ETV Bharat / bharat

কোটি-কোটি টাকা উদ্ধার ইস্যুতে কংগ্রেস-সহ ইন্ডিয়া জোটকে একহাত নিলেন অমিত শাহ

author img

By PTI

Published : Dec 10, 2023, 11:00 PM IST

Updated : Dec 11, 2023, 9:50 AM IST

Amit Shah targets opposition parties: ওড়িশায় দেশি মদ তৈরির কোম্পানির সঙ্গে কংগ্রেস সাংসদ ধীরজ প্রসাদ সাহুর জোরালো যোগের কথা ক্রমে প্রকাশ্যে আসছে ৷ গত তিন ধরে অভিযান চলছে আয়কর বিভাগের ৷ শনিবারও ওড়িশার দেশি মদ তৈরির কোম্পানি বৌধ ডিস্টিলিয়ারি গ্রুপের গোষ্ঠীর কর্ণধারের বাড়িতে হানা দিয়ে আরও 20টি নগদ ভর্তি ব্যাগ উদ্ধার করা হয়েছে ৷

Etv Bharat
Etv Bharat

নয়াদিল্লি, 10 ডিসেম্বর: ওড়িশার দেশি মদ তৈরির কোম্পানি বৌধ ডিস্টিলিয়ারি গ্রুপের গোষ্ঠীর কর্ণধারের বাড়িতে হানা দিয়ে আরও 20টি নগদ ভর্তি ব্যাগ উদ্ধার করা হয়েছে ৷ কোম্পানির সঙ্গে কংগ্রেস সাংসদ ধীরজ প্রসাদ সাহুর জোরালো যোগের কথা ক্রমেই প্রকাশ্যে আসার পরই রবিবার বিরোধীদের উদ্দেশে তীব্র আক্রমণ শানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ আক্রমণ করে অমিত শাহ বলেন, "এটি এখন স্পষ্ট যে তদন্তকারী সংস্থাগুলির বিরুদ্ধে তাদের (বিরোধীদের) প্রচার আদতে তাদের দুর্নীতি ফাঁস হয়ে যাওয়ার ভয়েই করা হয়েছিল।"

ওড়িশায় দেশি মদ তৈরির কোম্পানির সঙ্গে কংগ্রেস সাংসদ ধীরজ প্রসাদ সাহুর জোরালো যোগের কথা ক্রমে প্রকাশ্যে আসছে ৷ গত তিন ধরে অভিযান চলছে আয়কর বিভাগের ৷ শনিবারও ওড়িশার দেশি মদ তৈরির কোম্পানি বৌধ ডিস্টিলিয়ারি গ্রুপের গোষ্ঠীর কর্ণধারের বাড়িতে হানা দিয়ে আরও 20টি নগদ ভর্তি ব্যাগ উদ্ধার করা হয়েছে ৷ শুক্রবার পর্যন্ত প্রায় 225 কোটি টাকা উদ্ধার করার পরে, শনিবার বলাঙ্গির জেলার সুদাপাড়া এলাকায় একটি দেশি মদ প্রস্তুতকারকের বাড়ি থেকে আইটি আধিকারিকরা আরও 20টি নগদ বোঝাই ব্যাগ বাজেয়াপ্ত করেছে । এরপরই এক বিবৃতিতে বিজেপির প্রবীণ নেতা ইন্ডিয়া জোটের নেতাদের 'নীরবতা' নিয়ে প্রশ্ন তুলেছেন ৷ অমিত শাহ জানান, তিনি বুঝতে পারেন কেন কংগ্রেস চুপ রয়েছে ৷ কিন্তু বিস্মিত হয়েছেন কেন তৃণমূল, ডিএমকে, জেডি(ইউ) এবং আরজেডির মতো দলগুলি একইভাবে চুপ কর আছে !

ঝাড়খণ্ডের কংগ্রেস সাংসদ ধীরজ প্রসাদ সাহুর সঙ্গে যুক্ত একটি ব্যবসায়িক গোষ্ঠীর বেশ কয়েকটি জায়গার অফিস থেকে আয়কর দফতর 300 কোটি টাকার বেশি নগদ বাজেয়াপ্ত করেছে। কংগ্রেস অবশ্য তাঁর থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছে ৷ পালটা দাবি করেছে যে, তাঁর ব্যবসার সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই ৷ এমনকি বিজেপি বিরোধী দলগুলির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে এগিয়ে যাওয়ার জন্য এই ইস্যুতে জড়িয়ে পড়েছে। অমিত শাহ বলেন, "এটি স্বাধীনতার পর থেকে একজন সংসদ সদস্যের কাছ থেকে বাজেয়াপ্ত হওয়া সর্বোচ্চ অর্থ। এখন বোঝা যাচ্ছে কেন মোদি সরকারের বিরুদ্ধে তদন্ত সংস্থার অপব্যবহার করার অভিযোগ আনা হয়েছিল।" তাঁর কথায়, "তাদের দুর্নীতি ফাঁস হয়ে যাওয়ার ভয়ে এটি করা হয়েছিল ৷ বিরোধী দলগুলি, তদন্ত সংস্থাগুলির বিরুদ্ধে যে অপপ্রচার করেছিল তার উত্তর পেয়েছে। রাহুল গান্ধি-সহ ইন্ডিয়া জোটের নেতাদের জবাব দেওয়া উচিত ৷ বিজেপি বিষয়টি জনগণের কাছে নিয়ে যাবে, এই বলে যে তাদের সরকার দুর্নীতির বিরুদ্ধে কাজ করছে 2014 সালে ক্ষমতায় আসার পর থেকেই ৷" (পিটিআই)

আরও পড়ুন:

  1. ওড়িশায় উদ্ধার প্রায় 300 কোটি কালো টাকা, অভিযুক্ত মদের কোম্পানির সঙ্গে কংগ্রেস সাংসদের যোগ জোরালো
  2. 19 ডিসেম্বর দিল্লিতে বৈঠকে বসছে ইন্ডিয়া জোট, থাকতে পারেন মমতা
  3. আদিবাসী সমাজ থেকে মুখ্যমন্ত্রী পেল ছত্তিশগড়, বিষ্ণু দেও সাইয়ের নামে সিলমোহর বিজেপির

নয়াদিল্লি, 10 ডিসেম্বর: ওড়িশার দেশি মদ তৈরির কোম্পানি বৌধ ডিস্টিলিয়ারি গ্রুপের গোষ্ঠীর কর্ণধারের বাড়িতে হানা দিয়ে আরও 20টি নগদ ভর্তি ব্যাগ উদ্ধার করা হয়েছে ৷ কোম্পানির সঙ্গে কংগ্রেস সাংসদ ধীরজ প্রসাদ সাহুর জোরালো যোগের কথা ক্রমেই প্রকাশ্যে আসার পরই রবিবার বিরোধীদের উদ্দেশে তীব্র আক্রমণ শানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ আক্রমণ করে অমিত শাহ বলেন, "এটি এখন স্পষ্ট যে তদন্তকারী সংস্থাগুলির বিরুদ্ধে তাদের (বিরোধীদের) প্রচার আদতে তাদের দুর্নীতি ফাঁস হয়ে যাওয়ার ভয়েই করা হয়েছিল।"

ওড়িশায় দেশি মদ তৈরির কোম্পানির সঙ্গে কংগ্রেস সাংসদ ধীরজ প্রসাদ সাহুর জোরালো যোগের কথা ক্রমে প্রকাশ্যে আসছে ৷ গত তিন ধরে অভিযান চলছে আয়কর বিভাগের ৷ শনিবারও ওড়িশার দেশি মদ তৈরির কোম্পানি বৌধ ডিস্টিলিয়ারি গ্রুপের গোষ্ঠীর কর্ণধারের বাড়িতে হানা দিয়ে আরও 20টি নগদ ভর্তি ব্যাগ উদ্ধার করা হয়েছে ৷ শুক্রবার পর্যন্ত প্রায় 225 কোটি টাকা উদ্ধার করার পরে, শনিবার বলাঙ্গির জেলার সুদাপাড়া এলাকায় একটি দেশি মদ প্রস্তুতকারকের বাড়ি থেকে আইটি আধিকারিকরা আরও 20টি নগদ বোঝাই ব্যাগ বাজেয়াপ্ত করেছে । এরপরই এক বিবৃতিতে বিজেপির প্রবীণ নেতা ইন্ডিয়া জোটের নেতাদের 'নীরবতা' নিয়ে প্রশ্ন তুলেছেন ৷ অমিত শাহ জানান, তিনি বুঝতে পারেন কেন কংগ্রেস চুপ রয়েছে ৷ কিন্তু বিস্মিত হয়েছেন কেন তৃণমূল, ডিএমকে, জেডি(ইউ) এবং আরজেডির মতো দলগুলি একইভাবে চুপ কর আছে !

ঝাড়খণ্ডের কংগ্রেস সাংসদ ধীরজ প্রসাদ সাহুর সঙ্গে যুক্ত একটি ব্যবসায়িক গোষ্ঠীর বেশ কয়েকটি জায়গার অফিস থেকে আয়কর দফতর 300 কোটি টাকার বেশি নগদ বাজেয়াপ্ত করেছে। কংগ্রেস অবশ্য তাঁর থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছে ৷ পালটা দাবি করেছে যে, তাঁর ব্যবসার সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই ৷ এমনকি বিজেপি বিরোধী দলগুলির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে এগিয়ে যাওয়ার জন্য এই ইস্যুতে জড়িয়ে পড়েছে। অমিত শাহ বলেন, "এটি স্বাধীনতার পর থেকে একজন সংসদ সদস্যের কাছ থেকে বাজেয়াপ্ত হওয়া সর্বোচ্চ অর্থ। এখন বোঝা যাচ্ছে কেন মোদি সরকারের বিরুদ্ধে তদন্ত সংস্থার অপব্যবহার করার অভিযোগ আনা হয়েছিল।" তাঁর কথায়, "তাদের দুর্নীতি ফাঁস হয়ে যাওয়ার ভয়ে এটি করা হয়েছিল ৷ বিরোধী দলগুলি, তদন্ত সংস্থাগুলির বিরুদ্ধে যে অপপ্রচার করেছিল তার উত্তর পেয়েছে। রাহুল গান্ধি-সহ ইন্ডিয়া জোটের নেতাদের জবাব দেওয়া উচিত ৷ বিজেপি বিষয়টি জনগণের কাছে নিয়ে যাবে, এই বলে যে তাদের সরকার দুর্নীতির বিরুদ্ধে কাজ করছে 2014 সালে ক্ষমতায় আসার পর থেকেই ৷" (পিটিআই)

আরও পড়ুন:

  1. ওড়িশায় উদ্ধার প্রায় 300 কোটি কালো টাকা, অভিযুক্ত মদের কোম্পানির সঙ্গে কংগ্রেস সাংসদের যোগ জোরালো
  2. 19 ডিসেম্বর দিল্লিতে বৈঠকে বসছে ইন্ডিয়া জোট, থাকতে পারেন মমতা
  3. আদিবাসী সমাজ থেকে মুখ্যমন্ত্রী পেল ছত্তিশগড়, বিষ্ণু দেও সাইয়ের নামে সিলমোহর বিজেপির
Last Updated : Dec 11, 2023, 9:50 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.