ETV Bharat / bharat

Acid Attack in UP: বিয়ের পরেও প্রেমিককে ফোন! মহিলার উপর অ্যাসিড হামলা বাবা-জামাইবাবুর - Acid attack on woman in Bareilly

মাত্র দু'দিন বিয়ে হয়েছে মেয়ের ৷ এর মধ্যে নাকি প্রেমিকের সঙ্গে ফোনে যোগাযোগ করেছেন নববিবাহিতা ৷ এর প্রতিশোধ নিতে মেয়েটির বাবা ও তাঁর বোনের বর তরুণীকে লক্ষ্য করে অ্যাসিড ছোড়ে বলে অভিযোগ ৷

Acid Attack
অ্যাডিস
author img

By

Published : Apr 28, 2023, 9:07 AM IST

বরেলি (উত্তরপ্রদেশ), 28 এপ্রিল: অ্যাসিড আক্রান্ত হলেন এক তরুণী ৷ তাঁকে লক্ষ্য করে অ্যাসিড ছোড়ার অভিযোগ উঠল তাঁরই বাবা এবং মহিলার বোনের স্বামীর বিরুদ্ধে ৷ মাত্র দু'দিন ওই বিয়ে হয়েছে ৷ তারপরই এমন মর্মান্তিক ঘটনার শিকার নববিবাহিতা ৷ নববিবাহিতারা দুই বোন ৷ বাবার সঙ্গে তার বোনের স্বামীও অ্যাসিড ছুড়েছেন বলে অভিযোগ উঠেছে ৷ দু'জনকেই গ্রেফতার করেছে পুলিশ।

জানা গিয়েছে বিয়ের পরও তাঁর প্রেমিকের সঙ্গে ফোনে কথা বলতেন ওই তরুণী ৷ আর তা হত শ্বশুরবাড়ি থেকেই ৷ এই অপরাধেই 'শাস্তি' দিলেন বাবা । পুলিশ সূত্রে খবর, দুই অভিযুক্তকে এই অপরাধ সংঘঠিত করতে আরও দুই আত্মীয়ের সাহায্য নিয়েছে ৷ এখন ওই দুই অভিযুক্ত আত্মীয় পলাতক ৷ তাদের খোঁজ শুরু করেছে পুলিশ । কয়েকটি জায়গায় ইতিমধ্য়েই তল্লাশি চলেছে।

25 এপ্রিল ওই নির্যাতিতা মহিলাকে উত্তরপ্রদেশের আগরার গ্রামের একটি জঙ্গলে পাওয়া যায় ৷ এরপরই ঘটনাটি সামনে আসে ৷ তিনি গুরুতর জখম ছিলেন ৷ জিজ্ঞাসাবাদে ওই জখম মহিলা পুলিশকে তাঁর পরিচয় বলেন ৷ অভিযুক্তদের নামও জানান ৷ পুলিশ সেই অনুযায়ী নির্যাতিতার আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করে ৷ প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে মহিলার বাবাই তিন আত্মীয়কে সঙ্গে নিয়ে তাঁর মেয়েকে অ্যাসিড দিয়ে খুন করার চেষ্টা চালান ৷

এই ঘটনা সম্পর্কে পুলিশ পরিবারের সমস্ত সদস্যদের জিজ্ঞাসাবাদ করে ৷ কিন্তু তাঁদের বক্তব্যে অসঙ্গতি ধরা পড়ে ৷ তখনই পুলিশের মনে সন্দেহ জাগে ৷ পরে জানা যায়, বাবা এবং মহিলার বোনের স্বামী ওই মহিলার উপর নির্যাতন চালিয়েছে ৷ তারা শৌচালয় পরিষ্কারের জন্য রাখা অ্যাসিড নিয়ে মহিলাকে আক্রমণ করে ৷ বিয়ের পরেও নববধূ শ্বশুরবাড়ি থেকে প্রায়ই তাঁর পুরনো প্রেমিকের সঙ্গে কথা বলত বলে জানা গিয়েছে ৷ এতেই রেগে যায় ওই মহিলার শ্বশুর-শাশুড়ি এবং মহিলার বাবাও ৷ রাগের মাথায় তারা এই অপরাধ করেছে বলে প্রাথমিক অনুমান তদন্তরকারীদের ৷ পুলিশ অভিযুক্ত বাবা এবং বোনের স্বামীকে নিজেদের হেফাজতে নিয়েছে ৷ তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ বাকি দু'জন পলাতককে ধরতে তল্লাশি অভিযান চলছে ।

আরও পড়ুন: সন্দেহের বশে বড় জা'য়ের গায়ে অ্যাসিড ছোট'র, আটক অভিযুক্ত

বরেলি (উত্তরপ্রদেশ), 28 এপ্রিল: অ্যাসিড আক্রান্ত হলেন এক তরুণী ৷ তাঁকে লক্ষ্য করে অ্যাসিড ছোড়ার অভিযোগ উঠল তাঁরই বাবা এবং মহিলার বোনের স্বামীর বিরুদ্ধে ৷ মাত্র দু'দিন ওই বিয়ে হয়েছে ৷ তারপরই এমন মর্মান্তিক ঘটনার শিকার নববিবাহিতা ৷ নববিবাহিতারা দুই বোন ৷ বাবার সঙ্গে তার বোনের স্বামীও অ্যাসিড ছুড়েছেন বলে অভিযোগ উঠেছে ৷ দু'জনকেই গ্রেফতার করেছে পুলিশ।

জানা গিয়েছে বিয়ের পরও তাঁর প্রেমিকের সঙ্গে ফোনে কথা বলতেন ওই তরুণী ৷ আর তা হত শ্বশুরবাড়ি থেকেই ৷ এই অপরাধেই 'শাস্তি' দিলেন বাবা । পুলিশ সূত্রে খবর, দুই অভিযুক্তকে এই অপরাধ সংঘঠিত করতে আরও দুই আত্মীয়ের সাহায্য নিয়েছে ৷ এখন ওই দুই অভিযুক্ত আত্মীয় পলাতক ৷ তাদের খোঁজ শুরু করেছে পুলিশ । কয়েকটি জায়গায় ইতিমধ্য়েই তল্লাশি চলেছে।

25 এপ্রিল ওই নির্যাতিতা মহিলাকে উত্তরপ্রদেশের আগরার গ্রামের একটি জঙ্গলে পাওয়া যায় ৷ এরপরই ঘটনাটি সামনে আসে ৷ তিনি গুরুতর জখম ছিলেন ৷ জিজ্ঞাসাবাদে ওই জখম মহিলা পুলিশকে তাঁর পরিচয় বলেন ৷ অভিযুক্তদের নামও জানান ৷ পুলিশ সেই অনুযায়ী নির্যাতিতার আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করে ৷ প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে মহিলার বাবাই তিন আত্মীয়কে সঙ্গে নিয়ে তাঁর মেয়েকে অ্যাসিড দিয়ে খুন করার চেষ্টা চালান ৷

এই ঘটনা সম্পর্কে পুলিশ পরিবারের সমস্ত সদস্যদের জিজ্ঞাসাবাদ করে ৷ কিন্তু তাঁদের বক্তব্যে অসঙ্গতি ধরা পড়ে ৷ তখনই পুলিশের মনে সন্দেহ জাগে ৷ পরে জানা যায়, বাবা এবং মহিলার বোনের স্বামী ওই মহিলার উপর নির্যাতন চালিয়েছে ৷ তারা শৌচালয় পরিষ্কারের জন্য রাখা অ্যাসিড নিয়ে মহিলাকে আক্রমণ করে ৷ বিয়ের পরেও নববধূ শ্বশুরবাড়ি থেকে প্রায়ই তাঁর পুরনো প্রেমিকের সঙ্গে কথা বলত বলে জানা গিয়েছে ৷ এতেই রেগে যায় ওই মহিলার শ্বশুর-শাশুড়ি এবং মহিলার বাবাও ৷ রাগের মাথায় তারা এই অপরাধ করেছে বলে প্রাথমিক অনুমান তদন্তরকারীদের ৷ পুলিশ অভিযুক্ত বাবা এবং বোনের স্বামীকে নিজেদের হেফাজতে নিয়েছে ৷ তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ বাকি দু'জন পলাতককে ধরতে তল্লাশি অভিযান চলছে ।

আরও পড়ুন: সন্দেহের বশে বড় জা'য়ের গায়ে অ্যাসিড ছোট'র, আটক অভিযুক্ত

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.