হরিপুরম (অন্ধ্রপ্রদেশ), 8 নভেম্বর: অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামে পারিবারিক সম্পত্তির বিবাদের জেরে 2 মহিলাকে মাটি চাপা দিয়ে হত্যা চেষ্টা (Attempted Murder by Throwing Mud) করা হয়েছে বলে অভিযোগ ৷ কোতরা দালাম্মা এবং তাঁর মেয়ে মাজ্জি সাবিত্রী অভিযোগ করেছেন, ট্রাক্টর দিয়ে তাঁদের উপরে কাঁদামাটি ঢেলে জীবন্ত পুঁতে দেওয়ার চেষ্টা করেছেন কোতরা রামা রাও ৷ যিনি সম্পর্কে কোতরা দালাম্মার দেওরের ছেলে ৷ এই ঘটনায় কোতরা রামা রাও এবং কোতরা আনন্দ রাও এবং কোতরা প্রকাশ রাওয়ের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন আক্রান্তরা (Murder attempt in Srikakula) ৷
দালাম্মার অভিযোগ, তাঁদের একটি পারিবারিক জমি রয়েছে স্থানীয় এইচবি কলোনি এলাকায় ৷ সেখানে কোতরা রামা রাও এবং তাঁর বাকি 2 ভাই ট্রাক্টর দিয়ে মাটি ফেলে দখলের চেষ্টা করছিলেন ৷ দালাম্মা সেই খবর পেয়ে, তাঁর মেয়ে মাজ্জি সাবিত্রীকে নিয়ে সেই জমিতে যান ৷ সেখানে তিনি রামা রাওকে নিষেধ করেন জমিতে মাটি ফেলতে ৷ কারণ সেখানে তাঁদেরও ভাগ রয়েছে ৷ কিন্তু, রামা রাও সেই কথা না শোনায় দালাম্মা এবং তাঁর মেয়ে ট্রাক্টরের সামনে বসে পড়েন ৷ যাতে জমিতে মাটি ফেলতে না পারে ৷
আরও পড়ুন: সম্পত্তি নিয়ে বিবাদ, জামাইকে কোপাল শ্বশুরবাড়ির লোকজন
দালাম্মা পুলিশে করা অভিযোগে জানিয়েছেন, কোতরা রামা রাও তাঁদের উপরেই মাটি ফেলতে শুরু করেন ৷ এর জেরে তাঁদের শরীরে প্রায় অর্ধেক মাটিতে চাপা পড়ে যায় ৷ তখন প্রাণে বাঁচতে চিৎকার শুরু করেন দালাম্মা এবং তাঁর মেয়ে ৷ সেই চিৎকার শুনে স্থানীয় কয়েকজন যুবক সেখানে পৌঁছায় এবং তাঁদের উদ্ধার করে ৷ পুরো ঘটনায় মানদাসা পুলিশ স্টেশনে কোতরা রামা রাও এবং তাঁর 2 ভাইয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন দালাম্মা এবং তাঁর মেয়ে ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ প্রসঙ্গত, 2019 সালে স্বামী নারায়ণ মারা যাওয়ার পর থেকে যৌথ পরিবারের সম্পত্তির ভাগের জন্য লড়াই করে যাচ্ছেন দালাম্মা ৷