ETV Bharat / bharat

Amit Shah talks to Farmers: কৃষক নেতাদের ফোন শাহের, দাবিদাওয়া নিয়ে সরকারের সঙ্গে আলোচনার প্রস্তুতি - ফসলের ন্যূনতম সহায়ক মূল্য

এক বছর ধরে আন্দোলনের (Farmers Protest) পর আইন প্রত্যাহার করেছে কেন্দ্র । কিন্তু ফসলের ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি)-সহ (Minimum support Price) কৃষকদের দাবিদাওয়ার প্রশ্ন এখনও ঝুলেই । ফোনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা হয়েছে (Amit Shah talks to Farmers) কৃষক নেতাদের ।

Amit Shah talks to Farmers as they form committee for dialogue with Centre
দাবিদাওয়া নিয়ে আলোচনার প্রস্তুতি ।
author img

By

Published : Dec 4, 2021, 8:12 PM IST

নয়াদিল্লি, 4 ডিসেম্বর: টানা এক বছর ধরে আন্দোলনের (Farmers Protest) পর আইন প্রত্যাহার করেছে কেন্দ্র । কিন্তু ফসলের ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি)-সহ (Minimum support Price) কৃষকদের দাবিদাওয়ার প্রশ্ন এখনও ঝুলেই । তা নিয়ে সরকারের সঙ্গে কথা চালাতে নয়া কমিটি গড়ল আন্দোলনে নেতৃত্ব প্রদানকারী সংগঠন সংযুক্ত কিষান মোর্চা (এসকেএম) (Samyukt Kisan Morcha) । এমএসপি থেকে মৃত কৃষকদের পরিবারের জন্য ক্ষতিপূরণ, সরকারের সামনে যাবতীয় দাবিদাওয়া তুলে ধরবে পাঁচ সদস্যের ওই কমিটি ।

সরকারের সঙ্গে আলোচনা নিয়ে শনিবার সংবামাধ্যমের সামনে মুখ খোলেন কৃষক নেতা রাকেশ টিকায়েত (Farmer Leader Rakesh Tikait) । তিনি জানান, কৃষক নেতা বলবীর সিং রাজেওয়াল, অশোক ধওলে, শিবকুমার কাক্কা, গুরুনাম সিং চাড়ুনি এবং যুদ্ধবীর সিং, এই পাঁচ জনকে নিয়ে ওই কমিটি গঠিত হয়েছে । আগামী 7 ডিসেম্বর ফের কিষান মোর্চার বৈঠক রয়েছে । কী ভাবে এগনো হবে, সেখানেই তা ঠিক হবে ।

আরও পড়ুন: Amit Shah Praises Narendra Modi: ভারতকে হৃত গৌরব ফিরিয়ে দিয়েছেন নমো, মোদিতে আমোদিত অমিত

তাঁদের দাবিদাওয়া খতিয়ে দেখতে সরকারও আগ্রহী বলে জানিয়েছে কৃষক আন্দোলনের নেতৃত্ব । ওই কমিটির সদস্য হওয়ার পাশাপাশি মহারাষ্ট্রের কৃষক নেতা অশোক ধওলে সিপিআই-এর অল ইন্ডিয়া কিষান সভার সভাপতিও । তিনি জানিয়েছেন, এ নিয়ে ফোনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা হয়েছে (Amit Shah talks to Farmers) বলবীর রাজোয়াল এবং যুদ্ধবীর সিংয়ের । সরকারের সামনে যাবতীয় দাবিদাওয়া তুলে ধরবেন তাঁরা । কোন রাজ্য থেকে কারা সরকারের সঙ্গে আলোচনায় বসবেন, তা-ও ওই কমিটিই ঠিক করবে ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিশ্রুতি অনুযায়ী, সোমবার সংসদে কৃষি আইন প্রত্যাহার করা হয়েছে (Farm Laws Repealed) । তাতে এক বছর ধরে চলে আসা আন্দোলন সার্থক হলেও, এমএসপি, বিদ্যুৎ বিল মকুব, ফসলের গোড়া পোড়ানোকে অপরাধের তালিকা থেকে সরানো, আন্দোলনকারী কৃষকদের বিরুদ্ধে দায়ের হওয়া যাবতীয় মামলা প্রত্যাহার, 700-র বেশি মৃত কৃষকের পরিবারকে ক্ষতিপূরণের দাবিদাওয়া এখনও ঝুলে রয়েছে । সরকার লিখিত প্রতিশ্রুতি না দেওয়া পর্যন্ত তাই সিঙ্ঘু সীমানায় আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়াতে বদ্ধপরিকর কৃষকরা ।

আরও পড়ুন: Amit Shah on Repeal of Article 370 : 370 ধারা অবলুপ্তির পর কাশ্মীরে সুদিন ফিরেছে, দাবি অমিত শাহের

উল্লেখ্য, কৃষকদের এমএসপি-র নিশ্চয়তা এবং মৃত কৃষকদের পরিবারকে ক্ষতিপূরণের দাবি তুলছে কংগ্রেসও । একদিন আগেই সাংবাদিক বৈঠক করে এনিয়ে কেন্দ্রকে একহাত নেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি । প্রশ্ন তোলেন, কৃষি আইন প্রত্যাহারের সময় ক্ষমা চেয়েছেন মোদি। কিন্তু তাঁর ভুলের জন্য যে এত মানুষের প্রাণ গেল, তার দায় সরকার কী ভাবে এড়াতে পারে ? এর আগে সরকার জানিয়েছিল, কৃষক মৃত্যুর কোনও পরিসংখ্যান তাদের কাছে নেই । কিন্তু রাহুলের অভিযোগ, ক্ষতিপূরণ দেওয়ার ভয়ে ইচ্ছাকৃত ভাবেই কৃষক মৃত্যু মানতে চাইছে না কেন্দ্র ।

নয়াদিল্লি, 4 ডিসেম্বর: টানা এক বছর ধরে আন্দোলনের (Farmers Protest) পর আইন প্রত্যাহার করেছে কেন্দ্র । কিন্তু ফসলের ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি)-সহ (Minimum support Price) কৃষকদের দাবিদাওয়ার প্রশ্ন এখনও ঝুলেই । তা নিয়ে সরকারের সঙ্গে কথা চালাতে নয়া কমিটি গড়ল আন্দোলনে নেতৃত্ব প্রদানকারী সংগঠন সংযুক্ত কিষান মোর্চা (এসকেএম) (Samyukt Kisan Morcha) । এমএসপি থেকে মৃত কৃষকদের পরিবারের জন্য ক্ষতিপূরণ, সরকারের সামনে যাবতীয় দাবিদাওয়া তুলে ধরবে পাঁচ সদস্যের ওই কমিটি ।

সরকারের সঙ্গে আলোচনা নিয়ে শনিবার সংবামাধ্যমের সামনে মুখ খোলেন কৃষক নেতা রাকেশ টিকায়েত (Farmer Leader Rakesh Tikait) । তিনি জানান, কৃষক নেতা বলবীর সিং রাজেওয়াল, অশোক ধওলে, শিবকুমার কাক্কা, গুরুনাম সিং চাড়ুনি এবং যুদ্ধবীর সিং, এই পাঁচ জনকে নিয়ে ওই কমিটি গঠিত হয়েছে । আগামী 7 ডিসেম্বর ফের কিষান মোর্চার বৈঠক রয়েছে । কী ভাবে এগনো হবে, সেখানেই তা ঠিক হবে ।

আরও পড়ুন: Amit Shah Praises Narendra Modi: ভারতকে হৃত গৌরব ফিরিয়ে দিয়েছেন নমো, মোদিতে আমোদিত অমিত

তাঁদের দাবিদাওয়া খতিয়ে দেখতে সরকারও আগ্রহী বলে জানিয়েছে কৃষক আন্দোলনের নেতৃত্ব । ওই কমিটির সদস্য হওয়ার পাশাপাশি মহারাষ্ট্রের কৃষক নেতা অশোক ধওলে সিপিআই-এর অল ইন্ডিয়া কিষান সভার সভাপতিও । তিনি জানিয়েছেন, এ নিয়ে ফোনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা হয়েছে (Amit Shah talks to Farmers) বলবীর রাজোয়াল এবং যুদ্ধবীর সিংয়ের । সরকারের সামনে যাবতীয় দাবিদাওয়া তুলে ধরবেন তাঁরা । কোন রাজ্য থেকে কারা সরকারের সঙ্গে আলোচনায় বসবেন, তা-ও ওই কমিটিই ঠিক করবে ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিশ্রুতি অনুযায়ী, সোমবার সংসদে কৃষি আইন প্রত্যাহার করা হয়েছে (Farm Laws Repealed) । তাতে এক বছর ধরে চলে আসা আন্দোলন সার্থক হলেও, এমএসপি, বিদ্যুৎ বিল মকুব, ফসলের গোড়া পোড়ানোকে অপরাধের তালিকা থেকে সরানো, আন্দোলনকারী কৃষকদের বিরুদ্ধে দায়ের হওয়া যাবতীয় মামলা প্রত্যাহার, 700-র বেশি মৃত কৃষকের পরিবারকে ক্ষতিপূরণের দাবিদাওয়া এখনও ঝুলে রয়েছে । সরকার লিখিত প্রতিশ্রুতি না দেওয়া পর্যন্ত তাই সিঙ্ঘু সীমানায় আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়াতে বদ্ধপরিকর কৃষকরা ।

আরও পড়ুন: Amit Shah on Repeal of Article 370 : 370 ধারা অবলুপ্তির পর কাশ্মীরে সুদিন ফিরেছে, দাবি অমিত শাহের

উল্লেখ্য, কৃষকদের এমএসপি-র নিশ্চয়তা এবং মৃত কৃষকদের পরিবারকে ক্ষতিপূরণের দাবি তুলছে কংগ্রেসও । একদিন আগেই সাংবাদিক বৈঠক করে এনিয়ে কেন্দ্রকে একহাত নেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি । প্রশ্ন তোলেন, কৃষি আইন প্রত্যাহারের সময় ক্ষমা চেয়েছেন মোদি। কিন্তু তাঁর ভুলের জন্য যে এত মানুষের প্রাণ গেল, তার দায় সরকার কী ভাবে এড়াতে পারে ? এর আগে সরকার জানিয়েছিল, কৃষক মৃত্যুর কোনও পরিসংখ্যান তাদের কাছে নেই । কিন্তু রাহুলের অভিযোগ, ক্ষতিপূরণ দেওয়ার ভয়ে ইচ্ছাকৃত ভাবেই কৃষক মৃত্যু মানতে চাইছে না কেন্দ্র ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.