ETV Bharat / bharat

Karnataka Assembly Election 2023: 'ধর্মের ভিত্তিতে সংরক্ষণ অসাংবিধানিক', কর্ণাটকে 'শাহি' বার্তায় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী - কর্ণাটকে সংরক্ষণ নিয়ে শাহ

224 আসনের কর্ণাটকে বিধানসভা নির্বাচনের দিন এগিয়ে আসছে ৷ তার আগে কংগ্রেস ও বিজেপির নির্বাচনী প্রচার তুঙ্গে ৷ সোমবার অমিত শাহ মেগা রোড-শো করলেন চারটি বিধানসভা কেন্দ্রে ৷ সংখ্যালঘু সম্প্রদায়ের সংরক্ষণ বাদ দেওয়া নিয়েও তাঁর মতামত জানালেন ৷

Karnataka Assembly Election
কর্ণাটকে অমিত শাহ
author img

By

Published : May 2, 2023, 8:31 AM IST

টুমকুরু/শিবামোগ্গা (কর্ণাটক), 2 মে: রাজ্যে বিধানসভা নির্বাচনের বাকি হাতে গোনা কয়েকটা দিন ৷ তার আগে নির্বাচনী প্রচারে ঝড় কর্ণাটকে ৷ বিজেপির হয়ে দক্ষিণের রাজ্যে একের পর এক নির্বাচনী প্রচারে ঝড় তুলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ বিজেপির শীর্ষ নেতারা ৷ সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ দক্ষিণের এই রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রে রাজকীয় রোড-শো করলেন ৷ তাঁর এই রোড-শো'য়ে এদিন ছিল উপচে পড়া ভিড় ৷ 10 মে কর্ণাটক বিধানসভা নির্বাচনে কংগ্রেস ও বিজেপি'র 'কাটে কি টক্কর' হবে বলে মনে করছে রাজনৈতিক মহল ৷

বিজেপি শাসিত রাজ্যটিতে বাসবরাজ বোম্মাইয়ের সরকার ওবিসি তালিকা থেকে মুসলিম সম্প্রদায়ের 4 শতাংশ সংরক্ষণ বাতিল করে দিয়েছে ৷ এর সমর্থনে শাহ জানান, ধর্মের ভিত্তিতে সংরক্ষণ অসাংবিধানিক ৷ গুব্বির জনসভায় শাহ জানান, প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা এবং বর্তমান মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই কর্ণাটকের উন্নয়নে অনেক কিছু করেছেন ৷ বিজেপি সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য় সংরক্ষণ বন্ধ করে দিয়েছে ৷ তার বদলে ভোক্কালিগাস, লিঙ্গায়ত এবং তফশিলি জাতি ও উপজাতিদের সংরক্ষণের হার বাড়ানো হয়েছে ৷ কংগ্রেসকে আক্রমণ করে তিনি বলেন, "কংগ্রেস ক্ষমতায় ফিরলে তারা এই সংরক্ষণ ব্যবস্থা তুলে দেবে ৷ ফের সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য সংরক্ষণ চালু করবে ৷ আপনারা কি চান তাদের সংরক্ষণ ফিরে আসুক ?"

শিবামোগ্গায় অমিত শাহের সঙ্গে ছিলেন প্রবীণ বিজেপি নেতা কে এস এশ্বারাপ্পা এবং দলীয় সাংসদ বি ওয়াই রাঘবেন্দ্র ৷ বিশেষ ভাবে নির্মিত একটি গাড়িতে মধ্যমণি হয়ে দাঁড়িয়েছিলেন শাহ ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন দলীয় নেতারা ৷ টুমকুরু জেলায় গুব্বি ও টিপটুরে রোড-শো'য়ের সময় বাড়ির বারান্দা, ছাদে শাহকে দেখতে উপচে পড়েছিল ভিড় ৷ প্রচুর সংখ্যক দলীয় কর্মীরা দলীয় পতাকা হাতে অমিত শাহের গাড়ির সঙ্গে সঙ্গে যাচ্ছিলেন ৷ 'ভারত মাতা কি জয়', 'জয় শ্রী রাম' স্লোগানে মুখরিত হয়ে ওঠে ব়্যালি ৷ ৃহাত নেড়ে এবং মানুষের দিকে ফুল ছুড়ে তাদের প্রতি-অভ্যর্থনা জানান অমিত শাহ ৷

চারটি বিধানসভা কেন্দ্রে রোড শো শেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মানুষের কাছে বিজেপি প্রার্থীদের ভোট দেওয়ার জন্য আর্জি জানান ৷ বিজেপি শাসিত রাজ্যটিতে ফের 'ডাবল ইঞ্জিন' সরকার গঠিত হলে চব্বিশে আবারও প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদি, বার্তা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷

আরও পড়ুন: ফের প্রধানমন্ত্রীর নিরাপত্তায় ফাঁক, কর্ণাটকে রোড-শো চলাকালীন উড়ে এল মোবাইল!

টুমকুরু/শিবামোগ্গা (কর্ণাটক), 2 মে: রাজ্যে বিধানসভা নির্বাচনের বাকি হাতে গোনা কয়েকটা দিন ৷ তার আগে নির্বাচনী প্রচারে ঝড় কর্ণাটকে ৷ বিজেপির হয়ে দক্ষিণের রাজ্যে একের পর এক নির্বাচনী প্রচারে ঝড় তুলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ বিজেপির শীর্ষ নেতারা ৷ সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ দক্ষিণের এই রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রে রাজকীয় রোড-শো করলেন ৷ তাঁর এই রোড-শো'য়ে এদিন ছিল উপচে পড়া ভিড় ৷ 10 মে কর্ণাটক বিধানসভা নির্বাচনে কংগ্রেস ও বিজেপি'র 'কাটে কি টক্কর' হবে বলে মনে করছে রাজনৈতিক মহল ৷

বিজেপি শাসিত রাজ্যটিতে বাসবরাজ বোম্মাইয়ের সরকার ওবিসি তালিকা থেকে মুসলিম সম্প্রদায়ের 4 শতাংশ সংরক্ষণ বাতিল করে দিয়েছে ৷ এর সমর্থনে শাহ জানান, ধর্মের ভিত্তিতে সংরক্ষণ অসাংবিধানিক ৷ গুব্বির জনসভায় শাহ জানান, প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা এবং বর্তমান মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই কর্ণাটকের উন্নয়নে অনেক কিছু করেছেন ৷ বিজেপি সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য় সংরক্ষণ বন্ধ করে দিয়েছে ৷ তার বদলে ভোক্কালিগাস, লিঙ্গায়ত এবং তফশিলি জাতি ও উপজাতিদের সংরক্ষণের হার বাড়ানো হয়েছে ৷ কংগ্রেসকে আক্রমণ করে তিনি বলেন, "কংগ্রেস ক্ষমতায় ফিরলে তারা এই সংরক্ষণ ব্যবস্থা তুলে দেবে ৷ ফের সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য সংরক্ষণ চালু করবে ৷ আপনারা কি চান তাদের সংরক্ষণ ফিরে আসুক ?"

শিবামোগ্গায় অমিত শাহের সঙ্গে ছিলেন প্রবীণ বিজেপি নেতা কে এস এশ্বারাপ্পা এবং দলীয় সাংসদ বি ওয়াই রাঘবেন্দ্র ৷ বিশেষ ভাবে নির্মিত একটি গাড়িতে মধ্যমণি হয়ে দাঁড়িয়েছিলেন শাহ ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন দলীয় নেতারা ৷ টুমকুরু জেলায় গুব্বি ও টিপটুরে রোড-শো'য়ের সময় বাড়ির বারান্দা, ছাদে শাহকে দেখতে উপচে পড়েছিল ভিড় ৷ প্রচুর সংখ্যক দলীয় কর্মীরা দলীয় পতাকা হাতে অমিত শাহের গাড়ির সঙ্গে সঙ্গে যাচ্ছিলেন ৷ 'ভারত মাতা কি জয়', 'জয় শ্রী রাম' স্লোগানে মুখরিত হয়ে ওঠে ব়্যালি ৷ ৃহাত নেড়ে এবং মানুষের দিকে ফুল ছুড়ে তাদের প্রতি-অভ্যর্থনা জানান অমিত শাহ ৷

চারটি বিধানসভা কেন্দ্রে রোড শো শেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মানুষের কাছে বিজেপি প্রার্থীদের ভোট দেওয়ার জন্য আর্জি জানান ৷ বিজেপি শাসিত রাজ্যটিতে ফের 'ডাবল ইঞ্জিন' সরকার গঠিত হলে চব্বিশে আবারও প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদি, বার্তা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷

আরও পড়ুন: ফের প্রধানমন্ত্রীর নিরাপত্তায় ফাঁক, কর্ণাটকে রোড-শো চলাকালীন উড়ে এল মোবাইল!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.