ETV Bharat / bharat

Uttar Pradesh Assembly Election 2022 : উত্তরপ্রদেশ নিয়ে কোর কমিটির বৈঠক অমিত শাহের, চলল 10 ঘণ্টা

বিধানসভা নির্বাচনের আগে উত্তরপ্রদেশে ভোট কৌশল নিয়ে 10 ঘণ্টার বৈঠক সারলেন অমিত শাহ (BJP core committee meeting on UP Assembly Polls 2022) ৷ যোগী রাজ্যের সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়ে আলোচনার জন্যই বিজেপির কোর কমিটির এই বৈঠকটি হয় ৷

Assembly Election 2022
উত্তরপ্রদেশ নির্বাচন নিয়ে বিজেপির কোর কমিটির বৈঠক
author img

By

Published : Jan 12, 2022, 8:59 AM IST

Updated : Jan 12, 2022, 1:26 PM IST

নয়াদিল্লি, 12 জানুয়ারি : আসন্ন বিধানসভা নির্বাচনের আগে উত্তরপ্রদেশ নিয়ে বিজেপির কোর কমিটির বৈঠক চলল প্রায় 10 ঘণ্টা ৷ মঙ্গলবার এই বৈঠক করেন অমিত শাহ (Amit Shah conducts core committee meeting on UP Assembly Polls 2022) ৷ ছ'টি এলাকার সেক্টর ভিত্তিক পর্যালোচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ অঞ্চল ভিত্তিক দায়িত্বে থাকা নেতাদের থেকে বাস্তব পরিস্থিতি সম্পর্কে মতামতও নিয়েছেন ।

10 ফেব্রুয়ারি থেকে শুরু হবে নির্বাচন ৷ যোগী রাজ্যের ভোট কৌশল এবং সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়ে আলোচনার উদ্দেশ্যেই দিল্লিতে এই বৈঠকের আয়োজন করা হয় ৷ আগামী 15 জানুয়ারি পর্যন্ত সমাবেশ, রোড শো ও অন্যান্য কর্মসূচি নিষিদ্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন ৷ সূত্রের খবর, তার পরিপ্রেক্ষিতে নির্বাচনী প্রচারের কর্মসূচি কী হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় । অমিত শাহ কয়েকজন নেতার সঙ্গে আলাদা করেও বৈঠক করেছেন ।

শুধু নির্বাচনী কৌশলই নয় ৷ এদিন দলের বর্তমান উত্থান-পতন নিয়েও নেতাদের সঙ্গে কথা বলেন শাহ । বৈঠকে রাজ্যের পশ্চিমাঞ্চলের পাশাপাশি প্রথম ও দ্বিতীয় দফা নির্বাচনের আসন নিয়ে আলোচনা হয় ৷

অমিত শাহের পৌরহিত্যে গতকালের এই বৈঠকে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশ নির্বাচনের দায়িত্বে থাকা ধর্মেন্দ্র প্রধান, উত্তরপ্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক (সাংগঠনিক) সুনীল বানশাল, জাতীয় সাধারণ সম্পাদক (সাংগঠনিক) বিএল সন্তোষ ৷ সম্প্রতি কোভিডে আক্রান্ত জেপি নাড্ডাও উপস্থিত ছিলেন ৷ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উত্তরপ্রদেশ বিজেপির সভাপতি স্বতন্ত্র দেব সিং এবং উপ-মুখ্যমন্ত্রী কেসবপ্রসাদ মৌর্য এবং দীনেশ শর্মাও উপস্থিত ছিলেন ৷ বৈঠক চলবে বুধবারও ৷ এদিন সকাল এগারোটা থেকে বৈঠক শুরু হবে ৷ ভোট কৌশল এবং আসন নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে ৷

আরও পড়ুন : Yogi Minister Quits BJP : ভোটের মুখে যোগী-গড়ে ভাঙন, তিন বিধায়ককে নিয়ে সপাতে যোগ মন্ত্রীর

নয়াদিল্লি, 12 জানুয়ারি : আসন্ন বিধানসভা নির্বাচনের আগে উত্তরপ্রদেশ নিয়ে বিজেপির কোর কমিটির বৈঠক চলল প্রায় 10 ঘণ্টা ৷ মঙ্গলবার এই বৈঠক করেন অমিত শাহ (Amit Shah conducts core committee meeting on UP Assembly Polls 2022) ৷ ছ'টি এলাকার সেক্টর ভিত্তিক পর্যালোচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ অঞ্চল ভিত্তিক দায়িত্বে থাকা নেতাদের থেকে বাস্তব পরিস্থিতি সম্পর্কে মতামতও নিয়েছেন ।

10 ফেব্রুয়ারি থেকে শুরু হবে নির্বাচন ৷ যোগী রাজ্যের ভোট কৌশল এবং সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়ে আলোচনার উদ্দেশ্যেই দিল্লিতে এই বৈঠকের আয়োজন করা হয় ৷ আগামী 15 জানুয়ারি পর্যন্ত সমাবেশ, রোড শো ও অন্যান্য কর্মসূচি নিষিদ্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন ৷ সূত্রের খবর, তার পরিপ্রেক্ষিতে নির্বাচনী প্রচারের কর্মসূচি কী হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় । অমিত শাহ কয়েকজন নেতার সঙ্গে আলাদা করেও বৈঠক করেছেন ।

শুধু নির্বাচনী কৌশলই নয় ৷ এদিন দলের বর্তমান উত্থান-পতন নিয়েও নেতাদের সঙ্গে কথা বলেন শাহ । বৈঠকে রাজ্যের পশ্চিমাঞ্চলের পাশাপাশি প্রথম ও দ্বিতীয় দফা নির্বাচনের আসন নিয়ে আলোচনা হয় ৷

অমিত শাহের পৌরহিত্যে গতকালের এই বৈঠকে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশ নির্বাচনের দায়িত্বে থাকা ধর্মেন্দ্র প্রধান, উত্তরপ্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক (সাংগঠনিক) সুনীল বানশাল, জাতীয় সাধারণ সম্পাদক (সাংগঠনিক) বিএল সন্তোষ ৷ সম্প্রতি কোভিডে আক্রান্ত জেপি নাড্ডাও উপস্থিত ছিলেন ৷ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উত্তরপ্রদেশ বিজেপির সভাপতি স্বতন্ত্র দেব সিং এবং উপ-মুখ্যমন্ত্রী কেসবপ্রসাদ মৌর্য এবং দীনেশ শর্মাও উপস্থিত ছিলেন ৷ বৈঠক চলবে বুধবারও ৷ এদিন সকাল এগারোটা থেকে বৈঠক শুরু হবে ৷ ভোট কৌশল এবং আসন নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে ৷

আরও পড়ুন : Yogi Minister Quits BJP : ভোটের মুখে যোগী-গড়ে ভাঙন, তিন বিধায়ককে নিয়ে সপাতে যোগ মন্ত্রীর

Last Updated : Jan 12, 2022, 1:26 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.