ETV Bharat / bharat

শিক্ষাকে প্রথাগত গণ্ডির বাইরে আনার পক্ষে সওয়াল প্রধানমন্ত্রীর - ডাঃ বাবাসাহেব আম্বেদকর

বুধবার ‘অ্য়াসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ অ্যান্ড ন্যাশনাল সেমিনার অফ ভাইস-চ্য়ান্সেলর্স’-এর 95তম বার্ষিক সম্মেলনের অনুষ্ঠানে একটি ভিডিয়ো বার্তা দেন মোদি ৷ সেখানে প্রথাগত শিক্ষার বাইরে গিয়ে উপাচার্যদের ভাবনা চিন্তা করার পরামর্শ দেন মোদি ৷

All universities should be multi-disciplinary, give flexibility to students: PM
শিক্ষাকে প্রথাগত গণ্ডীর বাইরে আনার পক্ষে সওয়াল প্রধানমন্ত্রীর
author img

By

Published : Apr 14, 2021, 4:02 PM IST

নয়াদিল্লি, 14 এপ্রিল : জাতীয়স্তরে দেশের উন্নয়নের জন্য পঠনপাঠনকে প্রথাগত শিক্ষার চেনা গণ্ডির বাইরে বের করে আনতে হবে ৷ যাতে পড়ুয়ারা তাঁদের পছন্দ বিষয় নিয়ে সাবলীলভাবে চর্চা করতে পারেন ৷ ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের উদ্দেশ্যে এই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

‘অ্য়াসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ অ্যান্ড ন্যাশনাল সেমিনার অফ ভাইস-চ্য়ান্সেলর্স’-এর 95তম বার্ষিক সম্মেলনের অনুষ্ঠানে একটি ভিডিয়ো বার্তা দেন মোদি ৷ সেখানেই প্রথাগত শিক্ষার বাইরে গিয়ে ভাবনাচিন্তা করার জন্য উপাচার্যদের আহ্বান জানান তিনি ৷ অনুষ্ঠানটির উদ্যোক্তা ছিল আহমেদাবাদের ডাঃ বাবাসাহেব আম্বেদকর মুক্ত বিশ্ববিদ্যালয় ৷

বুধবার ছিল ডাঃ আম্বেদকরের 130তম জন্মজয়ন্তী ৷ সেই উপলক্ষ্যে বাবাসাহেবের ভাবাদর্শ নিয়েও বেশ কিছুক্ষণ আলোচনা করেন মোদি ৷ তাঁর মতে, জ্ঞান, আত্মমর্যাদা এবং নম্রতাই ছিল আম্বেদকরের সবথেকে বড় পরিচয় ৷

এদিন তাঁর ভাষণে কেন্দ্রের নয়া শিক্ষা নীতি নিয়েও সরব হন প্রধানমন্ত্রী ৷ তাঁর মতে, প্রত্য়েকটি পড়ুয়াকে শিক্ষিত করে তোলার আগে তিনটি প্রশ্নের উত্তর পাওয়া খুব জরুরি ৷ প্রথমত, ওই পড়ুয়া কী করতে পারেন ? দ্বিতীয়ত, যদি ওই পড়ুয়া সঠিক সুযোগ পান, তাহলে কোন ক্ষেত্রে তাঁর সফল হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি ? এবং তৃতীয়ত, ওই পড়ুয়া নিজে কী করতে চাইছেন ?

আরও পড়ুন : শিক্ষা নিয়ে কেন্দ্রীয় নির্দেশিকার বিরোধিতা করে মোদিকে চিঠি মমতার

প্রধানমন্ত্রীর মতে, এই বিষয়গুলি জানার পরই সংশ্লিষ্ট পড়ুয়াকে তাঁর পছন্দের নির্দিষ্ট বিষয় নিয়ে পড়াশোনার সুযোগ করে দিতে হবে ৷ তবেই তিনি পারদর্শী হয়ে উঠবেন এবং জীবনে সফল হবেন ৷ আর এভাবেই গোটা দেশ সাফল্য আর উন্নয়নের পথে এগিয়ে চলবে ৷

নয়াদিল্লি, 14 এপ্রিল : জাতীয়স্তরে দেশের উন্নয়নের জন্য পঠনপাঠনকে প্রথাগত শিক্ষার চেনা গণ্ডির বাইরে বের করে আনতে হবে ৷ যাতে পড়ুয়ারা তাঁদের পছন্দ বিষয় নিয়ে সাবলীলভাবে চর্চা করতে পারেন ৷ ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের উদ্দেশ্যে এই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

‘অ্য়াসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ অ্যান্ড ন্যাশনাল সেমিনার অফ ভাইস-চ্য়ান্সেলর্স’-এর 95তম বার্ষিক সম্মেলনের অনুষ্ঠানে একটি ভিডিয়ো বার্তা দেন মোদি ৷ সেখানেই প্রথাগত শিক্ষার বাইরে গিয়ে ভাবনাচিন্তা করার জন্য উপাচার্যদের আহ্বান জানান তিনি ৷ অনুষ্ঠানটির উদ্যোক্তা ছিল আহমেদাবাদের ডাঃ বাবাসাহেব আম্বেদকর মুক্ত বিশ্ববিদ্যালয় ৷

বুধবার ছিল ডাঃ আম্বেদকরের 130তম জন্মজয়ন্তী ৷ সেই উপলক্ষ্যে বাবাসাহেবের ভাবাদর্শ নিয়েও বেশ কিছুক্ষণ আলোচনা করেন মোদি ৷ তাঁর মতে, জ্ঞান, আত্মমর্যাদা এবং নম্রতাই ছিল আম্বেদকরের সবথেকে বড় পরিচয় ৷

এদিন তাঁর ভাষণে কেন্দ্রের নয়া শিক্ষা নীতি নিয়েও সরব হন প্রধানমন্ত্রী ৷ তাঁর মতে, প্রত্য়েকটি পড়ুয়াকে শিক্ষিত করে তোলার আগে তিনটি প্রশ্নের উত্তর পাওয়া খুব জরুরি ৷ প্রথমত, ওই পড়ুয়া কী করতে পারেন ? দ্বিতীয়ত, যদি ওই পড়ুয়া সঠিক সুযোগ পান, তাহলে কোন ক্ষেত্রে তাঁর সফল হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি ? এবং তৃতীয়ত, ওই পড়ুয়া নিজে কী করতে চাইছেন ?

আরও পড়ুন : শিক্ষা নিয়ে কেন্দ্রীয় নির্দেশিকার বিরোধিতা করে মোদিকে চিঠি মমতার

প্রধানমন্ত্রীর মতে, এই বিষয়গুলি জানার পরই সংশ্লিষ্ট পড়ুয়াকে তাঁর পছন্দের নির্দিষ্ট বিষয় নিয়ে পড়াশোনার সুযোগ করে দিতে হবে ৷ তবেই তিনি পারদর্শী হয়ে উঠবেন এবং জীবনে সফল হবেন ৷ আর এভাবেই গোটা দেশ সাফল্য আর উন্নয়নের পথে এগিয়ে চলবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.