ETV Bharat / bharat

Amit Shah: রাহুল প্রধানমন্ত্রী হলে ভারত দুর্নীতির আখড়া হয়ে উঠবে, দাবি অমিত শাহের - BJP

শুক্রবার রাজস্থানের উদয়পুরে বিজেপির এক কর্মসূচিতে যোগ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ ওই সভা থেকে তিনি দুর্নীতি ইস্যুতে নিশানা করেন কংগ্রেসকে ৷ বলেন, ‘‘রাহুল প্রধানমন্ত্রী হলে ভারত দুর্নীতির আখড়া হয়ে উঠবে ৷’’

Amit Shah
Amit Shah
author img

By

Published : Jun 30, 2023, 7:31 PM IST

উদয়পুর (রাজস্থান), 30 জুন: রাহুল গান্ধি প্রধানমন্ত্রী হলে ভারত দুর্নীতির আখড়া হয়ে উঠবে, এমনটাই মনে করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ একই সঙ্গে বিজেপির এই হেভিওয়েট নেতার মতে, নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হিসেবে আবার নির্বাচিত হবে দুর্নীতিগ্রস্তরা সব জেলে যাবে ৷

শুক্রবার রাজস্থানের উদয়পুরে কেন্দ্রের বিজেপির সকারেরর ন’বছর পূর্তি উপলক্ষ্য়ে এক অনুষ্ঠান ছিল ৷ সেই অনুষ্ঠানে বিহারের পটনায় সম্প্রতি হওয়া বিরোধী জোটের বৈঠকের প্রসঙ্গও তোলেন তিনি ৷ সেই বৈঠকে দুর্নীতিগ্রস্তরা একজোট হয়েছিলেন বলে অভিযোগ করেন অমিত শাহ ৷ পাশাপাশি কটাক্ষ করেন যে সোনিয়া গান্ধি রাহুলকে প্রধানমন্ত্রীর পদে বসাতে মরিয়া ৷ আর তার পরই তিনি রাহুল প্রধানমন্ত্রী হলে দেশের অবস্থা কী হতে পারে, সেই কথা বলেন ৷

তিনি রাজস্থানের কংগ্রেস সরকারকেও নিশানা করেন ৷ তিনি অশোক গেহলত সরকারকে দুর্নীতিতে এক নম্বর হিসেবেও অভিযুক্ত করেন ৷ তাই অমিত শাহ আসন্ন বিধানসভা নির্বাচনে রাজস্থানের জনগণকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার ডাক দিয়েছেন ৷

চলতি বছরের শেষে রাজস্থানে বিধানসভা নির্বাচন ৷ সেই ভোটে বিজেপিই জিতবে বলে তিনি আশা প্রকাশ করেছেন ৷ অন্যদিকে তাঁর দাবি, 2024 সালের লোকসভা নির্বাচনে 300-র বেশি আসন জিতবে বিজেপি ৷ আবার প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদি ৷ তিনি বলেন, "আমি সারা দেশে ঘুরেছি ৷ আমি যে সমর্থন দেখেছি, এটা নিশ্চিত যে মোদি 300 আসন নিয়ে প্রধানমন্ত্রী হতে চলেছেন ।"

গত বছর উদয়পুরে ঘটে যাওয়া কানহাইয়া লাল হত্যা মামলা নিয়েও অশোক গেহলতের সরকারের সমালোচনা করেন ৷ তাঁর মতে, এই মামলায় একটি বিশেষ আদালত গঠন করত সরকার, তাহলে অভিযুক্তদের এখনই ফাঁসি দেওয়া হত । প্রসঙ্গত, গত বছর 28 জুন উদয়পুরের কানাহাইয়া লালকে খুন করা হয় ৷

এছাড়া কংগ্রেসের বিরুদ্ধে ভোট ব্যাংকের রাজনীতির অভিযোগ তুলে তিনি বলেন, "স্বাধীনতার এত বছর পরেও ভোটব্যাংকের লোভে সংবিধানকে একপাশে রেখে এখানে সংখ্যাগরিষ্ঠদের প্রতি অবিচার করা হচ্ছে । যারা ভোটব্যাংকের রাজনীতি করে, তারাই এটা করতে পারে । বিজেপি ভোটব্যাংকের রাজনীতি করে না ।"

আরও পড়ুন: 'স্বৈরাচারী পদক্ষেপ', মণিপুরে রাহুলের কনভয় আটকানোয় কেন্দ্রকে তুলোধোনা কংগ্রেসের

উদয়পুরে এ দিনের সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে, বিরোধী দলনেতা রাজেন্দ্র রাঠোর, বিরোধী উপনেতা সতীশ পুনিয়া-সহ অন্যান্য নেতারা ।

উদয়পুর (রাজস্থান), 30 জুন: রাহুল গান্ধি প্রধানমন্ত্রী হলে ভারত দুর্নীতির আখড়া হয়ে উঠবে, এমনটাই মনে করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ একই সঙ্গে বিজেপির এই হেভিওয়েট নেতার মতে, নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হিসেবে আবার নির্বাচিত হবে দুর্নীতিগ্রস্তরা সব জেলে যাবে ৷

শুক্রবার রাজস্থানের উদয়পুরে কেন্দ্রের বিজেপির সকারেরর ন’বছর পূর্তি উপলক্ষ্য়ে এক অনুষ্ঠান ছিল ৷ সেই অনুষ্ঠানে বিহারের পটনায় সম্প্রতি হওয়া বিরোধী জোটের বৈঠকের প্রসঙ্গও তোলেন তিনি ৷ সেই বৈঠকে দুর্নীতিগ্রস্তরা একজোট হয়েছিলেন বলে অভিযোগ করেন অমিত শাহ ৷ পাশাপাশি কটাক্ষ করেন যে সোনিয়া গান্ধি রাহুলকে প্রধানমন্ত্রীর পদে বসাতে মরিয়া ৷ আর তার পরই তিনি রাহুল প্রধানমন্ত্রী হলে দেশের অবস্থা কী হতে পারে, সেই কথা বলেন ৷

তিনি রাজস্থানের কংগ্রেস সরকারকেও নিশানা করেন ৷ তিনি অশোক গেহলত সরকারকে দুর্নীতিতে এক নম্বর হিসেবেও অভিযুক্ত করেন ৷ তাই অমিত শাহ আসন্ন বিধানসভা নির্বাচনে রাজস্থানের জনগণকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার ডাক দিয়েছেন ৷

চলতি বছরের শেষে রাজস্থানে বিধানসভা নির্বাচন ৷ সেই ভোটে বিজেপিই জিতবে বলে তিনি আশা প্রকাশ করেছেন ৷ অন্যদিকে তাঁর দাবি, 2024 সালের লোকসভা নির্বাচনে 300-র বেশি আসন জিতবে বিজেপি ৷ আবার প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদি ৷ তিনি বলেন, "আমি সারা দেশে ঘুরেছি ৷ আমি যে সমর্থন দেখেছি, এটা নিশ্চিত যে মোদি 300 আসন নিয়ে প্রধানমন্ত্রী হতে চলেছেন ।"

গত বছর উদয়পুরে ঘটে যাওয়া কানহাইয়া লাল হত্যা মামলা নিয়েও অশোক গেহলতের সরকারের সমালোচনা করেন ৷ তাঁর মতে, এই মামলায় একটি বিশেষ আদালত গঠন করত সরকার, তাহলে অভিযুক্তদের এখনই ফাঁসি দেওয়া হত । প্রসঙ্গত, গত বছর 28 জুন উদয়পুরের কানাহাইয়া লালকে খুন করা হয় ৷

এছাড়া কংগ্রেসের বিরুদ্ধে ভোট ব্যাংকের রাজনীতির অভিযোগ তুলে তিনি বলেন, "স্বাধীনতার এত বছর পরেও ভোটব্যাংকের লোভে সংবিধানকে একপাশে রেখে এখানে সংখ্যাগরিষ্ঠদের প্রতি অবিচার করা হচ্ছে । যারা ভোটব্যাংকের রাজনীতি করে, তারাই এটা করতে পারে । বিজেপি ভোটব্যাংকের রাজনীতি করে না ।"

আরও পড়ুন: 'স্বৈরাচারী পদক্ষেপ', মণিপুরে রাহুলের কনভয় আটকানোয় কেন্দ্রকে তুলোধোনা কংগ্রেসের

উদয়পুরে এ দিনের সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে, বিরোধী দলনেতা রাজেন্দ্র রাঠোর, বিরোধী উপনেতা সতীশ পুনিয়া-সহ অন্যান্য নেতারা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.