ETV Bharat / bharat

দিল্লিতে অত্য়াবশ্য়কীয় ছাড়া অন্য় সব পণ্য় ডেলিভারি বন্ধ করল অ্য়ামাজন ও ফ্লিপকার্ট

অ্য়ামাজনের তরফে বলা হয়েছে, সরকারের সমস্ত গাইডলাইন সম্পূর্ণ মেনে চলা হচ্ছে ৷ সেকারণে শুধুমাত্র অত্য়াবশ্য়কীয় পণ্য়ের অর্ডার নেওয়া হবে ৷ এবং সেগুলির ডেলিভারি করতে বেশ কিছু সময় দেরি হতে পারে ৷

Aamzon
অ্য়ামাজ়ন
author img

By

Published : Apr 20, 2021, 5:46 PM IST

অত্য়াবশ্য়কীয় পণ্য় ছাড়া দিল্লিতে সমস্ত পণ্য় সামগ্রীর ডেলিভারি বন্ধ করল অ্য়ামাজন ও ফ্লিপকার্ট ৷ দিল্লিতে লকডাউন শুরু হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই দু’টি সংস্থার তরফে ৷ তবে ফল অনান্য় সময়ের মতোই ডেলিভারি করা হবে ৷

এই সিদ্ধান্তের কথা গ্রাহকদের জানাতে অ্য়ামাজনের তরফে তাদের নিজস্ব ওয়েবসাইটেই ব্য়ানার অ্য়াড চালিয়েছে ৷ সেখানে বলা হয়েছে, সরকারের সমস্ত গাইডলাইন সম্পূর্ণ মেনে চলা হচ্ছে ৷ সেকারণে শুধুমাত্র অত্য়াবশ্য়কীয় পণ্য়ের অর্ডার নেওয়া হবে ৷ এবং সেগুলির ডেলিভারি করতে বেশ কিছু সময় দেরি হতে পারে ৷

এর পাশাপাশি অনেক ক্রেতা জানিয়েছেন, লকডাউন এলাকা ছাড়াও বেশ কিছু নির্দিষ্ট পিনকোডে ইলেকট্রনিক্স এবং হোম অ্য়াপ্লায়েন্সেসের ডেলিভারি করা হচ্ছে না ৷

আরও পড়ুন- সকালে 4 ঘণ্টা খোলা থাকবে দুধের দোকান, মুদিখানা; নতুন নির্দেশিকা মহারাষ্ট্রে

পুরো বিষয়টি নিয়ে জানতে চাওয়া হলে একটি ইংরেজি সংবাদ মাধ্য়মকে দেওয়া সাক্ষাৎকারে অ্য়ামাজন ইন্ডিয়ার মুখপাত্র জানিয়েছেন, কোভিড নিয়ে সরকারের যে নির্দেশিকা রয়েছে তা সম্পূর্ণভাবে পালন করা হচ্ছে ৷ সেকারণে সংস্থার তরফে অত্য়াবশ্য়কীয় পণ্য় ছাড়া অন্য় সামগ্রী দিল্লিতে ডেলিভারি করা হচ্ছে না ৷ পরিস্থিতি স্বাভাবিক হলে অথবা সরকারের তরফে ফের কোনও নির্দেশিকা পাঠালে তা সম্পূর্ণভাবে মেনে চলা হবে ৷

অ্য়ামাজনের তরফে আরও একটি বিষয় তুলে ধরা হয়েছে ৷ বলা হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে অত্য়াবশ্য়কীয় পণ্য় বিভিন্ন মানুষের চাহিদা অনুযায়ী পরিবর্তন হয় ৷ অর্থাৎ নিত্য়দিনের খাদ্য়সামগ্রী ছাড়াও এমন কিছু পণ্য় থাকে, যা অনেক মানুষের নিত্য়দিন দরকার পড়ে ৷ সেক্ষেত্রে বেশ কিছু সেই ধরনের পণ্য় সামগ্রীর তালিকা তৈরি করে সরকারের কাছে দেওয়া হয়েছে ৷ সেগুলির ডেলিভারিতে ছাড় দেওয়ার আবেদন করা হয়েছে ৷ পাশাপাশি এক রাজ্য় থেকে অন্য় রাজ্য়ে ডেলিভারিতে ছাড় দেওয়ার জন্য়ও সরকারের কাছে আবেদন করা হয়েছে ৷

অত্য়াবশ্য়কীয় পণ্য় ছাড়া দিল্লিতে সমস্ত পণ্য় সামগ্রীর ডেলিভারি বন্ধ করল অ্য়ামাজন ও ফ্লিপকার্ট ৷ দিল্লিতে লকডাউন শুরু হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই দু’টি সংস্থার তরফে ৷ তবে ফল অনান্য় সময়ের মতোই ডেলিভারি করা হবে ৷

এই সিদ্ধান্তের কথা গ্রাহকদের জানাতে অ্য়ামাজনের তরফে তাদের নিজস্ব ওয়েবসাইটেই ব্য়ানার অ্য়াড চালিয়েছে ৷ সেখানে বলা হয়েছে, সরকারের সমস্ত গাইডলাইন সম্পূর্ণ মেনে চলা হচ্ছে ৷ সেকারণে শুধুমাত্র অত্য়াবশ্য়কীয় পণ্য়ের অর্ডার নেওয়া হবে ৷ এবং সেগুলির ডেলিভারি করতে বেশ কিছু সময় দেরি হতে পারে ৷

এর পাশাপাশি অনেক ক্রেতা জানিয়েছেন, লকডাউন এলাকা ছাড়াও বেশ কিছু নির্দিষ্ট পিনকোডে ইলেকট্রনিক্স এবং হোম অ্য়াপ্লায়েন্সেসের ডেলিভারি করা হচ্ছে না ৷

আরও পড়ুন- সকালে 4 ঘণ্টা খোলা থাকবে দুধের দোকান, মুদিখানা; নতুন নির্দেশিকা মহারাষ্ট্রে

পুরো বিষয়টি নিয়ে জানতে চাওয়া হলে একটি ইংরেজি সংবাদ মাধ্য়মকে দেওয়া সাক্ষাৎকারে অ্য়ামাজন ইন্ডিয়ার মুখপাত্র জানিয়েছেন, কোভিড নিয়ে সরকারের যে নির্দেশিকা রয়েছে তা সম্পূর্ণভাবে পালন করা হচ্ছে ৷ সেকারণে সংস্থার তরফে অত্য়াবশ্য়কীয় পণ্য় ছাড়া অন্য় সামগ্রী দিল্লিতে ডেলিভারি করা হচ্ছে না ৷ পরিস্থিতি স্বাভাবিক হলে অথবা সরকারের তরফে ফের কোনও নির্দেশিকা পাঠালে তা সম্পূর্ণভাবে মেনে চলা হবে ৷

অ্য়ামাজনের তরফে আরও একটি বিষয় তুলে ধরা হয়েছে ৷ বলা হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে অত্য়াবশ্য়কীয় পণ্য় বিভিন্ন মানুষের চাহিদা অনুযায়ী পরিবর্তন হয় ৷ অর্থাৎ নিত্য়দিনের খাদ্য়সামগ্রী ছাড়াও এমন কিছু পণ্য় থাকে, যা অনেক মানুষের নিত্য়দিন দরকার পড়ে ৷ সেক্ষেত্রে বেশ কিছু সেই ধরনের পণ্য় সামগ্রীর তালিকা তৈরি করে সরকারের কাছে দেওয়া হয়েছে ৷ সেগুলির ডেলিভারিতে ছাড় দেওয়ার আবেদন করা হয়েছে ৷ পাশাপাশি এক রাজ্য় থেকে অন্য় রাজ্য়ে ডেলিভারিতে ছাড় দেওয়ার জন্য়ও সরকারের কাছে আবেদন করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.