নয়াদিল্লি, 19 সেপ্টেম্বর: পূর্ব নির্ধারিত সূচি এবং ঘোষণা অনুসারেই সোমবার বিজেপি-তে যোগদান করলেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং (Captain Amarinder Singh) ৷ এই দলবদলের সাক্ষী থাকতে বিজেপি-এর একাধিক প্রবীণ ও প্রথম সারির নেতা উপস্থিত ছিলেন ৷ একইসঙ্গে, এদিনের এই যোগদান কর্মসূচিতেই ক্য়াপ্টেনের নয়া দল পঞ্জাব লোক কংগ্রেস (Punjab Lok Congress) বা পিএলসি (PLC)-ও বিজেপি-র সঙ্গে 'মিশে' গেল ৷
এদিন বিজেপি-এর সঙ্গে গাঁটছড়া বাঁধার পরই একটি তাৎপর্যপূর্ণ মন্তব্য করতে শোনা যায় অমরিন্দরকে ৷ তিনি বলেন, "আমরা আগেই কংগ্রেসকে দেখে নিয়েছি ৷ এবার সময় এসেছে, সেই দলের হাত ধরার, যারা ইতিমধ্যেই দেশের জন্য অনেক কাজ করেছে ৷" এদিনের দলবদলের অনুষ্ঠানে অন্যদের পাশাপাশিই উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমর (Narendra Singh Tomar) ৷ সোমবার দিল্লিতে অবস্থিত বিজেপি-এর সদর কার্যালয়ে এই প্রক্রিয়া সারা হয় ৷ ক্য়াপ্টেন অমরিন্দর সিং বিজেপি-তে যোগদান করায় অত্যন্ত খুশি নরেন্দ্র সিং তোমর ৷ তিনি মনে করেন, পঞ্জাবের মুখ্যমন্ত্রী সর্বদাই দেশের স্বার্থকে সর্বাগ্রে রেখেছেন ৷
-
Former Punjab CM Shri @capt_amarinder merged his party Punjab Lok Congress (PLC) and joined BJP in presence of senior party leaders at BJP headquarters in New Delhi. #JoinBJP pic.twitter.com/5nMFtU1Hm1
— BJP (@BJP4India) September 19, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Former Punjab CM Shri @capt_amarinder merged his party Punjab Lok Congress (PLC) and joined BJP in presence of senior party leaders at BJP headquarters in New Delhi. #JoinBJP pic.twitter.com/5nMFtU1Hm1
— BJP (@BJP4India) September 19, 2022Former Punjab CM Shri @capt_amarinder merged his party Punjab Lok Congress (PLC) and joined BJP in presence of senior party leaders at BJP headquarters in New Delhi. #JoinBJP pic.twitter.com/5nMFtU1Hm1
— BJP (@BJP4India) September 19, 2022
আরও পড়ুন: আজই বিজেপি-তে যোগ দিচ্ছেন ক্যাপ্টেন, পদ্মে 'মিশছে' পিএলসি
এদিন ক্যাপ্টেনের প্রশংসায় পঞ্চমুখ হন নরেন্দ্র ৷ তিনি বলেন, "ক্য়াপ্টেন সাহেব বরাবরই দেশের স্বার্থকে বাকি সবকিছুর উপর রেখেছেন ৷ তাঁকে স্বাগত জানাতে পেরে আমি অত্যন্ত খুশি ৷ তাঁর অনুগামীদেরও বিজেপি-তে আমি স্বাগত জানাচ্ছি ৷ বিজেপি-এর লক্ষ লক্ষ কর্মীর হয়ে আমি তাঁদের সকলকে দলে স্বাগত জানাচ্ছি ৷"
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর এক কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু (Kiren Rijiju) ৷ তিনি ক্যাপ্টেনকে ফুল দিয়ে স্বাগত জানান ৷ উল্লেখ্য, দিন কয়েক আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন ক্য়াপ্টেন অমরিন্দর সিং ৷ তখনই স্পষ্ট হয়ে গিয়েছিল, এবার পদ্ম শিবিরে যোগ দেবেন কংগ্রেসের প্রাক্তন এই নেতা ৷ গত 12 সেপ্টেম্বর অমিত শাহের সঙ্গে অমরিন্দরের বৈঠক হয় ৷ সেই বৈঠকের পর ক্য়াপ্টেন একটি টুইট করেন ৷ তাতে তিনি লেখেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে বৈঠক অত্যন্ত ইতিবাচক হয়েছে এবং নানা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়েছে ৷