ETV Bharat / bharat

Amit Shah in Uttarakhand : উত্তরাখণ্ডে বাড়ি বাড়ি প্রচারে অমিত শাহ

আগামী 14 ফেব্রুয়ারি উত্তরাখণ্ডে বিধানসভা নির্বাচন (Uttarakhand Assembly Election 2022) ৷ শুক্রবার বাড়ি বাড়ি প্রচারের জন্য উত্তরাখণ্ডে হাজির হয়েছেন বিজেপির অন্যতম হেভিওয়েট নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah in Uttarakhand for Election Campaign) ৷

amit shah in uttarakhand for election campaign
Amit Shah in Uttarakhand : উত্তরাখণ্ডে বাড়ি বাড়ি প্রচারে অমিত শাহ
author img

By

Published : Jan 28, 2022, 12:57 PM IST

রুদ্রপ্রয়াগ, 28 জানুয়ারি : বিধানসভা নির্বাচনের প্রচারে শুক্রবার উত্তরাখণ্ডে হাজির হয়েছেন বিজেপির অন্যতম হেভিওয়েট নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah in Uttarakhand for Election Campaign) ৷ এদিন নির্বাচন সংক্রান্ত তাঁর একাধিক কর্মসূচি রয়েছে ৷ সকাল 11টা নাগাদ রুদ্রনাথ মন্দিরে শিবপুজো করে তিনি প্রচার শুরু করেন ৷ তাছাড়া বাড়ি বাড়ি প্রচারও করার কথা রয়েছে তাঁর ৷ একই সঙ্গে সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে কথাও বলবেন ৷

আগামী 14 ফেব্রুয়ারি উত্তরাখণ্ডে বিধানসভা নির্বাচন (Uttarakhand Assembly Election 2022) ৷ তার আগে সব রাজনৈতিক দলই প্রচারে ঝাঁপিয়েছে ৷ তবে করোনা পরিস্থিতির জেরে বন্ধ রয়েছে সভা ও মিছিল (Election Commission impose ban on poll rally due to covid pandemic) ৷ তাই বাড়ি বাড়ি প্রচারও ভরসা রাজনৈতিক দলগুলির কাছে ৷ তাই হেভিওয়েট নেতারাই বাড়ি বাড়ি প্রচারে বেরিয়ে পড়েছেন ৷

উত্তরাখণ্ডের সঙ্গে ভোট রয়েছে উত্তরপ্রদেশ ও আরও তিন রাজ্যে ৷ সেখানেও বাড়ি বাড়ি প্রচারেই জনসংযোগ করছেন রাজনৈতিক নেতারা ৷ অমিত শাহ ইতিমধ্যে একাধিকবার উত্তরপ্রদেশ গিয়েছেন ৷ বাড়ি বাড়ি প্রচারও করেছেন ৷ এবার তিনি উত্তরাখণ্ডে বাড়ি বাড়ি প্রচারে নামলেন ৷ বৃহস্পতিবার রাতেই টুইট করে উত্তরাখণ্ডের কর্মসূচির কথা ঘোষণা করেন গান্ধিনগরের সাংসদ ৷

এদিন বাড়ি বাড়ি প্রচার ছাড়াও অন্য যে কর্মসূচিগুলিতে অমিত শাহ (Amit Shah in Uttarakhand) অংশ নেবেন, তার মধ্যে শুরুতেই রয়েছে অবসরপ্রাপ্ত সেনা আধিকারিকদের সঙ্গে বৈঠক ৷ এছাড়া দুপুর 2টো নাগাদ তাঁর বৈঠক মহিলাদের সঙ্গে ৷ যে বৈঠকের নাম দেওয়া হয়েছে, ‘মাতৃশক্তি সংবাদ’ ৷ তার পর তফশিলি জাতির প্রতিনিধির সঙ্গে বৈঠক করবেন তিনি ৷

উত্তরাখণ্ড বিধানসভায় 70টি আসন ৷ 36 টি আসনে জিতলেই সরকার গড়া যাবে ৷ 2012 সালে বিজেপি 57টি আসনে জিতে সরকার গড়েছিল ৷ এবার বিজেপি ক্ষমতা ধরে রাখতে মরিয়া ৷ অন্যদিকে কংগ্রেসও বিজেপিকে হারিয়ে ফের উত্তরাখণ্ডের সরকারে ফিরতে চাইছে ৷ শেষ পর্যন্ত কোন দল জেতে, তার জন্য আগামী 10 মার্চ ভোটের ফল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতেই হবে ৷

আরও পড়ুন : Uttarakhand Assembly polls: বিজেপিতে যোগ দিলেন বহিষ্কৃত কংগ্রেস নেতা কিশোর উপাধ্যায়

রুদ্রপ্রয়াগ, 28 জানুয়ারি : বিধানসভা নির্বাচনের প্রচারে শুক্রবার উত্তরাখণ্ডে হাজির হয়েছেন বিজেপির অন্যতম হেভিওয়েট নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah in Uttarakhand for Election Campaign) ৷ এদিন নির্বাচন সংক্রান্ত তাঁর একাধিক কর্মসূচি রয়েছে ৷ সকাল 11টা নাগাদ রুদ্রনাথ মন্দিরে শিবপুজো করে তিনি প্রচার শুরু করেন ৷ তাছাড়া বাড়ি বাড়ি প্রচারও করার কথা রয়েছে তাঁর ৷ একই সঙ্গে সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে কথাও বলবেন ৷

আগামী 14 ফেব্রুয়ারি উত্তরাখণ্ডে বিধানসভা নির্বাচন (Uttarakhand Assembly Election 2022) ৷ তার আগে সব রাজনৈতিক দলই প্রচারে ঝাঁপিয়েছে ৷ তবে করোনা পরিস্থিতির জেরে বন্ধ রয়েছে সভা ও মিছিল (Election Commission impose ban on poll rally due to covid pandemic) ৷ তাই বাড়ি বাড়ি প্রচারও ভরসা রাজনৈতিক দলগুলির কাছে ৷ তাই হেভিওয়েট নেতারাই বাড়ি বাড়ি প্রচারে বেরিয়ে পড়েছেন ৷

উত্তরাখণ্ডের সঙ্গে ভোট রয়েছে উত্তরপ্রদেশ ও আরও তিন রাজ্যে ৷ সেখানেও বাড়ি বাড়ি প্রচারেই জনসংযোগ করছেন রাজনৈতিক নেতারা ৷ অমিত শাহ ইতিমধ্যে একাধিকবার উত্তরপ্রদেশ গিয়েছেন ৷ বাড়ি বাড়ি প্রচারও করেছেন ৷ এবার তিনি উত্তরাখণ্ডে বাড়ি বাড়ি প্রচারে নামলেন ৷ বৃহস্পতিবার রাতেই টুইট করে উত্তরাখণ্ডের কর্মসূচির কথা ঘোষণা করেন গান্ধিনগরের সাংসদ ৷

এদিন বাড়ি বাড়ি প্রচার ছাড়াও অন্য যে কর্মসূচিগুলিতে অমিত শাহ (Amit Shah in Uttarakhand) অংশ নেবেন, তার মধ্যে শুরুতেই রয়েছে অবসরপ্রাপ্ত সেনা আধিকারিকদের সঙ্গে বৈঠক ৷ এছাড়া দুপুর 2টো নাগাদ তাঁর বৈঠক মহিলাদের সঙ্গে ৷ যে বৈঠকের নাম দেওয়া হয়েছে, ‘মাতৃশক্তি সংবাদ’ ৷ তার পর তফশিলি জাতির প্রতিনিধির সঙ্গে বৈঠক করবেন তিনি ৷

উত্তরাখণ্ড বিধানসভায় 70টি আসন ৷ 36 টি আসনে জিতলেই সরকার গড়া যাবে ৷ 2012 সালে বিজেপি 57টি আসনে জিতে সরকার গড়েছিল ৷ এবার বিজেপি ক্ষমতা ধরে রাখতে মরিয়া ৷ অন্যদিকে কংগ্রেসও বিজেপিকে হারিয়ে ফের উত্তরাখণ্ডের সরকারে ফিরতে চাইছে ৷ শেষ পর্যন্ত কোন দল জেতে, তার জন্য আগামী 10 মার্চ ভোটের ফল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতেই হবে ৷

আরও পড়ুন : Uttarakhand Assembly polls: বিজেপিতে যোগ দিলেন বহিষ্কৃত কংগ্রেস নেতা কিশোর উপাধ্যায়

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.