ETV Bharat / bharat

Shah Criticises Rahul : 'ইতালিয়ান চশমা খুলে মোদির উন্নয়ন দেখো', রাহুলকে পরামর্শ শাহের - Shah inaugurated and laid the foundation stone of various development projects in Arunachal Pradesh

রবিবার অরুণাচলে প্রায় 1000 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন অমিত শাহ (Shah inaugurated and laid the foundation stone of various development projects in Arunachal Pradesh)

amit shah in arunachal pradesh
হুল বাবা ইতালির চশমা খুলে মোদির উন্নয়ন দেখুন
author img

By

Published : May 22, 2022, 4:00 PM IST

নামসাই (অরুণাচল প্রদেশ), 22 মে : অরুণাচল প্রদেশ সফরে গিয়ে কংগ্রেস নেতা তথা ওয়েনাডের সাংসদ রাহুল গান্ধিকে তীব্র কটাক্ষ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ রাহুলকে ইতালির চশমা খুলে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশে যে উন্নয়নের যে কাজ চলছে তা দেখার পরামর্শ দিয়েছেন তিনি (Amit Shah asks Rahul Gandhi to take off 'Italian glasses' to see development) ৷ পাশাপাশি, অরুণাচলের মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডুর প্রশংসাও করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷

রবিবার অরুণাচলের নামসাইতে অমিত শাহ বলেন (Amit Shah Visits Arunachal Pradesh), "গত আট বছরে অরুণাচলে অনেক উন্নয়নের কাজ হয়েছে ৷ পরিকাঠামো উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও পর্যটনের উন্নয়নে একাধিক পদক্ষেপ করা হয়েছে ৷ গত 8 বছরে প্রেমা খান্ডু ও নরেন্দ্র মোদি যে কাজ করেছেন 50 বছরে তা হয়নি ৷" এরপরেই তাঁর সংযোজন, "কংগ্রেস নেতারা প্রশ্ন করেন গত 8 বছরে কী হয়েছে, এই নেতারা চোখ বন্ধ করে ঘুম থেকে ওঠেন ৷ রাহুল বাবার উচিত ইতালির চশমা খুলে প্রধানমন্ত্রী মোদি ও এখানকার মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডু উন্নয়নের যে কাজ করেছেন তা দেখা ৷"

আরও পড়ুন : রাজীব গান্ধি তাঁকে বাধা দিয়েছিলেন, ইটিভিকে বললেন শ্রীপেরামবুদুরের পুলিশ আধিকারিক

এদিন অরুণাচলের জন্য প্রায় হাজার কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ সেনা, আইটিবিপি, এসএসবি, অসম রাইফেলস, বিআরও, জাতীয় সড়ক উন্নয়ক কর্তৃপক্ষের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে অমিত শাহের ৷

নামসাই (অরুণাচল প্রদেশ), 22 মে : অরুণাচল প্রদেশ সফরে গিয়ে কংগ্রেস নেতা তথা ওয়েনাডের সাংসদ রাহুল গান্ধিকে তীব্র কটাক্ষ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ রাহুলকে ইতালির চশমা খুলে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশে যে উন্নয়নের যে কাজ চলছে তা দেখার পরামর্শ দিয়েছেন তিনি (Amit Shah asks Rahul Gandhi to take off 'Italian glasses' to see development) ৷ পাশাপাশি, অরুণাচলের মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডুর প্রশংসাও করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷

রবিবার অরুণাচলের নামসাইতে অমিত শাহ বলেন (Amit Shah Visits Arunachal Pradesh), "গত আট বছরে অরুণাচলে অনেক উন্নয়নের কাজ হয়েছে ৷ পরিকাঠামো উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও পর্যটনের উন্নয়নে একাধিক পদক্ষেপ করা হয়েছে ৷ গত 8 বছরে প্রেমা খান্ডু ও নরেন্দ্র মোদি যে কাজ করেছেন 50 বছরে তা হয়নি ৷" এরপরেই তাঁর সংযোজন, "কংগ্রেস নেতারা প্রশ্ন করেন গত 8 বছরে কী হয়েছে, এই নেতারা চোখ বন্ধ করে ঘুম থেকে ওঠেন ৷ রাহুল বাবার উচিত ইতালির চশমা খুলে প্রধানমন্ত্রী মোদি ও এখানকার মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডু উন্নয়নের যে কাজ করেছেন তা দেখা ৷"

আরও পড়ুন : রাজীব গান্ধি তাঁকে বাধা দিয়েছিলেন, ইটিভিকে বললেন শ্রীপেরামবুদুরের পুলিশ আধিকারিক

এদিন অরুণাচলের জন্য প্রায় হাজার কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ সেনা, আইটিবিপি, এসএসবি, অসম রাইফেলস, বিআরও, জাতীয় সড়ক উন্নয়ক কর্তৃপক্ষের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে অমিত শাহের ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.