পটনা, 1 এপ্রিল: সংঘর্ষের জেরে 144 ধারা জারি থাকায় বিহারের রোহতাসের সাসারামে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফর বাতিল করা হয়েছে । "কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাসারামে একটি অনুষ্ঠানে আসার কথা ছিল। বিহার সরকার 144 ধারা জারি করায় আমাদের অনুষ্ঠানটি বাতিল করতে হল । আমরা এই পরিস্থিতিতে কীভাবে এমন একটি অনুষ্ঠান করতে পারি ?" শনিবার একথা জানিয়েছেন বিহারে ভারতীয় জনতা পার্টির প্রধান সম্রাট চৌধুরি।
প্রসঙ্গত, 31 মার্চ রামনবমী উদযাপনকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের কারণে শহরে 144 ধারা জারি করা হয়েছে । বিহার পুলিশ শনিবার জানিয়েছে, নালন্দা জেলার সাসারাম এবং বিহার শরীফে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক এবং নিয়ন্ত্রণে রয়েছে । তবে নালন্দায় 27 জন এবং সাসারামে 18 জনকে অসামাজিক কাজের সঙ্গে জড়িত থাকার জন্য গ্রেফতার করা হয়েছে এবং নালন্দা এবং রোহতাসে দুটি এফআইআর দায়ের হয়েছে ৷
পুলিশ আরও জানিয়েছে, জেলাগুলিতে নিরাপত্তার স্বার্থে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকরা স্পর্শকাতর এলাকায় শিবির গড়েছে । বিহার পুলিশ টুইট করেছে, "বিহার শরিফ এবং সাসারামে রামনবমী মিছিল সম্পন্ন হয়েছে । উভয় জায়গায় পর্যাপ্ত সংখ্যক বাহিনী এবং ম্যাজিস্ট্রেটের ডেপুটেশন চলছে । ঊর্ধ্বতন আধিকারিকরা ঘটনাস্থলে ক্যাম্প করছেন ৷ উস্কানিমূলক বা মিথ্যা খবর ছড়ানো ঠেকাতে সোশাল মিডিয়াও মনিটরিং করা হচ্ছে । পুলিশ জনগণকে গুজবে বিশ্বাস না-করার আহ্বান জানিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় তাদের সহযোগিতা চেয়েছে।
উল্লেখ্য, শুক্রবার রামনবমীর পর দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয় ৷ মিছিলে ঢিল ছোড়া এবং গাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে বলে পুলিশের একজন সিনিয়র আধিকারিক জানিয়েছেন । অন্যদিকে ভাগলপুর জেলার নওগাছিয়ার খাড়িকে প্রতিমা বিসর্জনের পর শুক্রবার ছোটখাটো সংঘর্ষের ঘটনা ঘটেছে । নওগাছিয়ার এসডিপিও বলেন, "মূর্তি বিসর্জনের পরে একটি ছোটখাটো সংঘর্ষ হয়েছিল । পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে । শান্তি বজায় রাখা হচ্ছে । এই ঘটনায় একজন মহিলা আহত হয়েছেন ৷"
আরও পড়ুন: অমিত শাহের ফোন পাওয়ার পরই হাওড়া যাচ্ছেন রাজ্যপাল