ETV Bharat / bharat

Amarinder Singh : কমিশনের অনুমোদন পেলেই নতুন দলের নাম ও প্রতীক ঘোষণা, জানালেন অমরিন্দর - চণ্ডীগড়

নতুন দল গঠনের প্রক্রিয়া চলছে জোরকদমে ৷ নির্বাচন কমিশন অনুমোদন করলেই প্রকাশ্যে আনা হবে দলের নাম ও প্রতীক ৷ বুধবার একথা জানিয়েছেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং ৷

Amarinder Singh announces formation of new political party ahead of punjab polls 2022
Amarinder Singh : কমিশনের অনুমোদন পেলেই নতুন দলের নাম ও প্রতীক ঘোষণা, জানালেন অমরিন্দর
author img

By

Published : Oct 27, 2021, 12:51 PM IST

চণ্ডীগড়, 27 অক্টোবর : নিজের নতুন দল তৈরি করার কথা ঘোষণা করে দিলেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং (Amarinder Singh) ৷ বুধবার তিনি জানান, নির্বাচন কমিশনের (Election Commission of India) কাছ থেকে অনুমোদন পেয়ে গেলেই নতুন দলের নাম ও প্রতীক প্রকাশ্যে আনবেন তিনি ৷ এদিন চণ্ডীগড়ে ক্যাপ্টেন বলেন, ‘‘হ্যাঁ ৷ আমি একটি নতুন দল গড়তে চলেছি ৷ নির্বাচন কমিশন অনুমোদন দিলে তবেই নতুন দলের নাম ঘোষণা করব ৷ সেইসঙ্গে, দলের প্রতীকও প্রকাশ্যে আনব ৷ আমার আইনজীবীরা বিষয়টি নিয়ে কাজ করে চলেছেন ৷’’

আরও পড়ুন : Amarinder Singh : গড়ছেন নতুন দল, বিজেপির সঙ্গে জোটের ইঙ্গিত ক্য়াপ্টেনের

পঞ্জাবে আসন্ন বিধানসভা নির্বাচনের (Punjab Polls 2022) আগে অমরিন্দরের এই পদক্ষেপ কংগ্রেসের চাপ বাড়াবে বলেই মত ওয়াকিবহাল মহলের ৷ প্রসঙ্গত, এদিন একটি বিশেষ কারণে চণ্ডীগড়ে সাংবাদিকদের মুখোমুখি হন অমরিন্দর ৷ মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে সরে যাওয়ার আগে পর্যন্ত শেষ সাড়ে চার বছরে তাঁর সরকার রাজ্যের জন্য কী কী কাজ করেছে, তারই খতিয়ান তুলে ধরেন তিনি ৷ মনে করা হচ্ছে, নতুন দলের নাম প্রকাশ্যে আসার আগেই সমর্থন বাড়ানোর উদ্দেশ্যে নিয়ে এই সাংবাদিক সম্মেলন করেছেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ৷ কংগ্রেস নয়, তাঁর নেতৃত্বাধীন সরকারই যে এতদিন পঞ্জাবের স্বার্থের কথা ভেবে নানা কাজ করেছে, সেটাই বোঝাতে চেয়েছেন অমরিন্দর ৷

আরও পড়ুন : কৃষি বিলের প্রতিবাদে ধরনায় পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং

প্রসঙ্গত, কংগ্রেস হাইকম্যান্ডের চাপে পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেওয়ার পর থেকেই সোনিয়া গান্ধির দলের সঙ্গে দূরত্ব তৈরি হয় ক্যাপ্টেনের ৷ এমনকী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গেও দেখাও করেন তিনি ৷ যার পরে তাঁর বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়েও কানাঘুষো শুরু হয় ৷ একইসঙ্গে, তাঁর নতুন দল গড়ার কথাও ভাসতে থাকে নানা মহলে ৷ পরবর্তীতে কংগ্রেসের সদস্যপদ ত্যাগ করেন অমরিন্দর ৷ এদিকে, সম্প্রতি তাঁর মিডিয়া উপদেষ্টা রবীন ঠুকরাল একের পর এক টুইটে জানান, অন্য কোনও দলে যোগদান নয়, অমরিন্দরের পছন্দ নিজের নতুন দল তৈরি ৷ এমনকী, বিজেপিতে যোগ না দিলেও অমরিন্দরের দল যে গেরুয়া শিবিরের সঙ্গে গাঁটছড়া বাঁধতে পারে, তারও ইঙ্গিত দিয়েছেন রবীন ৷ তাঁদের যুক্তি, কৃষকদের স্বার্থেই এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে ৷

চণ্ডীগড়, 27 অক্টোবর : নিজের নতুন দল তৈরি করার কথা ঘোষণা করে দিলেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং (Amarinder Singh) ৷ বুধবার তিনি জানান, নির্বাচন কমিশনের (Election Commission of India) কাছ থেকে অনুমোদন পেয়ে গেলেই নতুন দলের নাম ও প্রতীক প্রকাশ্যে আনবেন তিনি ৷ এদিন চণ্ডীগড়ে ক্যাপ্টেন বলেন, ‘‘হ্যাঁ ৷ আমি একটি নতুন দল গড়তে চলেছি ৷ নির্বাচন কমিশন অনুমোদন দিলে তবেই নতুন দলের নাম ঘোষণা করব ৷ সেইসঙ্গে, দলের প্রতীকও প্রকাশ্যে আনব ৷ আমার আইনজীবীরা বিষয়টি নিয়ে কাজ করে চলেছেন ৷’’

আরও পড়ুন : Amarinder Singh : গড়ছেন নতুন দল, বিজেপির সঙ্গে জোটের ইঙ্গিত ক্য়াপ্টেনের

পঞ্জাবে আসন্ন বিধানসভা নির্বাচনের (Punjab Polls 2022) আগে অমরিন্দরের এই পদক্ষেপ কংগ্রেসের চাপ বাড়াবে বলেই মত ওয়াকিবহাল মহলের ৷ প্রসঙ্গত, এদিন একটি বিশেষ কারণে চণ্ডীগড়ে সাংবাদিকদের মুখোমুখি হন অমরিন্দর ৷ মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে সরে যাওয়ার আগে পর্যন্ত শেষ সাড়ে চার বছরে তাঁর সরকার রাজ্যের জন্য কী কী কাজ করেছে, তারই খতিয়ান তুলে ধরেন তিনি ৷ মনে করা হচ্ছে, নতুন দলের নাম প্রকাশ্যে আসার আগেই সমর্থন বাড়ানোর উদ্দেশ্যে নিয়ে এই সাংবাদিক সম্মেলন করেছেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ৷ কংগ্রেস নয়, তাঁর নেতৃত্বাধীন সরকারই যে এতদিন পঞ্জাবের স্বার্থের কথা ভেবে নানা কাজ করেছে, সেটাই বোঝাতে চেয়েছেন অমরিন্দর ৷

আরও পড়ুন : কৃষি বিলের প্রতিবাদে ধরনায় পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং

প্রসঙ্গত, কংগ্রেস হাইকম্যান্ডের চাপে পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেওয়ার পর থেকেই সোনিয়া গান্ধির দলের সঙ্গে দূরত্ব তৈরি হয় ক্যাপ্টেনের ৷ এমনকী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গেও দেখাও করেন তিনি ৷ যার পরে তাঁর বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়েও কানাঘুষো শুরু হয় ৷ একইসঙ্গে, তাঁর নতুন দল গড়ার কথাও ভাসতে থাকে নানা মহলে ৷ পরবর্তীতে কংগ্রেসের সদস্যপদ ত্যাগ করেন অমরিন্দর ৷ এদিকে, সম্প্রতি তাঁর মিডিয়া উপদেষ্টা রবীন ঠুকরাল একের পর এক টুইটে জানান, অন্য কোনও দলে যোগদান নয়, অমরিন্দরের পছন্দ নিজের নতুন দল তৈরি ৷ এমনকী, বিজেপিতে যোগ না দিলেও অমরিন্দরের দল যে গেরুয়া শিবিরের সঙ্গে গাঁটছড়া বাঁধতে পারে, তারও ইঙ্গিত দিয়েছেন রবীন ৷ তাঁদের যুক্তি, কৃষকদের স্বার্থেই এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.