ETV Bharat / bharat

ভারতের সঙ্গে সহযোগিতায় সবসময় রাজি ছিলাম, তাও অপহরণের চেষ্টা কেন, প্রশ্ন মেহুলের

তিনি তো ভারতীয় তদন্তকারী সংস্থাগুলিকে তদন্তে সাহায্য করতে চেয়েছিলেন, তা সত্ত্বেও তাঁকে জোর করে ডমিনিকায় তুলে আনল তারা ৷ এতে শারীরিক, মানিসক ভাবে বিপর্যস্ত হয়ে গিয়েছেন চোক্সি, দাবি পলাতক ব্যবসায়ীর ৷ তবু ভারতে ফিরতে চান, কিন্তু সেখানে তাঁর নিরাপত্তা নিয়ে শঙ্কিত মেহুল ৷

মেহুল চোক্সি
মেহুল চোক্সি
author img

By

Published : Jul 16, 2021, 7:40 AM IST

সেন্ট জন'স ও নয়া দিল্লি, 16 জুলাই : ভারতীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে এবার মুখ খুললেন পলাতক হিরে ব্য়বসায়ী মেহুল চোক্সি (Mehul Choksi) ৷ তাঁর দাবি, তাঁর বিরুদ্ধে করা প্রতারণা মামলার তদন্তকারী সংস্থাগুলির সঙ্গে তিনি সবসময় সহযোগিতার জন্য তৈরি ছিলেন ৷ উল্টে ভারতীয় সংস্থাগুলি (Indian Agencies) তাঁকে "অপহরণ করার চেষ্টা" করেছে বলে অভিযোগ তোলেন তিনি ৷

একটি সংবাদসংস্থাকে চোক্সি নিজে জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা একেবারে ভাল নয় ৷ তাই অ্য়ান্টিগায় (Antigua) ফিরে গিয়ে সেখানকার কোনও নিউরোলজিস্টের (Neurologist) সঙ্গে যোগাযোগ করতে ডমিনিকা হাইকোর্ট (Dominica High Court) তাঁর জামিন মঞ্জুর করেছে ৷ তিনি নিরপরাধ, এটা প্রমাণ করতে তিনি এখনও ভারতে ফিরতে চান, কিন্তু তাঁর শারীরিক অবস্থা খুব খারাপ ৷ তা ছাড়া ভারতে তাঁর নিরাপত্তা নিয়ে তিনি রীতিমতো আতঙ্কিত ৷

আরও পড়ুন : অসুস্থ চোক্সি, অন্তর্বর্তী জামিন দিল ডমিনিকার আদালত

আপাতত একটি প্রাইভেট বিমানে চোক্সি অ্যান্টিগা ফিরে গিয়েছেন ৷ সেখানকার স্থানীয় চিকিৎসকের থেকে স্বাস্থ্যপরীক্ষা করিয়ে সেই রিপোর্ট ডমিনিকান কর্তৃপক্ষকে (Dominican Authorities) দিতে হবে ৷ আর প্রতিবার বাড়ি ছেড়ে বেরনোর সময় চোক্সিকে তাদের জানাতে হবে ৷ এদিকে, চোক্সির অভিযোগ, ভারতীয় গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা তাঁকে অপহরণের চেষ্টা করেছে ৷ আর এটা মানতে পারছেন না চোক্সি ৷ এ প্রসঙ্গে তিনি বলেন, "আমি বাড়ি ফিরে এসেছি কিন্তু এই অত্যাচার মনের উপর স্থায়ী দাগ কেটে দিয়েছে ৷ শারীরিক এবং মানসিক দুইদিকেই প্রভাব ফেলেছে ৷ আমার সব ব্যবসা বন্ধ হওয়ার পর, সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার পরও আমাকে অপহরণ করতে চেয়েছে ভারতীয় সংস্থাগুলি ৷ এটা আমি ভাবতে পারছি না ৷"

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (Punjab National Bank, PNB) 13 হাজার 500 কোটি টাকা তছরূপের (Fraud) অভিযোগে পলাতক এই ব্যবসায়ীকে নিজের অধীনে নিতে নিতে চায় ভারত ৷ 62 বছর বয়সী চোক্সি বলেন, "আমি বহুবার ভারতীয় সংস্থাগুলিকে এখানে এসে আমাকে জিজ্ঞাসাবাদ করতে বলেছি ৷ শারীরিক কারণে আমি আর কোথাও যেতে পারব না ৷ আমি সবসময় সহযোগিতা করতে প্রস্তুত ৷ কিন্তু এই অমানবিক টানাটানি আশা করিনি ৷" এখনও ভারতে ফিরে নিজেকে অপরাধমুক্ত প্রমাণ করার বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবছেন চোক্সি ৷ অপহরণের পর থেকে 50 দিনে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনি হতাশ হয়ে গিয়েছেন ৷ "আদৌ কোনও দিন স্বাভাবিক শারীরিক বা মানসিক অবস্থায় ফিরতে পারব কি না, জানি না", বললেন মেহুল ৷

মেহুল চোক্সি 23 মে অ্য়ান্টিগা (Antigua and Barbuda) থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যান ৷ তাঁর আইনজীবীরা দাবি করেছেন, তাঁকে অ্যান্টিগার জলি হারবার (Jolly Harbour) অঞ্চল থেকে জোর করে নৌকায় তুলে ডমিনিকা (Dominica) নিয়ে আসা হয়েছিল ৷

সেন্ট জন'স ও নয়া দিল্লি, 16 জুলাই : ভারতীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে এবার মুখ খুললেন পলাতক হিরে ব্য়বসায়ী মেহুল চোক্সি (Mehul Choksi) ৷ তাঁর দাবি, তাঁর বিরুদ্ধে করা প্রতারণা মামলার তদন্তকারী সংস্থাগুলির সঙ্গে তিনি সবসময় সহযোগিতার জন্য তৈরি ছিলেন ৷ উল্টে ভারতীয় সংস্থাগুলি (Indian Agencies) তাঁকে "অপহরণ করার চেষ্টা" করেছে বলে অভিযোগ তোলেন তিনি ৷

একটি সংবাদসংস্থাকে চোক্সি নিজে জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা একেবারে ভাল নয় ৷ তাই অ্য়ান্টিগায় (Antigua) ফিরে গিয়ে সেখানকার কোনও নিউরোলজিস্টের (Neurologist) সঙ্গে যোগাযোগ করতে ডমিনিকা হাইকোর্ট (Dominica High Court) তাঁর জামিন মঞ্জুর করেছে ৷ তিনি নিরপরাধ, এটা প্রমাণ করতে তিনি এখনও ভারতে ফিরতে চান, কিন্তু তাঁর শারীরিক অবস্থা খুব খারাপ ৷ তা ছাড়া ভারতে তাঁর নিরাপত্তা নিয়ে তিনি রীতিমতো আতঙ্কিত ৷

আরও পড়ুন : অসুস্থ চোক্সি, অন্তর্বর্তী জামিন দিল ডমিনিকার আদালত

আপাতত একটি প্রাইভেট বিমানে চোক্সি অ্যান্টিগা ফিরে গিয়েছেন ৷ সেখানকার স্থানীয় চিকিৎসকের থেকে স্বাস্থ্যপরীক্ষা করিয়ে সেই রিপোর্ট ডমিনিকান কর্তৃপক্ষকে (Dominican Authorities) দিতে হবে ৷ আর প্রতিবার বাড়ি ছেড়ে বেরনোর সময় চোক্সিকে তাদের জানাতে হবে ৷ এদিকে, চোক্সির অভিযোগ, ভারতীয় গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা তাঁকে অপহরণের চেষ্টা করেছে ৷ আর এটা মানতে পারছেন না চোক্সি ৷ এ প্রসঙ্গে তিনি বলেন, "আমি বাড়ি ফিরে এসেছি কিন্তু এই অত্যাচার মনের উপর স্থায়ী দাগ কেটে দিয়েছে ৷ শারীরিক এবং মানসিক দুইদিকেই প্রভাব ফেলেছে ৷ আমার সব ব্যবসা বন্ধ হওয়ার পর, সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার পরও আমাকে অপহরণ করতে চেয়েছে ভারতীয় সংস্থাগুলি ৷ এটা আমি ভাবতে পারছি না ৷"

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (Punjab National Bank, PNB) 13 হাজার 500 কোটি টাকা তছরূপের (Fraud) অভিযোগে পলাতক এই ব্যবসায়ীকে নিজের অধীনে নিতে নিতে চায় ভারত ৷ 62 বছর বয়সী চোক্সি বলেন, "আমি বহুবার ভারতীয় সংস্থাগুলিকে এখানে এসে আমাকে জিজ্ঞাসাবাদ করতে বলেছি ৷ শারীরিক কারণে আমি আর কোথাও যেতে পারব না ৷ আমি সবসময় সহযোগিতা করতে প্রস্তুত ৷ কিন্তু এই অমানবিক টানাটানি আশা করিনি ৷" এখনও ভারতে ফিরে নিজেকে অপরাধমুক্ত প্রমাণ করার বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবছেন চোক্সি ৷ অপহরণের পর থেকে 50 দিনে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনি হতাশ হয়ে গিয়েছেন ৷ "আদৌ কোনও দিন স্বাভাবিক শারীরিক বা মানসিক অবস্থায় ফিরতে পারব কি না, জানি না", বললেন মেহুল ৷

মেহুল চোক্সি 23 মে অ্য়ান্টিগা (Antigua and Barbuda) থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যান ৷ তাঁর আইনজীবীরা দাবি করেছেন, তাঁকে অ্যান্টিগার জলি হারবার (Jolly Harbour) অঞ্চল থেকে জোর করে নৌকায় তুলে ডমিনিকা (Dominica) নিয়ে আসা হয়েছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.