ভরতপুর (রাজস্থান), 15 এপ্রিল: রাজস্থান সফরে গিয়ে দুই যুযুধান কংগ্রেস নেতার বিরুদ্ধেই তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ কংগ্রেসের অন্তর্দ্বন্দ্বকে হাতিয়ার করে ইঙ্গিতে অমিত শাহ এও বুঝিয়ে দিয়েছেন সচিন পাইলটের জন্য বিজেপির দরজা সবসময় খোলা। শনিবার কটাক্ষের সুরে শাহ বলেন, "সচিন পাইলটজি, আপনি যতই প্রতিবাদ করুন না কেন, আপনার নম্বর আসবে না।" পাশাপাশি কংগ্রেসে থাকাকালীন সচিন পাইলটের ভাগ্যে মুখ্যমন্ত্রীর চেয়ার জোটেনি, এদিন শাহের বক্তব্যে দু'বার উঠে এসেছে সেই প্রসঙ্গও ৷
লোকসভা ভোটকে মাথায় রেখেই একের পর এক রাজ্য সফর করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী ৷ সেই মোতাবেকই রাজস্থানে গিয়েছিলেন অমিত শাহ ৷ ভরতপুরের সভা থেকেই কড়া ভাষায় সচিন পাইলট এবং রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে যুগপৎ কটাক্ষ করেন তিনি ৷ রাজস্থানে দুই কংগ্রেস নেতার বিবাদ ক্রমেই প্রকাশ্যে এসে গিয়েছে ৷ এদিন সেই লড়াইয়েরই সুযোগ নিতে দেখা গেল 'বিজেপির চাণক্য' বলে পরিচিত অমিত শাহকে ৷ তিনি বলেন, "আমি সচিন পাইলটকে বলতে এসেছি, এই মাটিতে আপনার অবদান অশোক গেহলটের চেয়ে বেশি হতে পারে, তবে কংগ্রেসের কোষাগার পূরণে গেহলটের অবদান আপনার চেয়ে বেশি। এমন পরিস্থিতিতে কংগ্রেসে থেকে আপনি কখনই মুখ্যমন্ত্রী হতে পারবেন না।" পাশাপাশি এদিন অমিত শাহ, গেহলট সরকারকে স্বাধীনতার পর সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার বলেও দেগে দিতে ছাড়েননি।
এদিন অমিত শাহ বলেন, "একদিকে অশোক গেহলট মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে সরে যেতে চান না এবং অন্যদিকে সচিন পাইলট মুখ্যমন্ত্রী হতে চান।" এরপরই তাঁর কটাক্ষ, "আরে ভাই, পরস্পরের সঙ্গে ঝগড়া করছেন কেন? রাজস্থানে সরকার গড়তে চলেছে বিজেপি।" রাজ্যের বেকারত্ব এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করতে দেখা যায় তাঁকে। তিনি বলেন, "গেহলত সরকারের আমলেই সবচেয়ে বেশি সরকারি নথি ফাঁস হয়েছে। দেশে সবচেয়ে বেশি বেকারত্ব বেড়েছে রাজস্থানে।" সেইসঙ্গে, সাম্প্রদায়িক হিংসা, নারী এবং দলিতদের ওপর অত্যাচারেও গেহলত রাজ্য এগিয়ে বলে দাবি করেন তিনি ৷
আরও পড়ুন: আমি দুর্নীতিগ্রস্ত হলে কেউ সৎ নয়, রবিবার হাজিরার কথা জানিয়ে মন্তব্য কেজরিওয়ালের
অমিত শাহের অভিযোগ, রাজ্যে বর্তমান কংগ্রেস সরকার রাজস্থানকে দুর্নীতির আখড়া বানিয়ে লুটপাট করেছে ৷ যার যাবতীয় অর্থ কংগ্রেসের কোষাগারে গিয়েছে। অন্যদিকে, সচিন পাইলটের বিজেপিতে যোগদান প্রসঙ্গে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত ৷ তাঁর দাবি, পাইলটও দলে আসতে পারেন। সেক্ষেত্রে তাঁর শর্ত, বিজেপির রীতিনীতি ও অনুশাসন বিশ্বাস করতে হবে এবং মেনে চলতে হবে।