ETV Bharat / bharat

Pegasus : মিডিয়া রিপোর্ট সত্যি হলে অভিযোগ খুবই গুরুতর ; পেগাসাস নিয়ে সুপ্রিম কোর্ট - পেগাসাস

পেগাসাস কাণ্ড নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা ৷ সংসদের অধিবেশনও ব্যাহত হচ্ছে ৷ এবার সুপ্রিম কোর্ট বলল, মিডিয়ার রিপোর্ট যদি সত্যি হয়, তবে অভিযোগ অত্যন্ত গুরুতর (Allegations Serious) ৷

"Allegations Serious If newspaper Reports Correct": Supreme Court On Pegasus
মিডিয়া রিপোর্ট সত্যি হলে অভিযোগ খুবই গুরুতর: পেগাসাস নিয়ে সুপ্রিম কোর্ট
author img

By

Published : Aug 5, 2021, 12:45 PM IST

Updated : Aug 5, 2021, 1:18 PM IST

নয়াদিল্লি, 5 অগস্ট : সংবাদমাধ্যমের খবর যদি সত্যি হয়, তবে পেগাসাস (Pegasus) স্পাইওয়্যারের মাধ্যমে বিরোধী নেতা, সাংবাদিক ও অন্যদের উপর নজরদারি চালানোর অভিযোগ অত্যন্ত গুরুতর (Allegations Serious) ৷ এমনই মত সুপ্রিম কোর্টের (Supreme Court) ৷

দিন দুই আগে পেগাসাস নিয়ে পিটিশন দাখিল করেছিল এডিটর্স গিল্ড অফ ইন্ডিয়া (Editors' Guild of India)৷ তাদের অনুরোধ ছিল, স্পাইওয়্যার সংক্রান্ত যাবতীয় তথ্য ও কাদের নিশানা করা হয়েছিল, তার সবিস্তার সরকারের থেকে জানতে চাওয়া হোক ৷ সেই আবেদনের শুনানিতে প্রধান বিচারপতিকে শীর্ষ আইনজীবী কপিল সিবাল বলেন, "এ ব্যাপারে কেন্দ্রীয় সরকারকে নোটিশ দেওয়া হোক, এটাই আমরা চাই ৷" সিবাল বলেন, সাংবাদিক, জননেতা, সাংবিধানিক কর্তৃপক্ষ, আদালতের আধিকারিক, শিক্ষাবিদ - সবাইকে স্পাইওয়্যারের মাধ্যমে নিশানা করা হয়েছে ৷ কে এটা কিনেছে, সরকারকে তার জবাব দিতে হবে ৷ কোথায় এই হার্ডওয়্যার রাখা হয়েছিল ? কেন সরকার এফআইআর দায়ের করেনি ?

আরও পড়ুন : Pegasus spyware : মোদি সরকারের ভূমিকা কী, পেগাসাস বিতর্কে তদন্তের দাবিতে শীর্ষ আদালতে দুই সাংবাদিক

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামানার নেতৃত্বাধীন দুই বিচারপতির বেঞ্চ সব পিটিশনারকে একটি করে প্রতিলিপি সরকারকে দিতে বলেছে ৷ বেঞ্চের দ্বিতীয় বিচারপতি ছিলেন সূর্য কান্ত ৷ আগামী মঙ্গলবার ফের এই মামলার শুনানি হবে ৷ সেই দিন কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিকে আদালতে উপস্থিত থাকতে বলা হয়েছে ৷ আদালত বলেছে, "সত্যিটা সামনে আসা দরকার ৷ আমরা জানি না সেখানে কাদের নাম রয়েছে ৷" প্রধান বিচারপতির কথায়, "মিডিয়া রিপোর্ট যদি সত্যি হয়, তাহলে এই অভিযোগ যে খুবই গুরুতর, তাতে কোনও সন্দেহ নেই ৷"

আরও পড়ুন : Rahul Gandhi : ভারতের বিরুদ্ধে কেন ব্যবহার পেগাসাস, মোদি-শাহকে প্রশ্ন রাহুলের

পেগাসাস স্পাইওয়্যার নিয়ে সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল করেছিল দেশের এডিটরস গিল্ড ৷ যেখানে কেন্দ্রের বিরুদ্ধে ইজরায়েলি স্পাইওয়্যার পেগাসাস ব্যবহার করে ফোনে আড়িপাতার অভিযোগে বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি করা হয় ৷ এডিটরস গিল্ড সুপ্রিম কোর্টের নজরদারিতে সিট গঠনের দাবি জানিয়েছে ৷ পাশাপাশি গিল্ডের তরফে আবেদন করা হয়েছে, কেন্দ্রের সঙ্গে বিদেশি সংস্থার কী চুক্তি হয়েছে, তার বিস্তারিত তথ্য প্রকাশ করতে বলা হোক সরকারকে ৷ সেই সঙ্গে কাদের ফোনে পেগাসাস সফটওয়্যার ব্যবহার করে আড়িপাতা হয়েছে, তাও যেন কেন্দ্রীয় সরকার প্রকাশ্যে আনে ৷

আরও পড়ুন: 5 অগস্ট পেগাসাস কাণ্ডের শুনানি সুপ্রিম কোর্টে

পেগাসাস স্পাইওয়্যারকে মূলত সন্ত্রাসবাদীদের উপর নজরদারি চালানোর কাজে ব্যবহারের জন্য তৈরি করেছিল ইজরায়েল ৷ কিন্তু, এই সফ্টওয়্যারটি ভারতের বিরোধী রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, সমাজকর্মী এবং বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার পদস্থ আধিকারিকদের ফোনে আড়িপাতার কাজে কেন্দ্রীয় সরকার ব্যবহার করেছে বলে অভিযোগ উঠেছে ৷ এ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে দেশের গণতন্ত্রে আঘাত হানার অভিযোগ তুলেছে বিরোধী শিবির ৷ যা নিয়ে যৌথ সংসদীয় কমিটি গঠন করে তদন্তের দাবি করেছে কংগ্রেস-সহ বিরোধীরা ৷

আরও পড়ুন: সর্বদলীয় বৈঠক করে পরবর্তী পদক্ষেপ করুন, পেগাসাস বিতর্কে মোদিকে বার্তা দিদির

সংসদে চলা বাদল অধিবেশনও প্রথম দিন থেকে উত্তপ্ত পেগাসাস নিয়ে ৷ এই নিয়ে কেন্দ্রকে প্রতিনিয়ত বিঁধছে বিরোধীরা ৷ সংসদের দুই কক্ষের কেন্দ্রের কাছে জবাব চাওয়া হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলির তরফে ৷ সংসদ ভবন এই নিয়ে উত্তাল হয়ে ওঠায় দফায় দফায় মুলতুবি করতে হয় অধিবেশন ৷

নয়াদিল্লি, 5 অগস্ট : সংবাদমাধ্যমের খবর যদি সত্যি হয়, তবে পেগাসাস (Pegasus) স্পাইওয়্যারের মাধ্যমে বিরোধী নেতা, সাংবাদিক ও অন্যদের উপর নজরদারি চালানোর অভিযোগ অত্যন্ত গুরুতর (Allegations Serious) ৷ এমনই মত সুপ্রিম কোর্টের (Supreme Court) ৷

দিন দুই আগে পেগাসাস নিয়ে পিটিশন দাখিল করেছিল এডিটর্স গিল্ড অফ ইন্ডিয়া (Editors' Guild of India)৷ তাদের অনুরোধ ছিল, স্পাইওয়্যার সংক্রান্ত যাবতীয় তথ্য ও কাদের নিশানা করা হয়েছিল, তার সবিস্তার সরকারের থেকে জানতে চাওয়া হোক ৷ সেই আবেদনের শুনানিতে প্রধান বিচারপতিকে শীর্ষ আইনজীবী কপিল সিবাল বলেন, "এ ব্যাপারে কেন্দ্রীয় সরকারকে নোটিশ দেওয়া হোক, এটাই আমরা চাই ৷" সিবাল বলেন, সাংবাদিক, জননেতা, সাংবিধানিক কর্তৃপক্ষ, আদালতের আধিকারিক, শিক্ষাবিদ - সবাইকে স্পাইওয়্যারের মাধ্যমে নিশানা করা হয়েছে ৷ কে এটা কিনেছে, সরকারকে তার জবাব দিতে হবে ৷ কোথায় এই হার্ডওয়্যার রাখা হয়েছিল ? কেন সরকার এফআইআর দায়ের করেনি ?

আরও পড়ুন : Pegasus spyware : মোদি সরকারের ভূমিকা কী, পেগাসাস বিতর্কে তদন্তের দাবিতে শীর্ষ আদালতে দুই সাংবাদিক

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামানার নেতৃত্বাধীন দুই বিচারপতির বেঞ্চ সব পিটিশনারকে একটি করে প্রতিলিপি সরকারকে দিতে বলেছে ৷ বেঞ্চের দ্বিতীয় বিচারপতি ছিলেন সূর্য কান্ত ৷ আগামী মঙ্গলবার ফের এই মামলার শুনানি হবে ৷ সেই দিন কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিকে আদালতে উপস্থিত থাকতে বলা হয়েছে ৷ আদালত বলেছে, "সত্যিটা সামনে আসা দরকার ৷ আমরা জানি না সেখানে কাদের নাম রয়েছে ৷" প্রধান বিচারপতির কথায়, "মিডিয়া রিপোর্ট যদি সত্যি হয়, তাহলে এই অভিযোগ যে খুবই গুরুতর, তাতে কোনও সন্দেহ নেই ৷"

আরও পড়ুন : Rahul Gandhi : ভারতের বিরুদ্ধে কেন ব্যবহার পেগাসাস, মোদি-শাহকে প্রশ্ন রাহুলের

পেগাসাস স্পাইওয়্যার নিয়ে সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল করেছিল দেশের এডিটরস গিল্ড ৷ যেখানে কেন্দ্রের বিরুদ্ধে ইজরায়েলি স্পাইওয়্যার পেগাসাস ব্যবহার করে ফোনে আড়িপাতার অভিযোগে বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি করা হয় ৷ এডিটরস গিল্ড সুপ্রিম কোর্টের নজরদারিতে সিট গঠনের দাবি জানিয়েছে ৷ পাশাপাশি গিল্ডের তরফে আবেদন করা হয়েছে, কেন্দ্রের সঙ্গে বিদেশি সংস্থার কী চুক্তি হয়েছে, তার বিস্তারিত তথ্য প্রকাশ করতে বলা হোক সরকারকে ৷ সেই সঙ্গে কাদের ফোনে পেগাসাস সফটওয়্যার ব্যবহার করে আড়িপাতা হয়েছে, তাও যেন কেন্দ্রীয় সরকার প্রকাশ্যে আনে ৷

আরও পড়ুন: 5 অগস্ট পেগাসাস কাণ্ডের শুনানি সুপ্রিম কোর্টে

পেগাসাস স্পাইওয়্যারকে মূলত সন্ত্রাসবাদীদের উপর নজরদারি চালানোর কাজে ব্যবহারের জন্য তৈরি করেছিল ইজরায়েল ৷ কিন্তু, এই সফ্টওয়্যারটি ভারতের বিরোধী রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, সমাজকর্মী এবং বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার পদস্থ আধিকারিকদের ফোনে আড়িপাতার কাজে কেন্দ্রীয় সরকার ব্যবহার করেছে বলে অভিযোগ উঠেছে ৷ এ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে দেশের গণতন্ত্রে আঘাত হানার অভিযোগ তুলেছে বিরোধী শিবির ৷ যা নিয়ে যৌথ সংসদীয় কমিটি গঠন করে তদন্তের দাবি করেছে কংগ্রেস-সহ বিরোধীরা ৷

আরও পড়ুন: সর্বদলীয় বৈঠক করে পরবর্তী পদক্ষেপ করুন, পেগাসাস বিতর্কে মোদিকে বার্তা দিদির

সংসদে চলা বাদল অধিবেশনও প্রথম দিন থেকে উত্তপ্ত পেগাসাস নিয়ে ৷ এই নিয়ে কেন্দ্রকে প্রতিনিয়ত বিঁধছে বিরোধীরা ৷ সংসদের দুই কক্ষের কেন্দ্রের কাছে জবাব চাওয়া হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলির তরফে ৷ সংসদ ভবন এই নিয়ে উত্তাল হয়ে ওঠায় দফায় দফায় মুলতুবি করতে হয় অধিবেশন ৷

Last Updated : Aug 5, 2021, 1:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.