা এখন আর এই দেশের জন্য কোনও সিদ্ধান্ত নিতে পারেন না ৷ কারণ, 75 বছর আগেই দেশ স্বাধীন হয়ে গিয়েছে ৷"

হায়দরাবাদ, 17 সেপ্টেম্বর: হায়দরাবাদের (Hydearabad) স্বাধীনতার জন্য সর্দার বল্লভভাই প্য়াটেলের (Sardar Vallabhbhai Patel) প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah) ৷ একইসঙ্গে তাঁর অভিযোগ, কিছু মানুষ শুধুমাত্র ভোটব্য়াংকের রাজনীতির জন্য এবং 'রাজাকরদের ভয়ে' এই দিনটি এত দিন পালন করেননি ! উল্লেখ্য, শনিবার তেলাঙ্গানার রাজধানী শহরেই হায়দরাবাদ মুক্তি দিবস (Hyderabad Liberation Day) পালন করেন অমিত শাহ ৷ সঙ্গে ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে (Eknath Shinde)-সহ অন্যরা ৷

এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে অমিত শাহ তাঁর ভাষণে বলেন, "সর্দার প্য়াটেল না থাকলে হায়দরাবাদের স্বাধীন হতে আরও অনেক বছর সময় লাগত ৷ তিনি বুঝে গিয়েছিলেন, নিজামের রাজাকররা যতদিন পরাজিত না হবেন, ততদিন পর্যন্ত অখণ্ড ভারতের স্বপ্ন সত্যি হবে না ৷ হায়দরাবাদ মুক্তি দিবসে যে সরকার পক্ষেরও উপস্থিত থাকা উচিত, তার উপলব্ধিও এত বছর পর হয়েছে ৷ কিন্তু, দুর্ভাগ্য়ের বিষয় হল, এটা বুঝতে 75 বছর পেরিয়ে গেল ! যাঁরা এতদিন ক্ষমতায় ছিলেন, তাঁরা শুধুমাত্র ভোটের রাজনীতির জন্যই এই দিনটি পালন করেননি ৷"

আরও পড়ুন: দেশে চিতা ফেরাতে আগে কেউই উদ্য়োগ নেয়নি ! মোদির নিশানায় বিরোধীরা

এই একই ইস্যুতে বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গেরও অভিযোগ তোলেন অমিত ৷ তিনি বলেন, "নির্বাচনের আগে অনেকেই প্রতিশ্রুতি দেন যে তাঁরা হায়দরাবাদ মুক্তি দিবস পালন করবেন ৷ কিন্তু, সেই তাঁরাই যখন ক্ষমতায় আসেন, তখন আর সেই প্রতিশ্রুতি পালন করেন না ৷ তাঁরা আসলে রাজাকরদের ভয়েই এমনটা করেন ৷" অমিতের বক্তব্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) উদ্যোগেই এবছর এভাবে হায়দরাবাদ মুক্তি দিবস পালন করা সম্ভব হয়েছে ৷ এর জন্য মোদীকে কৃতজ্ঞতা জানাতেও ভোলেননি অমিত ৷

অমিত শাহের দাবি, নরেন্দ্র মোদি হায়দরাবাদ মুক্তি দিবস পালনের সিদ্ধান্ত নিতেই সকলে তাঁকে অনুসরণ করতে শুরু করে দিয়েছেন ৷ কিন্তু, তাঁদের মনে এখনও ভয় রয়েছে বলে দাবি করেন অমিত শাহ ৷ তিনি বলেন, "ওঁরাও উদযাপন করছেন ৷ কিন্তু, হায়দরাবাদ মুক্তি দিবসের মতো করে নয় ৷ আসলে ওঁরা এখনও ভয় পাচ্ছেন ৷ আমি ওঁদের বলতে চাই, নিজেদের অন্তর থেকে ভয় দূর করুন ৷ রাজাকররা এখন আর এই দেশের জন্য কোনও সিদ্ধান্ত নিতে পারেন না ৷ কারণ, 75 বছর আগেই দেশ স্বাধীন হয়ে গিয়েছে ৷"

Last Updated : Sep 17, 2022, 4:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.