ETV Bharat / bharat

Uttarakhand Power Crisis : দৈনিক ঘাটতি মেটাতে মোটা টাকায় বিদ্যুৎ কিনছে ইউপিসিএল

উৎপাদন ও চাহিদায় রয়েছে ফারাক ৷ তাই দৈনিক ঘাটতি মেটাতে মোটা টাকায় বিদ্যুৎ কিনছে উত্তরাখণ্ড বিদ্যুৎ নিগম লিমিটেড ৷ তবে এরপরও কয়লা সঙ্কটের কথা মানতে নারাজ কেন্দ্রীয় সরকার ৷ তাদের পাল্টা দাবি, একমাসের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে ৷

Uttarakhand Power Corporation buys expensive electricity to normalize supply
Uttarakhand Power Crisis : দৈনিক ঘাটতি মেটাতে মোটা টাকায় বিদ্যুৎ কিনছে ইউপিসিএল
author img

By

Published : Oct 13, 2021, 1:41 PM IST

দেরাদুন (উত্তরাখণ্ড), 13 অক্টোবর : রাজ্যের চাহিদা মেটাতে মোটা দামে বিদ্যুৎ কিনছে উত্তরাখণ্ড বিদ্যুৎ নিগম লিমিটেড (Uttarakhand Power Corporation Ltd) বা ইউপিসিএল (UPCL) ৷ বুধবার নিগমের তরফেই একথা জানানো হয়েছে ৷

আরও পড়ুন : Coal Crisis : সঙ্কট মেটাতে 40 কয়লা খনির নিলাম করবে কয়লামন্ত্রক

এদিন সকালে ইউপিসিএল কর্তৃপক্ষ জানায়, বুধবার সারাদিনে রাজ্যে মোট 41 মিলিয়ন ইউনিট বিদ্যুৎ প্রয়োজন ৷ কিন্তু, নিগমের হাতে মজুত রয়েছে 39.3 মিলিয়ন ইউনিট বিদ্যুৎ ৷ ফলে বাকি বিদ্যুৎ না কেনা হলে লোডশেডিং অবশ্যম্ভাবী ৷ প্রসঙ্গত, মঙ্গলবারও ইউপিসিএল-কে 2.3 মিলিয়ন ইউনিট বিদ্যুৎ কিনতে হয়েছিল ৷ এর জন্য প্রতি ইউনিটে তাদের খরচ হয়েছে 7 টাকা 56 পয়সা ৷

যদিও কেন্দ্রীয় সরকার এখনও বিদ্যুৎ এবং কয়লার জোগানে ঘাটতির কথা মানতে নারাজ ৷ বুধবার কেন্দ্র জানায়, আগামী একমাসের মধ্যেই পরিস্থিতি একেবারে স্বাভাবিক হয়ে যাবে ৷ তবে কি বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে সবকিছু স্বাভাবিক নেই ? এর উত্তর মেলেনি ৷ যদিও নিগমের তরফে আগেই জানানো হয়েছিল, ‘‘বর্তমান পরিস্থিতিতে উত্তরাখণ্ডে শুধুমাত্র বুধবারই 1.7 মিলিয়ন ইউনিট বিদ্যুতের ঘাটতি রয়েছে ৷ এর জেরে গ্রামীণ এলাকার বিভিন্ন জায়গায় এবং একাধিক শহরাঞ্চলে লোডশেডিং হতে পারে ৷’’

আরও পড়ুন : Coal Crisis : কয়লা সঙ্কট নিয়ে দুই মন্ত্রীর সঙ্গে বৈঠক শাহের

এই পরিস্থিতিতে যত দ্রুত সম্ভব কয়লা উত্তোলন বাড়ানোর উপর জোর দিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ দৈনিক উৎপাদনের পরিমাণ 1.94 মিলিয়ন টন থেকে বাড়িয়ে 2 মিলিয়ন টন করার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে ৷ উল্লেখ্য, সোমবারই বিভিন্ন রাজ্যের সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে একটি আবেদন জানিয়েছিল কেন্দ্রীয় সরকার ৷ গ্রাহকরা যাতে সর্বক্ষণ বিদ্যুৎ পান এবং কোনওভাবেই যাতে লোডশেডিং না করা হয়, তা নিশ্চিত করতে বলেছিল কেন্দ্র ৷ পাশাপাশি, মোটা টাকায় উদ্বৃত্ত বিদ্যুৎ অন্য কাউকে বিক্রি না করারও আবেদন জানানো হয়েছিল ৷

দেরাদুন (উত্তরাখণ্ড), 13 অক্টোবর : রাজ্যের চাহিদা মেটাতে মোটা দামে বিদ্যুৎ কিনছে উত্তরাখণ্ড বিদ্যুৎ নিগম লিমিটেড (Uttarakhand Power Corporation Ltd) বা ইউপিসিএল (UPCL) ৷ বুধবার নিগমের তরফেই একথা জানানো হয়েছে ৷

আরও পড়ুন : Coal Crisis : সঙ্কট মেটাতে 40 কয়লা খনির নিলাম করবে কয়লামন্ত্রক

এদিন সকালে ইউপিসিএল কর্তৃপক্ষ জানায়, বুধবার সারাদিনে রাজ্যে মোট 41 মিলিয়ন ইউনিট বিদ্যুৎ প্রয়োজন ৷ কিন্তু, নিগমের হাতে মজুত রয়েছে 39.3 মিলিয়ন ইউনিট বিদ্যুৎ ৷ ফলে বাকি বিদ্যুৎ না কেনা হলে লোডশেডিং অবশ্যম্ভাবী ৷ প্রসঙ্গত, মঙ্গলবারও ইউপিসিএল-কে 2.3 মিলিয়ন ইউনিট বিদ্যুৎ কিনতে হয়েছিল ৷ এর জন্য প্রতি ইউনিটে তাদের খরচ হয়েছে 7 টাকা 56 পয়সা ৷

যদিও কেন্দ্রীয় সরকার এখনও বিদ্যুৎ এবং কয়লার জোগানে ঘাটতির কথা মানতে নারাজ ৷ বুধবার কেন্দ্র জানায়, আগামী একমাসের মধ্যেই পরিস্থিতি একেবারে স্বাভাবিক হয়ে যাবে ৷ তবে কি বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে সবকিছু স্বাভাবিক নেই ? এর উত্তর মেলেনি ৷ যদিও নিগমের তরফে আগেই জানানো হয়েছিল, ‘‘বর্তমান পরিস্থিতিতে উত্তরাখণ্ডে শুধুমাত্র বুধবারই 1.7 মিলিয়ন ইউনিট বিদ্যুতের ঘাটতি রয়েছে ৷ এর জেরে গ্রামীণ এলাকার বিভিন্ন জায়গায় এবং একাধিক শহরাঞ্চলে লোডশেডিং হতে পারে ৷’’

আরও পড়ুন : Coal Crisis : কয়লা সঙ্কট নিয়ে দুই মন্ত্রীর সঙ্গে বৈঠক শাহের

এই পরিস্থিতিতে যত দ্রুত সম্ভব কয়লা উত্তোলন বাড়ানোর উপর জোর দিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ দৈনিক উৎপাদনের পরিমাণ 1.94 মিলিয়ন টন থেকে বাড়িয়ে 2 মিলিয়ন টন করার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে ৷ উল্লেখ্য, সোমবারই বিভিন্ন রাজ্যের সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে একটি আবেদন জানিয়েছিল কেন্দ্রীয় সরকার ৷ গ্রাহকরা যাতে সর্বক্ষণ বিদ্যুৎ পান এবং কোনওভাবেই যাতে লোডশেডিং না করা হয়, তা নিশ্চিত করতে বলেছিল কেন্দ্র ৷ পাশাপাশি, মোটা টাকায় উদ্বৃত্ত বিদ্যুৎ অন্য কাউকে বিক্রি না করারও আবেদন জানানো হয়েছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.