ETV Bharat / bharat

PM Advisor : প্রধানমন্ত্রীর নয়া উপদেষ্টা অবসরপ্রাপ্ত আইএএস অমিত খারে

মন্ত্রিসভার নিয়োগ কমিটি মঙ্গলবারই উপদেষ্টা পদে অমির খারেকে নিয়োগের অনুমোদন দিয়েছে ৷ প্রাক্তন সচিব পিকে সিনহা এবং অমরজিৎ সিং চলতি বছরই প্রধানমন্ত্রীর উপদেষ্টার পদের দায়িত্ব থেকে অব্যাহতি নেন । তাঁদেরই স্থলাভিষিক্ত হলেন খারে ৷

PM Advisor
প্রধানমন্ত্রীর নয়া উপদেষ্টা অবসরপ্রাপ্ত আইএএস অমিত খারে
author img

By

Published : Oct 12, 2021, 10:57 PM IST

নয়াদিল্লি, 12 অক্টোবর : বলিষ্ঠ ভাবমূর্তির জন্য আমলামহলে তাঁর জনপ্রিয়তা ব্যাপক ৷ গত মাসেই অবসর নিয়েছেন উচ্চশিক্ষা মন্ত্রকের সচিব পদ থেকে ৷ সেই অবসরপ্রাপ্ত আইএএস অমির খারেই নিযুক্ত হলেন প্রধানমন্ত্রীর নয়া উপদেষ্টা হিসেবে ৷ 1985-র ব্যাচের (বিহার-ঝাড়খণ্ড ক্যাডার) প্রাক্তন এই আইএএস অফিসারই আগামী দু'বছর প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদের দায়িত্ব সামলাবেন ৷ চুক্তিভিত্তিক প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে বসলেন তিনি ৷

মন্ত্রিসভার নিয়োগ কমিটি মঙ্গলবারই খারেকে উপদেষ্টা পদে অমির খারেকে নিয়োগের অনুমোদন দিয়েছে ৷ প্রাক্তন সচিব পিকে সিনহা এবং অমরজিৎ সিং চলতি বছরই প্রধানমন্ত্রীর উপদেষ্টার পদের দায়িত্ব থেকে অব্যাহতি নেন। তাঁদেরই স্থলাভিষিক্ত হলেন খারে ৷ গত 30 সেপ্টেম্বর উচ্চশিক্ষা মন্ত্রকের সচিব পদ থেকে অব্যাহতি নিয়েছিলেন ৷ 2019 ডিসেম্বর থেকে ওই পদে আসীন ছিলেন তিনি ৷

আরও পড়ুন : রাজনৈতিক দৃষ্টি দিয়ে মানবাধিকার লঙ্ঘন বিচার করা হয়, বিরোধীদের তোপ মোদির

এর আগে মে 2018 থেকে তথ্য এবং সম্প্রচার মন্ত্রকের সচিব পদও সামলেছেন অমিত খারে ৷ 2020 জাতীয় শিক্ষা নীতি এবং পরবর্তীতে 2021 ডিজিটাল মিডিয়ার নয়া নিয়ম প্রণয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন খারে ৷ বিহারে পশুখাদ্য কেলেঙ্কারি প্রকাশ্যে আনার পিছনেও প্রধানমন্ত্রীর নয়া উপদেষ্টার বিশেষ ভূমিকা ছিল ৷

নয়াদিল্লি, 12 অক্টোবর : বলিষ্ঠ ভাবমূর্তির জন্য আমলামহলে তাঁর জনপ্রিয়তা ব্যাপক ৷ গত মাসেই অবসর নিয়েছেন উচ্চশিক্ষা মন্ত্রকের সচিব পদ থেকে ৷ সেই অবসরপ্রাপ্ত আইএএস অমির খারেই নিযুক্ত হলেন প্রধানমন্ত্রীর নয়া উপদেষ্টা হিসেবে ৷ 1985-র ব্যাচের (বিহার-ঝাড়খণ্ড ক্যাডার) প্রাক্তন এই আইএএস অফিসারই আগামী দু'বছর প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদের দায়িত্ব সামলাবেন ৷ চুক্তিভিত্তিক প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে বসলেন তিনি ৷

মন্ত্রিসভার নিয়োগ কমিটি মঙ্গলবারই খারেকে উপদেষ্টা পদে অমির খারেকে নিয়োগের অনুমোদন দিয়েছে ৷ প্রাক্তন সচিব পিকে সিনহা এবং অমরজিৎ সিং চলতি বছরই প্রধানমন্ত্রীর উপদেষ্টার পদের দায়িত্ব থেকে অব্যাহতি নেন। তাঁদেরই স্থলাভিষিক্ত হলেন খারে ৷ গত 30 সেপ্টেম্বর উচ্চশিক্ষা মন্ত্রকের সচিব পদ থেকে অব্যাহতি নিয়েছিলেন ৷ 2019 ডিসেম্বর থেকে ওই পদে আসীন ছিলেন তিনি ৷

আরও পড়ুন : রাজনৈতিক দৃষ্টি দিয়ে মানবাধিকার লঙ্ঘন বিচার করা হয়, বিরোধীদের তোপ মোদির

এর আগে মে 2018 থেকে তথ্য এবং সম্প্রচার মন্ত্রকের সচিব পদও সামলেছেন অমিত খারে ৷ 2020 জাতীয় শিক্ষা নীতি এবং পরবর্তীতে 2021 ডিজিটাল মিডিয়ার নয়া নিয়ম প্রণয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন খারে ৷ বিহারে পশুখাদ্য কেলেঙ্কারি প্রকাশ্যে আনার পিছনেও প্রধানমন্ত্রীর নয়া উপদেষ্টার বিশেষ ভূমিকা ছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.