বালতাল (জম্মু ও কাশ্মীর), 11 জুলাই: ফের শুরু হল অমরনাথ যাত্রা (Amarnath yatra resumes from Nunwan Pahalgam side) ৷ মেঘ ভাঙা বৃষ্টির জেরে বিপর্যয়ের পর সাময়িকভাবে স্থগিত করা হয় যাত্রা ৷ এরপর রাস্তা সারাই-সহ আনুষাঙ্গিক নানা পরিস্থিতি ঠিক হতেই সোমবার নুনওয়ান পহেলগাঁওয়ের দিক থেকে ফের যাত্রা শুরুর কথা জানায় শ্রী অমরনাথ জি শ্রাইন বোর্ড ৷ যে সমস্ত তীর্থযাত্রীরা অমরনাথ যাত্রার জন্য বালতাল বেস ক্যাম্পে অপেক্ষায় ছিলেন তাঁরা সোমবার থেকে ফের অমরনাথের যাত্রা উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন ৷
শুক্রবার অমরনাথের গুহা মন্দিরের কাছে মেঘ ভাঙা বৃষ্টিতে হঠাৎ বন্যার কারণে 16 জন প্রাণ হারান ও কমপক্ষে 36 জন এখনও পর্যন্ত নিখোঁজ হয়ে যান ৷ সোমবার আরও 34 জন তীর্থযাত্রীকে হেলিকপ্টারের সাহায্যে আহত অবস্থায় উদ্ধার করে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷ আইএএফ হেলিকপ্টারগুলি ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা নিখোঁজ ব্যক্তিদের সন্ধানের জন্য ছ'টি কুকুর-সহ 20 জন এনডিআরএফ কর্মীকে এয়ারলিফট করা হয়েছে ৷
আরও পড়ুন : মৃত্যু ছুঁয়েই অমরনাথ থেকে ফিরছেন আসানসোলের 12 জন পুণ্যার্থী
শুক্রবার অমরনাথ মন্দিরের কাছে বিপর্যয়ের পর রবিবার ধ্বংসস্তূপের নিচে বেঁচে থাকা ব্যক্তিদের সন্ধানে ব়্যাডার নামানো হয় ৷ ভারতীয় সেনাবাহিনীর আধিকারিক জানান, Xaver 4000 ব়্যাডার অন্তর্ভুক্ত করা হয়েছে উদ্ধারকার্যে ৷ ধ্বংসাবশেষের নিচে বেঁচে থাকা কাউকে খুঁজে পেতে অমরনাথে কাজ করছে ভারতীয় সেনার এই ব়্যাডার ৷ এর আগে জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা রবিবার পহেলগাঁওয়ের একটি বেস ক্যাম্প পরিদর্শন করে তীর্থযাত্রীদের সঙ্গে দেখা করেন ৷
শ্রী অমরনাথ জি শ্রাইন বোর্ড (SASB)আধিকারিকরা শনিবার জানান, চিকিৎসার পর 35 জন তীর্থযাত্রীকে ছেড়ে দেওয়া হয়েছে ৷ 17 জনের চিকিৎসা চলছে তাঁদেরও খুব দ্রুত ছেড়ে দেওয়া হবে ৷ সকলেই সুস্থ ও নিরাপদে রয়েছেন ৷ গুরুতর আহত রোগীদের বিমানে করে শ্রীনগর নিয়ে যাওয়া হয়েছে ৷
শনিবার বিপর্যয়ের পর থেকে অমরনাথ মন্দিরে উদ্ধার ও ত্রাণ তৎপরতার জন্য ভারতীয় বায়ুসেনার চারটি Mi-17V5 এবং চারটি চিতাল হেলিকপ্টার মোতায়েন করা হয় ৷ পবিত্র গুহা থেকে বেঁচে থাকা 45 জনকে সরিয়ে নেওয়ার সময় চিতাল হেলিকপ্টারগুলি এনডিআরএফ ও সেনাকর্মী-সহ 3.5 টন ত্রাণ সামগ্রী বহনে সহায়তা করে ৷
আরও পড়ুন : অমরনাথে মেঘভাঙা বৃষ্টিতে মৃত কমপক্ষে 15, স্থগিত অমরনাথ যাত্রা