নয়াদিল্লি, 12 জানুয়ারি : আসন্ন বিধানসভা নির্বাচনের আগে উত্তরপ্রদেশ নিয়ে বিজেপির কোর কমিটির বৈঠক চলল প্রায় 10 ঘণ্টা ৷ মঙ্গলবার এই বৈঠক করেন অমিত শাহ (Amit Shah conducts core committee meeting on UP Assembly Polls 2022) ৷ ছ'টি এলাকার সেক্টর ভিত্তিক পর্যালোচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ অঞ্চল ভিত্তিক দায়িত্বে থাকা নেতাদের থেকে বাস্তব পরিস্থিতি সম্পর্কে মতামতও নিয়েছেন ।
10 ফেব্রুয়ারি থেকে শুরু হবে নির্বাচন ৷ যোগী রাজ্যের ভোট কৌশল এবং সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়ে আলোচনার উদ্দেশ্যেই দিল্লিতে এই বৈঠকের আয়োজন করা হয় ৷ আগামী 15 জানুয়ারি পর্যন্ত সমাবেশ, রোড শো ও অন্যান্য কর্মসূচি নিষিদ্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন ৷ সূত্রের খবর, তার পরিপ্রেক্ষিতে নির্বাচনী প্রচারের কর্মসূচি কী হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় । অমিত শাহ কয়েকজন নেতার সঙ্গে আলাদা করেও বৈঠক করেছেন ।
শুধু নির্বাচনী কৌশলই নয় ৷ এদিন দলের বর্তমান উত্থান-পতন নিয়েও নেতাদের সঙ্গে কথা বলেন শাহ । বৈঠকে রাজ্যের পশ্চিমাঞ্চলের পাশাপাশি প্রথম ও দ্বিতীয় দফা নির্বাচনের আসন নিয়ে আলোচনা হয় ৷
অমিত শাহের পৌরহিত্যে গতকালের এই বৈঠকে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশ নির্বাচনের দায়িত্বে থাকা ধর্মেন্দ্র প্রধান, উত্তরপ্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক (সাংগঠনিক) সুনীল বানশাল, জাতীয় সাধারণ সম্পাদক (সাংগঠনিক) বিএল সন্তোষ ৷ সম্প্রতি কোভিডে আক্রান্ত জেপি নাড্ডাও উপস্থিত ছিলেন ৷ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উত্তরপ্রদেশ বিজেপির সভাপতি স্বতন্ত্র দেব সিং এবং উপ-মুখ্যমন্ত্রী কেসবপ্রসাদ মৌর্য এবং দীনেশ শর্মাও উপস্থিত ছিলেন ৷ বৈঠক চলবে বুধবারও ৷ এদিন সকাল এগারোটা থেকে বৈঠক শুরু হবে ৷ ভোট কৌশল এবং আসন নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে ৷
আরও পড়ুন : Yogi Minister Quits BJP : ভোটের মুখে যোগী-গড়ে ভাঙন, তিন বিধায়ককে নিয়ে সপাতে যোগ মন্ত্রীর