ETV Bharat / bharat

Pm Narendra Modi: 'বিরোধী জোট ক্ষমতালোভী, এনডিএ রামধনু'; এনডিএ বৈঠকে মন্তব্য মোদির - এনডিএ এর বৈঠক

বিরোধীদের 'ইন্ডিয়া' জোটকে তীব্র কটাক্ষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ তাঁর দাবি, তৃতীয় বারের জন্য কেন্দ্রে ক্ষমতায় আসবে এনডিএ ৷

ETV Bharat
বিরোধী জোটকে কটাক্ষ প্রধানমন্ত্রীর
author img

By

Published : Jul 18, 2023, 11:03 PM IST

নয়াদিল্লি, 18 জুলাই: বিরোধী 26টি দলের যৌথ মঞ্চ 'ইন্ডিয়া'কে তীব্র কটাক্ষে বিদ্ধ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মঙ্গলবার নয়াদিল্লিতে বসেছিল এনডিএ-র বৈঠক ৷ বিজেপি আগেই দাবি করেছিল, 38টি দল এই বৈঠকে যোগ দেবে ৷ এদিনের বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী জোটকে আক্রমণ করেন নরেন্দ্র মোদি ৷ তাঁর দাবি, ক্ষমতা দখলের স্বার্থে পরিবারতান্ত্রিক ও দুর্নীতিগ্রস্ত দলগুলি জোট বেঁধেছে ৷ জাতপাত ও ধর্মের ভিত্তিতে রাজনীতি দেশের ক্ষতি করে ৷ প্রধানমন্ত্রীর আরও বক্তব্য, এনডিএ দেশের মানুষকে এক রাখতে চায়, কিন্তু বিরোধীরা বিভেদ তৈরি করছে ৷ 2024 লোকসভা নির্বাচনে আরও বেশি ভোটে জিতে তৃতীয়বারের জন্য কেন্দ্রে এনডিএ'র সরকার গঠন হবে বলেও দাবি করেছেন নরেন্দ্র মোদি ৷

এদিনের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, সম্প্রতি 25 বছর সম্পূর্ণ করেছে এনডিএ জোট ৷ দেশের উন্নতির স্বার্থে ও আঞ্চলিক চাহিদা পূরণে কাজ করে এসেছে এনডিএ ৷ এর পরেই বিরোধীদের কটাক্ষ করে তাঁর মন্তব্য, "যখন ক্ষমতাকে মাথায় রেখে একটি জোট গঠন হয়, যে জোটের উদ্দেশ্য থাকে দুর্নীতি করা ও পরিবারকেন্দ্রীক রাজনীতি করা সেই জোট দেশের পক্ষে ক্ষতিকর ৷"

  • #WATCH | For their political interests, these (opposition) people can come close but cannot come together…2024 elections are not far and the people of the country have made up their minds to give a chance to NDA for the third time: PM Narendra Modi in Delhi pic.twitter.com/nM9mKWGY0L

    — ANI (@ANI) July 18, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পাশাপাশি এনডিএ-র প্রশংসা করে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, "আঞ্চলিক আকাঙ্খার এক সম্মিলিত রামধনু হল এনডিএ ৷ রাজ্যেগুলির উন্নতির মাধ্যমে দেশের উন্নয়ন আমাদের লক্ষ্য ৷ এনডিএ'তে সবার প্রচেষ্টায় আমরা দেশের উন্নয়নের স্বার্থে কাজ করছি ৷" তিনি আরও বলেন, "1998 সালে এনডিএ গঠন হয় ৷ এই জোট কোনও ব্যক্তি বা কাউকে ক্ষমতা থেকে সরানোর লক্ষ্যে তৈরি হয়নি, বরং দেশে স্থায়িত্ব আনতে তৈরি হয় ৷" এদিন অটলবিহারি বাজপায়ী জমানার এনডিএ জমানার সঙ্গে তাঁর নেতৃত্বাধীন এনডিএ সরকারেরও প্রশংসা করেন প্রধানমন্ত্রী ৷ জানান, স্থায়ী সরকারের কারণে বিশ্বের ভরসা বেড়েছে ভারতের উপরে ৷

আরও পড়ুন: সকলের অধিকার রক্ষায় জাতিশুমারির দাবিতে যৌথ সংকল্প বিরোধী বৈঠকে

উল্লেখ্য, এদিনই বেঙ্গালুরু থেকে ঘোষিত হয়েছে দেশের 26টি বিজেপি বিরোধী দলের জোটের নতুন মঞ্চের নাম ৷ 'ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স' বা 'ইন্ডিয়া' নাম দেওয়া হয়েছে এই জোটের ৷ বিরোধীরা ইতিমধ্যেই দাবি করেছে, 2024 এল লোকসভা ভোটে হবে মোদি বনাম এই 'ইন্ডিয়া'র লড়াই ৷ মনে করা হচ্ছে, এনডিএ গঠনের উদ্দেশ্য ব্যাখ্যা করে এদিন তাই এই বিরোধী জোটের দাবিকেই কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

নয়াদিল্লি, 18 জুলাই: বিরোধী 26টি দলের যৌথ মঞ্চ 'ইন্ডিয়া'কে তীব্র কটাক্ষে বিদ্ধ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মঙ্গলবার নয়াদিল্লিতে বসেছিল এনডিএ-র বৈঠক ৷ বিজেপি আগেই দাবি করেছিল, 38টি দল এই বৈঠকে যোগ দেবে ৷ এদিনের বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী জোটকে আক্রমণ করেন নরেন্দ্র মোদি ৷ তাঁর দাবি, ক্ষমতা দখলের স্বার্থে পরিবারতান্ত্রিক ও দুর্নীতিগ্রস্ত দলগুলি জোট বেঁধেছে ৷ জাতপাত ও ধর্মের ভিত্তিতে রাজনীতি দেশের ক্ষতি করে ৷ প্রধানমন্ত্রীর আরও বক্তব্য, এনডিএ দেশের মানুষকে এক রাখতে চায়, কিন্তু বিরোধীরা বিভেদ তৈরি করছে ৷ 2024 লোকসভা নির্বাচনে আরও বেশি ভোটে জিতে তৃতীয়বারের জন্য কেন্দ্রে এনডিএ'র সরকার গঠন হবে বলেও দাবি করেছেন নরেন্দ্র মোদি ৷

এদিনের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, সম্প্রতি 25 বছর সম্পূর্ণ করেছে এনডিএ জোট ৷ দেশের উন্নতির স্বার্থে ও আঞ্চলিক চাহিদা পূরণে কাজ করে এসেছে এনডিএ ৷ এর পরেই বিরোধীদের কটাক্ষ করে তাঁর মন্তব্য, "যখন ক্ষমতাকে মাথায় রেখে একটি জোট গঠন হয়, যে জোটের উদ্দেশ্য থাকে দুর্নীতি করা ও পরিবারকেন্দ্রীক রাজনীতি করা সেই জোট দেশের পক্ষে ক্ষতিকর ৷"

  • #WATCH | For their political interests, these (opposition) people can come close but cannot come together…2024 elections are not far and the people of the country have made up their minds to give a chance to NDA for the third time: PM Narendra Modi in Delhi pic.twitter.com/nM9mKWGY0L

    — ANI (@ANI) July 18, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পাশাপাশি এনডিএ-র প্রশংসা করে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, "আঞ্চলিক আকাঙ্খার এক সম্মিলিত রামধনু হল এনডিএ ৷ রাজ্যেগুলির উন্নতির মাধ্যমে দেশের উন্নয়ন আমাদের লক্ষ্য ৷ এনডিএ'তে সবার প্রচেষ্টায় আমরা দেশের উন্নয়নের স্বার্থে কাজ করছি ৷" তিনি আরও বলেন, "1998 সালে এনডিএ গঠন হয় ৷ এই জোট কোনও ব্যক্তি বা কাউকে ক্ষমতা থেকে সরানোর লক্ষ্যে তৈরি হয়নি, বরং দেশে স্থায়িত্ব আনতে তৈরি হয় ৷" এদিন অটলবিহারি বাজপায়ী জমানার এনডিএ জমানার সঙ্গে তাঁর নেতৃত্বাধীন এনডিএ সরকারেরও প্রশংসা করেন প্রধানমন্ত্রী ৷ জানান, স্থায়ী সরকারের কারণে বিশ্বের ভরসা বেড়েছে ভারতের উপরে ৷

আরও পড়ুন: সকলের অধিকার রক্ষায় জাতিশুমারির দাবিতে যৌথ সংকল্প বিরোধী বৈঠকে

উল্লেখ্য, এদিনই বেঙ্গালুরু থেকে ঘোষিত হয়েছে দেশের 26টি বিজেপি বিরোধী দলের জোটের নতুন মঞ্চের নাম ৷ 'ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স' বা 'ইন্ডিয়া' নাম দেওয়া হয়েছে এই জোটের ৷ বিরোধীরা ইতিমধ্যেই দাবি করেছে, 2024 এল লোকসভা ভোটে হবে মোদি বনাম এই 'ইন্ডিয়া'র লড়াই ৷ মনে করা হচ্ছে, এনডিএ গঠনের উদ্দেশ্য ব্যাখ্যা করে এদিন তাই এই বিরোধী জোটের দাবিকেই কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.