ETV Bharat / bharat

Amit Shah : নজরে নিরাপত্তা, তিনদিনের সফরে শনিবার শ্রীনগর পৌঁছালেন অমিত শাহ - পিএসএ

জম্মু-কাশ্মীরের নিরাপত্তা খতিয়ে দেখতে শনিবার উপত্যকায় পৌঁছলেন অমিত শাহ ৷ শ্রীনগর বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা ৷ এদিনই নিরাপত্তা সংক্রান্ত একটি পর্যালোচনা বৈঠক রয়েছে শাহের ৷

Amit Shah reaches Srinagar for his three day visit to Jammu and Kashmir
Amit Shah : নজরে নিরাপত্তা, তিনদিনের সফরে শনিবার শ্রীনগর পৌঁছলেন অমিত শাহ
author img

By

Published : Oct 23, 2021, 12:41 PM IST

শ্রীনগর, 23 অক্টোবর : তিনদিনের জম্মু-কাশ্মীর সফরে শনিবার শ্রীনগর পৌঁছলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah) ৷ সূত্রের খবর, নবগঠিত কেন্দ্রশাসিত অঞ্চলের নিরাপত্তাব্যবস্থা ও সংশ্লিষ্ট পরিকাঠামো খতিয়ে দেখতেই তাঁর এই সফর ৷ এদিন বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা (Manoj Sinha) ৷

আরও পড়ুন : Amit Shah in Uttarakhand : উত্তরাখণ্ডে মৃত বেড়ে 64, আকাশপথে পরিদর্শন শাহের

স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, এদিনই শ্রীনগরে একটি পর্যালোচনা বৈঠক করবেন অমিত শাহ ৷ বৈঠকে মূলত উপত্যকার নিরাপত্তা নিয়েই আলোচনা করা হবে ৷ এছাড়াও, জম্মু-কাশ্মীর ইয়ুথ ক্লাবের সদস্যদের সঙ্গেও দেখা করার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর ৷ এই প্রথম জম্মু-কাশ্মীর থেকে সরাসরি আন্তর্জাতিক উড়ান শুরু হচ্ছে ৷ বিমান চলাচল করবে শ্রীনগর থেকে সংযুক্ত আরব আমিরশাহীর শারজা পর্যন্ত ৷ চলতি সফরে এই উড়ান পরিষেবারও আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অমিত শাহ ৷ প্রসঙ্গত, 2019 সালের অগস্ট মাসে জম্মু-কাশ্মীরের উপর থেকে সংবিধানের 370 ধারা প্রত্যাহারের পর উপত্যকায় এটাই তাঁর প্রথম সফর ৷

এদিকে, গত কয়েক দিনে জম্মু-কাশ্মীরে আবারও বেড়েছে সন্ত্রাসবাদী কার্যকলাপ ৷ জঙ্গিদের হাতে প্রাণ গিয়েছে নিরপরাধ বাসিন্দাদের ৷ পাল্টা একের পর এক অভিযানে বেশ কয়েকজন সন্ত্রাসবাদীকেও নিকেশ করেছেন নিরাপত্তাবাহিনীর জওয়ানরাও ৷ ফলে সীমান্ত লাগোয়া এলাকাগুলিতে আতঙ্ক রয়েছে ৷ এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর এই সফর নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ ৷

উল্লেখ্য, সম্প্রতি জম্মু-কাশ্মীরের স্থায়ী বাসিন্দা নন, এমন কিছু মানুষকে নিশানা করে জঙ্গিরা ৷ প্রাণ যায় উপত্যকার বাইরে থেকে আসা সেইসব নাগরিকদের ৷ এরপরই জম্মু-কাশ্মীরের নানা জায়গায় শুরু হয় ধরপাকড় ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনার পর সব মিলিয়ে প্রায় 700 জনকে আটক করা হয় ৷ ধৃতদের কয়েকজনের বিরুদ্ধে কঠোর গণ নিরাপত্তা আইন (Public Safety Act) বা পিএসএ-র (PSA) আওতায় পদক্ষেপও করা হয়েছে ৷

আরও পড়ুন : Amit Shah : সাভারকরের সমালোচকদের লজ্জিত হওয়া উচিত : অমিত শাহ

ইতিমধ্যেই মোট 26 জন ধৃতকে 1978 সালের এই আইন মাফিক জম্মু-কাশ্মীর থেকে আগ্রার কেন্দ্রীয় সংশোধনাগারে স্থানান্তরিত করা হয়েছে ৷ লক্ষ্যণীয় বিষয় হল, অমিত শাহের সফরের ঠিক আগেই এই বিষয়ে নির্দেশিকা জারি করা হয় ৷ গত বুধবার কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমার জানান, শেষ দু’সপ্তাহে মোট 15 জন জঙ্গিকে খুঁজে বের করে তাদের বাগে আনা হয়েছে ৷

শ্রীনগর, 23 অক্টোবর : তিনদিনের জম্মু-কাশ্মীর সফরে শনিবার শ্রীনগর পৌঁছলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah) ৷ সূত্রের খবর, নবগঠিত কেন্দ্রশাসিত অঞ্চলের নিরাপত্তাব্যবস্থা ও সংশ্লিষ্ট পরিকাঠামো খতিয়ে দেখতেই তাঁর এই সফর ৷ এদিন বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা (Manoj Sinha) ৷

আরও পড়ুন : Amit Shah in Uttarakhand : উত্তরাখণ্ডে মৃত বেড়ে 64, আকাশপথে পরিদর্শন শাহের

স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, এদিনই শ্রীনগরে একটি পর্যালোচনা বৈঠক করবেন অমিত শাহ ৷ বৈঠকে মূলত উপত্যকার নিরাপত্তা নিয়েই আলোচনা করা হবে ৷ এছাড়াও, জম্মু-কাশ্মীর ইয়ুথ ক্লাবের সদস্যদের সঙ্গেও দেখা করার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর ৷ এই প্রথম জম্মু-কাশ্মীর থেকে সরাসরি আন্তর্জাতিক উড়ান শুরু হচ্ছে ৷ বিমান চলাচল করবে শ্রীনগর থেকে সংযুক্ত আরব আমিরশাহীর শারজা পর্যন্ত ৷ চলতি সফরে এই উড়ান পরিষেবারও আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অমিত শাহ ৷ প্রসঙ্গত, 2019 সালের অগস্ট মাসে জম্মু-কাশ্মীরের উপর থেকে সংবিধানের 370 ধারা প্রত্যাহারের পর উপত্যকায় এটাই তাঁর প্রথম সফর ৷

এদিকে, গত কয়েক দিনে জম্মু-কাশ্মীরে আবারও বেড়েছে সন্ত্রাসবাদী কার্যকলাপ ৷ জঙ্গিদের হাতে প্রাণ গিয়েছে নিরপরাধ বাসিন্দাদের ৷ পাল্টা একের পর এক অভিযানে বেশ কয়েকজন সন্ত্রাসবাদীকেও নিকেশ করেছেন নিরাপত্তাবাহিনীর জওয়ানরাও ৷ ফলে সীমান্ত লাগোয়া এলাকাগুলিতে আতঙ্ক রয়েছে ৷ এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর এই সফর নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ ৷

উল্লেখ্য, সম্প্রতি জম্মু-কাশ্মীরের স্থায়ী বাসিন্দা নন, এমন কিছু মানুষকে নিশানা করে জঙ্গিরা ৷ প্রাণ যায় উপত্যকার বাইরে থেকে আসা সেইসব নাগরিকদের ৷ এরপরই জম্মু-কাশ্মীরের নানা জায়গায় শুরু হয় ধরপাকড় ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনার পর সব মিলিয়ে প্রায় 700 জনকে আটক করা হয় ৷ ধৃতদের কয়েকজনের বিরুদ্ধে কঠোর গণ নিরাপত্তা আইন (Public Safety Act) বা পিএসএ-র (PSA) আওতায় পদক্ষেপও করা হয়েছে ৷

আরও পড়ুন : Amit Shah : সাভারকরের সমালোচকদের লজ্জিত হওয়া উচিত : অমিত শাহ

ইতিমধ্যেই মোট 26 জন ধৃতকে 1978 সালের এই আইন মাফিক জম্মু-কাশ্মীর থেকে আগ্রার কেন্দ্রীয় সংশোধনাগারে স্থানান্তরিত করা হয়েছে ৷ লক্ষ্যণীয় বিষয় হল, অমিত শাহের সফরের ঠিক আগেই এই বিষয়ে নির্দেশিকা জারি করা হয় ৷ গত বুধবার কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমার জানান, শেষ দু’সপ্তাহে মোট 15 জন জঙ্গিকে খুঁজে বের করে তাদের বাগে আনা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.