ETV Bharat / bharat

CRPF: জঙ্গিহানায় একাধিক মৃত্যুর পর রাজৌরিতে 18 কোম্পানি সিআরপিএফ মোতায়েনের সিদ্ধান্ত কেন্দ্রের - সেনা

রবিবার সন্ধ্যায় জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) রাজৌরিতে জঙ্গিহানায় বেশ কয়েকজনের মৃত্যু হয় ৷ পরদিন সকালে আইডি (IED) বিস্ফোরণে নিহত হন কয়েকজন ৷ তারই প্রেক্ষিতে সেখানে 18 কোম্পানি সিআরপিএফ (CRPF) মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র ৷

CRPF
সিআরপিএফ
author img

By

Published : Jan 4, 2023, 7:34 PM IST

নয়াদিল্লি, 4 জানুয়ারি: সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (Central Reserve Police Force) বা সিআরপিএফ (CRPF) জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় অতিরিক্ত 18 কোম্পানি জওয়ান মোতায়েন করতে চলেছে ৷ ওই এলাকায় জঙ্গিহানায় সাধারণ নাগরিকের মৃত্যুর ঘটনার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর ৷ সিআরপিএফের 18 কোম্পানিতে প্রায় 1,800 জওয়ান থাকেন ৷ এঁদের প্রধানত জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) পুঞ্চ ও রাজৌরি জেলায় মোতায়েন করা হবে বলে ওই সূত্র থেকে জানা গিয়েছে ৷

ওই সূত্র থেকে জানা গিয়েছে, জম্মু ও কাশ্মীরের কাছাকাছি জায়গা থেকে খুব শীঘ্রই আট কোম্পানি সিআরপিএফ মোতায়েন করা হবে ৷ বাকি 10 কোম্পানি দিল্লি থেকে দ্রুত আনার ব্যবস্থা করা হচ্ছে । সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জম্মু ও কাশ্মীরে জঙ্গিহানা নিয়ে আশঙ্কা প্রকাশ করা হয় ৷ এই সিদ্ধান্তের পিছনে সেটাও একটা কারণ বলে জানা গিয়েছে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, রবিবার সন্ধ্যায় ও সোমবার সকালে জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার আপার ডাংরি গ্রামে দু’টি পৃথক সন্ত্রাসী হামলায় দুই শিশু-সহ ছয়জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন । সোমবার সকালের ঘটনায় ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি (IED) বিস্ফোরণ হয় ৷ এছাড়া রাজৌরি শহর থেকে প্রায় আট কিলোমিটার দূরের এই গ্রামে আরও একটি আইডি পাওয়া গিয়েছে বলেও পুলিশের তরফে জানানো হয়েছে ৷

প্রথম হামলায়, রবিবার সন্ধ্যায় দুই সশস্ত্র সন্ত্রাসী একে অপরের থেকে প্রায় 50 মিটার দূরত্বের তিনটি বাড়িতে ঢুকে নির্বিচারে গুলি চালায় । হামলায় চার সাধারণ নাগরিক নিহত হন এবং ছয়জন আহত হন । এর আগে গত 16 ডিসেম্বর একটি সেনা শিবিরের বাইরে দু’জন নিহত হন ৷ তার পর আবার রবিবার সন্ধ্য়ায় ও সোমবার সকালে দু’টি হামলা হল ৷ তা পুলিশ-প্রশাসনের উদ্বেগ বাড়াচ্ছে ৷

এই হামলায় ওই জেলায় আতঙ্ক ছড়িয়েছে । ঘটনার প্রতিবাদে এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিতে আজ ধর্মঘটের ডাক দেয় বেশ কয়েকটি সংগঠন । অন্যদিকে সেনা (Indian Army) ও সিআরপিএফ সশস্ত্র জঙ্গিদের ধরতে আপার ডাংরি গ্রামে তল্লাশি অভিযান শুরু করেছে ৷ ঘটনাস্থল পরিদর্শন করেছে এনআইএ (NIA) ৷ পাশাপাশি প্রশাসনের তরফে নিহতদের জন্য আর্থিক সাহায্য ৷ নিহতদের পরিবারের জন্য চাকরির ঘোষণা করা হয়েছে ৷

আরও পড়ুন: সাম্বা সীমান্তে 2 মাসের জন্য নাইট কারফিউ জারি হল

নয়াদিল্লি, 4 জানুয়ারি: সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (Central Reserve Police Force) বা সিআরপিএফ (CRPF) জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় অতিরিক্ত 18 কোম্পানি জওয়ান মোতায়েন করতে চলেছে ৷ ওই এলাকায় জঙ্গিহানায় সাধারণ নাগরিকের মৃত্যুর ঘটনার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর ৷ সিআরপিএফের 18 কোম্পানিতে প্রায় 1,800 জওয়ান থাকেন ৷ এঁদের প্রধানত জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) পুঞ্চ ও রাজৌরি জেলায় মোতায়েন করা হবে বলে ওই সূত্র থেকে জানা গিয়েছে ৷

ওই সূত্র থেকে জানা গিয়েছে, জম্মু ও কাশ্মীরের কাছাকাছি জায়গা থেকে খুব শীঘ্রই আট কোম্পানি সিআরপিএফ মোতায়েন করা হবে ৷ বাকি 10 কোম্পানি দিল্লি থেকে দ্রুত আনার ব্যবস্থা করা হচ্ছে । সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জম্মু ও কাশ্মীরে জঙ্গিহানা নিয়ে আশঙ্কা প্রকাশ করা হয় ৷ এই সিদ্ধান্তের পিছনে সেটাও একটা কারণ বলে জানা গিয়েছে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, রবিবার সন্ধ্যায় ও সোমবার সকালে জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার আপার ডাংরি গ্রামে দু’টি পৃথক সন্ত্রাসী হামলায় দুই শিশু-সহ ছয়জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন । সোমবার সকালের ঘটনায় ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি (IED) বিস্ফোরণ হয় ৷ এছাড়া রাজৌরি শহর থেকে প্রায় আট কিলোমিটার দূরের এই গ্রামে আরও একটি আইডি পাওয়া গিয়েছে বলেও পুলিশের তরফে জানানো হয়েছে ৷

প্রথম হামলায়, রবিবার সন্ধ্যায় দুই সশস্ত্র সন্ত্রাসী একে অপরের থেকে প্রায় 50 মিটার দূরত্বের তিনটি বাড়িতে ঢুকে নির্বিচারে গুলি চালায় । হামলায় চার সাধারণ নাগরিক নিহত হন এবং ছয়জন আহত হন । এর আগে গত 16 ডিসেম্বর একটি সেনা শিবিরের বাইরে দু’জন নিহত হন ৷ তার পর আবার রবিবার সন্ধ্য়ায় ও সোমবার সকালে দু’টি হামলা হল ৷ তা পুলিশ-প্রশাসনের উদ্বেগ বাড়াচ্ছে ৷

এই হামলায় ওই জেলায় আতঙ্ক ছড়িয়েছে । ঘটনার প্রতিবাদে এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিতে আজ ধর্মঘটের ডাক দেয় বেশ কয়েকটি সংগঠন । অন্যদিকে সেনা (Indian Army) ও সিআরপিএফ সশস্ত্র জঙ্গিদের ধরতে আপার ডাংরি গ্রামে তল্লাশি অভিযান শুরু করেছে ৷ ঘটনাস্থল পরিদর্শন করেছে এনআইএ (NIA) ৷ পাশাপাশি প্রশাসনের তরফে নিহতদের জন্য আর্থিক সাহায্য ৷ নিহতদের পরিবারের জন্য চাকরির ঘোষণা করা হয়েছে ৷

আরও পড়ুন: সাম্বা সীমান্তে 2 মাসের জন্য নাইট কারফিউ জারি হল

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.