ETV Bharat / bharat

Mallikarjun Kharge: কংগ্রেস সভাপতি খাড়গে ও তাঁর ছেলের বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ - লোকায়ুক্ত অফিস

কর্নাটকে সরকারি জমি দখলে অভিযুক্ত কংগ্রেসের (Congress) সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge) ও তাঁর ছেলে প্রিয়াঙ্ক খাড়গে ৷ এই নিয়ে কর্নাটকের লোকায়ুক্তের কাছে অভিযোগ দায়ের করেছেন স্থানীয় এক সমাজকর্মী ৷

Mallikarjun Kharge
মল্লিকার্জুন খাড়গে
author img

By

Published : Dec 26, 2022, 3:45 PM IST

কালাবুর্গী (কর্নাটক), 26 ডিসেম্বর: সরকারি জমি দখলের অভিযোগ উঠেছে কংগ্রেস (Congress) সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge) ও তাঁর ছেলে প্রিয়াঙ্ক খাড়গের (Priyank Kharge) বিরুদ্ধে ৷ তাঁদের বিরুদ্ধে কর্নাটকের লোকায়ুক্তের কাছে অভিযোগ জমা পড়েছে বলে খবর ৷

জানা গিয়েছে, 1981 সালের 6 অগস্ট কর্নাটক সরকার (Karnataka Government) কালাবুর্গী শহরের পুলিশ ভবনের পাশে একটি কল্যাণ মণ্ডপ নির্মাণের জন্য বাবা সাহেব ড. বিআর আম্বেদকর মেমোরিয়াল কমিটিকে 36 হাজার বর্গফুটের একটি জমি বরাদ্দ করে । সেই সময় কর্নাটকের রাজস্বমন্ত্রী ছিলেন মল্লিকার্জুন খাড়গে ৷ তিনি তৎকালীন রাজ্য সরকারকে জমি চেয়ে চিঠি লিখেছিলেন ৷ তার পরই জমি বরাদ্দ হয়৷ সেই অনুযায়ী কল্যাণ মণ্ডপ নির্মাণের কাজও শুরু হয় ৷

তবে গত চার বছর ধরে এই কল্যাণ হলে বিয়ে ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে না । পরিবর্তে এটি কর্নাটক পিপলস এডুকেশন সোসাইটি বা কেপিইএস (KPES)-এর অফিস হিসাবে ব্যবহৃত হচ্ছে বলে অভিযোগ । এই নিয়ে সমাজকর্মী মণিকান্ত রাঠোড় লোকায়ুক্ত অফিসে (Lokayukta Office) অভিযোগ দায়ের করেছেন ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, মল্লিকার্জুন খাড়গে কর্নাটক পিপলস এডুকেশন সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন । বর্তমানে তিনি ওই সোসাইটির কোনও পদে নেই । তবে তাঁর ছেলে প্রিয়াঙ্ক খাড়গে এর সদস্য । তাছাড়া প্রিয়াঙ্ক কর্নাটকে কংগ্রেসের মুখপাত্র (KPCC Spokesperson) ৷

নিয়ম অনুযায়ী, এই জায়গায় কল্যাণমূলক কর্মকাণ্ড ছাড়া অন্য কোনও কাজ করা যাবে না । তবে খাড়গেদের প্রভাব ও ক্ষমতার অপব্যবহার করে পিপলস এডুকেশন সোসাইটির অফিস খোলা হয় বলে অভিযোগ । দখল হয়ে যাওয়া ওই কল্যাণ মণ্ডপের বর্তমান বাজার মূল্য 50 কোটি টাকা ।

অভিযোগকারী সমাজকর্মীর দাবি, তিনি লোকায়ুক্ত অফিসে মল্লিকার্জুন খাড়গে এবং প্রিয়াঙ্ক খাড়গের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন । তবে এই নিয়ে এখনও পর্যন্ত খাড়গেদের তরফে বা কংগ্রেসের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ বিজেপিও (BJP) এই নিয়ে কিছু বলেছে কি না, তা জানা যায়নি ৷

প্রসঙ্গত, মল্লিকার্জুন খাড়গে বর্ষীয়ান কংগ্রেস নেতা ৷ তিনি কংগ্রেসের একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন ৷ গত 26 অক্টোবর তিনি কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি হন ৷ একই সঙ্গে তিনি রাজ্যসভা ও লোকসভায় কংগ্রেসের দলনেতা হিসেবে কাজ করেছেন ৷ এমন গুরুত্বপূর্ণ একজন নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ওঠায় স্বাভাবিকভাবে রাজনৈতিক মহলে হইচই পড়ে গিয়েছে ৷

আরও পড়ুন: ক্ষমা চাইবেন না, 'কুকুর' ও 'বিড়াল' বিতর্কে নিজের অবস্থানেই অনড় খাড়গে

কালাবুর্গী (কর্নাটক), 26 ডিসেম্বর: সরকারি জমি দখলের অভিযোগ উঠেছে কংগ্রেস (Congress) সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge) ও তাঁর ছেলে প্রিয়াঙ্ক খাড়গের (Priyank Kharge) বিরুদ্ধে ৷ তাঁদের বিরুদ্ধে কর্নাটকের লোকায়ুক্তের কাছে অভিযোগ জমা পড়েছে বলে খবর ৷

জানা গিয়েছে, 1981 সালের 6 অগস্ট কর্নাটক সরকার (Karnataka Government) কালাবুর্গী শহরের পুলিশ ভবনের পাশে একটি কল্যাণ মণ্ডপ নির্মাণের জন্য বাবা সাহেব ড. বিআর আম্বেদকর মেমোরিয়াল কমিটিকে 36 হাজার বর্গফুটের একটি জমি বরাদ্দ করে । সেই সময় কর্নাটকের রাজস্বমন্ত্রী ছিলেন মল্লিকার্জুন খাড়গে ৷ তিনি তৎকালীন রাজ্য সরকারকে জমি চেয়ে চিঠি লিখেছিলেন ৷ তার পরই জমি বরাদ্দ হয়৷ সেই অনুযায়ী কল্যাণ মণ্ডপ নির্মাণের কাজও শুরু হয় ৷

তবে গত চার বছর ধরে এই কল্যাণ হলে বিয়ে ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে না । পরিবর্তে এটি কর্নাটক পিপলস এডুকেশন সোসাইটি বা কেপিইএস (KPES)-এর অফিস হিসাবে ব্যবহৃত হচ্ছে বলে অভিযোগ । এই নিয়ে সমাজকর্মী মণিকান্ত রাঠোড় লোকায়ুক্ত অফিসে (Lokayukta Office) অভিযোগ দায়ের করেছেন ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, মল্লিকার্জুন খাড়গে কর্নাটক পিপলস এডুকেশন সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন । বর্তমানে তিনি ওই সোসাইটির কোনও পদে নেই । তবে তাঁর ছেলে প্রিয়াঙ্ক খাড়গে এর সদস্য । তাছাড়া প্রিয়াঙ্ক কর্নাটকে কংগ্রেসের মুখপাত্র (KPCC Spokesperson) ৷

নিয়ম অনুযায়ী, এই জায়গায় কল্যাণমূলক কর্মকাণ্ড ছাড়া অন্য কোনও কাজ করা যাবে না । তবে খাড়গেদের প্রভাব ও ক্ষমতার অপব্যবহার করে পিপলস এডুকেশন সোসাইটির অফিস খোলা হয় বলে অভিযোগ । দখল হয়ে যাওয়া ওই কল্যাণ মণ্ডপের বর্তমান বাজার মূল্য 50 কোটি টাকা ।

অভিযোগকারী সমাজকর্মীর দাবি, তিনি লোকায়ুক্ত অফিসে মল্লিকার্জুন খাড়গে এবং প্রিয়াঙ্ক খাড়গের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন । তবে এই নিয়ে এখনও পর্যন্ত খাড়গেদের তরফে বা কংগ্রেসের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ বিজেপিও (BJP) এই নিয়ে কিছু বলেছে কি না, তা জানা যায়নি ৷

প্রসঙ্গত, মল্লিকার্জুন খাড়গে বর্ষীয়ান কংগ্রেস নেতা ৷ তিনি কংগ্রেসের একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন ৷ গত 26 অক্টোবর তিনি কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি হন ৷ একই সঙ্গে তিনি রাজ্যসভা ও লোকসভায় কংগ্রেসের দলনেতা হিসেবে কাজ করেছেন ৷ এমন গুরুত্বপূর্ণ একজন নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ওঠায় স্বাভাবিকভাবে রাজনৈতিক মহলে হইচই পড়ে গিয়েছে ৷

আরও পড়ুন: ক্ষমা চাইবেন না, 'কুকুর' ও 'বিড়াল' বিতর্কে নিজের অবস্থানেই অনড় খাড়গে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.