ETV Bharat / bharat

Amit Shah slams Congress: 'ভোটের স্বার্থে সংখ্যালঘুদের সংরক্ষণ দিয়েছে কংগ্রেস !' মেরুকরণ নিয়ে পালটা তোপ অমিতের - কংগ্রেস

মেরুকরণ ইস্যুতে এবার কংগ্রেসের তুলোধনা করলেন অমিত শাহ (Amit Shah slams Congress over Polarization) ৷ রবিবার কর্ণাটকের বীদরের অনুষ্ঠানমঞ্চ থেকে কী বললেন তিনি ?

Amit Shah slams Congress over Polarization during Inauguration of Gorata Shaheed Smarak in Bidar
কর্ণাটকে অমিত শাহ
author img

By

Published : Mar 26, 2023, 4:53 PM IST

বীদর (কর্ণাটক), 26 মার্চ: রবিবাসরীয় সকালে বিজেপির পরিবারতন্ত্রের হাতিয়ারকে তাদের বিরুদ্ধেই অস্ত্র করেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি ৷ সেই ঘটনা ঘটে দিল্লির রাজঘাটে ৷ অন্যদিকে, যে মেরুকরণের অভিযোগ তুলে কংগ্রেস নিয়মিত গেরুয়া শিবিরকে বেঁধে, কর্ণাটকের বীদরে দাঁড়িয়ে সেই মেরুকরণকেই এদিন কংগ্রেসের বিরুদ্ধে ব্যবহার করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah slams Congress over Polarization) ৷ উপলক্ষ ছিল, বীদরে একটি শহিদ বেদীর উদ্বোধন এবং 103 ফুটের জাতীয় পতাকা উত্তোলন ৷

অমিত শাহ মনে করিয়ে দেন, নিজামের আমলে এই বীদরেই ভয়াবহ গণহত্য়ার ঘটনা ঘটেছিল ৷ তিনি বলেন, "এই গোরাটা গ্রামেই অত্য়াচারী নিজামের সেনার হাতে খুন হয়েছিলেন শত শত মানুষ ৷ তাঁরা এখানে মাত্র আড়াই ফুট লম্বা একটি জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন ৷ সেটাই ছিল তাঁদের অপরাধ ! আজ আমি অত্যন্ত গর্বের সঙ্গে বলছি যে সেই একই ভূমিতে আমরা 103 ফুট লম্বা জাতীয় পতাকা উত্তোলন করলাম ৷ যা কারও নজর থেকে আড়াল করা যাবে না ৷"

এদিন এই জায়গায় সর্দার বল্লভভাই প্য়াটেলের 20 ফুট লম্বা একটি মূর্তিও উন্মোচন করেন অমিত ৷ তিনি বলেন, সর্দার প্য়াটেল না-থাকলে হায়দরাবাদ থেকে কোনও দিন নিজামের রাজত্ব খতম করা যেত না ৷ কোনওদিন বীদর ভারতের অংশ হত না ৷ সেই ইতিহাসকে কুর্নিশ জানাতেই এই মূর্তি তৈরি করা হয়েছে ৷ পাশাপাশি, সর্দার প্য়াটেলের কৃতিত্বকে সম্মান জানাতে মোদি সরকার প্রতিবছর হায়দরাবাদ মুক্তি দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে ৷

এরপরই মেরুকরণের অভিযোগ তুলে সরাসরি কংগ্রেসকে নিশানা করেন অমিত ৷ তিনি বলেন, এই বীদরেই রাজাকরদের হাতে 200 মানুষ খুন হয়েছিলেন ৷ কিন্তু, তোষামোদের রাজনীতির জন্য কংগ্রেস কোনও দিন দোষীদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি ৷ হায়দরাবাদের মুক্তির জন্য যাঁরা জীবনদান করেছিলেন, কংগ্রেস কোনও দিন তাঁদের স্মরণ করেনি ৷

আরও পড়ুন: 'প্রভু রাম ও পাণ্ডবরাও কি পরিবারতন্ত্রী ছিলেন ?' চেনা অস্ত্রেই বিজেপিকে ঘা প্রিয়াঙ্কার

অমিত শাহের দাবি, ভোটের ময়দানে ফায়দা তুলতে কংগ্রেস চিরকাল মেরুকরণের রাজনীতি করে এসেছে ৷ অমিত স্পষ্ট ভাষায় জানান, সংখ্য়ালঘুদের যে সংরক্ষণ দেওয়া হয়েছে, তা ভারতের সংবিধানবিরোধী ৷ কারণ, ভারতের সংবিধানে ধর্মের ভিত্তিতে সংরক্ষণের কথা বলা হয়নি ৷ মেরুকরণের রাজনীতি করতেই কংগ্রেস সংখ্য়ালঘুদের সংরক্ষণ দিয়েছিল বলেও তোপ দাগেন অমিত ৷ কিন্তু, বিজেপি তার বদলে ভোক্কালিগা ও লিঙ্গায়েত সম্প্রদায়কে সংরক্ষণের আওতায় এনেছে ৷

বীদর (কর্ণাটক), 26 মার্চ: রবিবাসরীয় সকালে বিজেপির পরিবারতন্ত্রের হাতিয়ারকে তাদের বিরুদ্ধেই অস্ত্র করেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি ৷ সেই ঘটনা ঘটে দিল্লির রাজঘাটে ৷ অন্যদিকে, যে মেরুকরণের অভিযোগ তুলে কংগ্রেস নিয়মিত গেরুয়া শিবিরকে বেঁধে, কর্ণাটকের বীদরে দাঁড়িয়ে সেই মেরুকরণকেই এদিন কংগ্রেসের বিরুদ্ধে ব্যবহার করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah slams Congress over Polarization) ৷ উপলক্ষ ছিল, বীদরে একটি শহিদ বেদীর উদ্বোধন এবং 103 ফুটের জাতীয় পতাকা উত্তোলন ৷

অমিত শাহ মনে করিয়ে দেন, নিজামের আমলে এই বীদরেই ভয়াবহ গণহত্য়ার ঘটনা ঘটেছিল ৷ তিনি বলেন, "এই গোরাটা গ্রামেই অত্য়াচারী নিজামের সেনার হাতে খুন হয়েছিলেন শত শত মানুষ ৷ তাঁরা এখানে মাত্র আড়াই ফুট লম্বা একটি জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন ৷ সেটাই ছিল তাঁদের অপরাধ ! আজ আমি অত্যন্ত গর্বের সঙ্গে বলছি যে সেই একই ভূমিতে আমরা 103 ফুট লম্বা জাতীয় পতাকা উত্তোলন করলাম ৷ যা কারও নজর থেকে আড়াল করা যাবে না ৷"

এদিন এই জায়গায় সর্দার বল্লভভাই প্য়াটেলের 20 ফুট লম্বা একটি মূর্তিও উন্মোচন করেন অমিত ৷ তিনি বলেন, সর্দার প্য়াটেল না-থাকলে হায়দরাবাদ থেকে কোনও দিন নিজামের রাজত্ব খতম করা যেত না ৷ কোনওদিন বীদর ভারতের অংশ হত না ৷ সেই ইতিহাসকে কুর্নিশ জানাতেই এই মূর্তি তৈরি করা হয়েছে ৷ পাশাপাশি, সর্দার প্য়াটেলের কৃতিত্বকে সম্মান জানাতে মোদি সরকার প্রতিবছর হায়দরাবাদ মুক্তি দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে ৷

এরপরই মেরুকরণের অভিযোগ তুলে সরাসরি কংগ্রেসকে নিশানা করেন অমিত ৷ তিনি বলেন, এই বীদরেই রাজাকরদের হাতে 200 মানুষ খুন হয়েছিলেন ৷ কিন্তু, তোষামোদের রাজনীতির জন্য কংগ্রেস কোনও দিন দোষীদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি ৷ হায়দরাবাদের মুক্তির জন্য যাঁরা জীবনদান করেছিলেন, কংগ্রেস কোনও দিন তাঁদের স্মরণ করেনি ৷

আরও পড়ুন: 'প্রভু রাম ও পাণ্ডবরাও কি পরিবারতন্ত্রী ছিলেন ?' চেনা অস্ত্রেই বিজেপিকে ঘা প্রিয়াঙ্কার

অমিত শাহের দাবি, ভোটের ময়দানে ফায়দা তুলতে কংগ্রেস চিরকাল মেরুকরণের রাজনীতি করে এসেছে ৷ অমিত স্পষ্ট ভাষায় জানান, সংখ্য়ালঘুদের যে সংরক্ষণ দেওয়া হয়েছে, তা ভারতের সংবিধানবিরোধী ৷ কারণ, ভারতের সংবিধানে ধর্মের ভিত্তিতে সংরক্ষণের কথা বলা হয়নি ৷ মেরুকরণের রাজনীতি করতেই কংগ্রেস সংখ্য়ালঘুদের সংরক্ষণ দিয়েছিল বলেও তোপ দাগেন অমিত ৷ কিন্তু, বিজেপি তার বদলে ভোক্কালিগা ও লিঙ্গায়েত সম্প্রদায়কে সংরক্ষণের আওতায় এনেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.