ETV Bharat / bharat

Budget Session 2023-24: বাজেট অধিবেশনের আগে আজ সর্বদল বৈঠক

author img

By

Published : Jan 30, 2023, 11:11 AM IST

আজ বেলা 12টা থেকে সর্বদল বৈঠক ডাকলেন কেন্দ্রীয় পরিষদীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী ৷ সংসদের অ্যানেক্স ভবনে এই বৈঠক হবে ৷ যেখানে এবারের বাজেট অধিবেশনের (Parliaments Budget Session 2023-24) সম্ভাব্য বিষয়গুলি নিয়ে দু’তরফের মধ্যে আলোচনা হবে ৷

Budget Session 2023-24 ETV BHARAT
Budget Session 2023-24

নয়াদিল্লি, 30 জানুয়ারি: আগামিকাল বাজেট অধিবেশন শুরু হচ্ছে ৷ তার আগে আজ সংসদে সর্বদল বৈঠক ৷ এই বৈঠকে কেন্দ্রের বিজেপি সরকারের নেতৃত্ব শরিক ও বিরোধী দলগুলি অংশ নেবে ৷ সেখানে আসন্ন বাজেট অধিবেশনের সব কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য রাজনৈতিক দলগুলির কাছে সহযোগিতা চাওয়া হবে ৷ কেন্দ্রের পরিষদীয় মন্ত্রী প্রহ্লাদ জোশীর এই সর্বদল বৈঠক ডেকেছেন (All Party Meeting to be Held Today Ahead of Parliaments Budget Session) ৷ বেলা 12টায় সংসদের অ্যানেক্স ভবন এই বৈঠক হবে বলে জানা গিয়েছে ৷

সর্বদল বৈঠকে মূলত, বিরোধী দলগুলি তাঁদের সম্ভাব্য আলোচনার বিষয়গুলি কেন্দ্রীয় পরিষদীয় মন্ত্রীর কাছে উত্থাপন করেন ৷ সেই বিষয়গুলি নিয়ে সংসদের দুই কক্ষে আলোচনার জন্য আর্জি জানানো হবে ৷ আজকের সর্বদল বৈঠকের পর, এনডিএ সরকারের সব শরিক দলগুলি বিকেলে নিজেদের মধ্যে বৈঠক করবে ৷ সেখানে মূলত সরকার যে বিলগুলি পেশ করতে চাইছে, তা পাশ করানো এবং বিভিন্ন ইস্যুতে বিরোধীদের আক্রমণকে কোন পথে সামাল দেওয়া হবে, তা নিয়ে আলোচনা হবে ৷

তবে, বাজেট অধিবেশন অধিকাংশটাই পেশ হওয়া বাজেটের গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়েই আলোচনা এবং প্রস্তাবনাগুলি পাশ করানো হয় ৷ বাজেট অধিবেশনে কেন্দ্রের আর্থিক পরিকল্পনাকে বাস্তব রূপ দেওয়া হয় ৷ ঘোষিত বাজেটগুলিকে পাশ করানো হয় সংসদের দুই কক্ষে ৷ গত কয়েক বছরের মতো এবারেও দু’ভাগে হবে বাজেট অধিবেশন ৷ প্রথম অর্ধের বাজেট অধিবেশন 31 জানুয়ারি থেকে শুরু হবে ৷ চলবে 13 ফেব্রুয়ারি পর্যন্ত ৷ মাঝে 1 মাসের বিরতি থাকবে ৷ এই সময় ত্রিপুরা-সহ দেশের কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন সম্পন্ন হবে ৷

আরও পড়ুন: দেশকে বিকল্প দৃষ্টিভঙ্গির সন্ধান দিয়েছে ভারত জোড়ো যাত্রা, দাবি রাহুলের

দ্বিতীয় দফার অধিবেশন শুরু হবে মার্চ মাসের 13 তারিখ থেকে ৷ চলবে 6 এপ্রিল পর্যন্ত ৷ উল্লেখ্য, দ্বিতীয় দফার অধিবেশন 25 দিন ধরে চলবে (শনি ও রবিবার বাদে) ৷ অতীতে এত দীর্ঘ সময় বাজেটের দ্বিতীয় অর্ধের অধিবেশন চলেনি ৷ সংবাদ সংস্থা এএনআই এর প্রকাশিত খবর অনুযায়ী, অধিবেশনের দ্বিতীয় অর্ধে বাজেটে পেশ হওয়া অধিকাংশ আর্থিক প্রস্তাবগুলির বিল পাশ করানো হবে সংসদের দুই কক্ষে ৷

নয়াদিল্লি, 30 জানুয়ারি: আগামিকাল বাজেট অধিবেশন শুরু হচ্ছে ৷ তার আগে আজ সংসদে সর্বদল বৈঠক ৷ এই বৈঠকে কেন্দ্রের বিজেপি সরকারের নেতৃত্ব শরিক ও বিরোধী দলগুলি অংশ নেবে ৷ সেখানে আসন্ন বাজেট অধিবেশনের সব কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য রাজনৈতিক দলগুলির কাছে সহযোগিতা চাওয়া হবে ৷ কেন্দ্রের পরিষদীয় মন্ত্রী প্রহ্লাদ জোশীর এই সর্বদল বৈঠক ডেকেছেন (All Party Meeting to be Held Today Ahead of Parliaments Budget Session) ৷ বেলা 12টায় সংসদের অ্যানেক্স ভবন এই বৈঠক হবে বলে জানা গিয়েছে ৷

সর্বদল বৈঠকে মূলত, বিরোধী দলগুলি তাঁদের সম্ভাব্য আলোচনার বিষয়গুলি কেন্দ্রীয় পরিষদীয় মন্ত্রীর কাছে উত্থাপন করেন ৷ সেই বিষয়গুলি নিয়ে সংসদের দুই কক্ষে আলোচনার জন্য আর্জি জানানো হবে ৷ আজকের সর্বদল বৈঠকের পর, এনডিএ সরকারের সব শরিক দলগুলি বিকেলে নিজেদের মধ্যে বৈঠক করবে ৷ সেখানে মূলত সরকার যে বিলগুলি পেশ করতে চাইছে, তা পাশ করানো এবং বিভিন্ন ইস্যুতে বিরোধীদের আক্রমণকে কোন পথে সামাল দেওয়া হবে, তা নিয়ে আলোচনা হবে ৷

তবে, বাজেট অধিবেশন অধিকাংশটাই পেশ হওয়া বাজেটের গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়েই আলোচনা এবং প্রস্তাবনাগুলি পাশ করানো হয় ৷ বাজেট অধিবেশনে কেন্দ্রের আর্থিক পরিকল্পনাকে বাস্তব রূপ দেওয়া হয় ৷ ঘোষিত বাজেটগুলিকে পাশ করানো হয় সংসদের দুই কক্ষে ৷ গত কয়েক বছরের মতো এবারেও দু’ভাগে হবে বাজেট অধিবেশন ৷ প্রথম অর্ধের বাজেট অধিবেশন 31 জানুয়ারি থেকে শুরু হবে ৷ চলবে 13 ফেব্রুয়ারি পর্যন্ত ৷ মাঝে 1 মাসের বিরতি থাকবে ৷ এই সময় ত্রিপুরা-সহ দেশের কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন সম্পন্ন হবে ৷

আরও পড়ুন: দেশকে বিকল্প দৃষ্টিভঙ্গির সন্ধান দিয়েছে ভারত জোড়ো যাত্রা, দাবি রাহুলের

দ্বিতীয় দফার অধিবেশন শুরু হবে মার্চ মাসের 13 তারিখ থেকে ৷ চলবে 6 এপ্রিল পর্যন্ত ৷ উল্লেখ্য, দ্বিতীয় দফার অধিবেশন 25 দিন ধরে চলবে (শনি ও রবিবার বাদে) ৷ অতীতে এত দীর্ঘ সময় বাজেটের দ্বিতীয় অর্ধের অধিবেশন চলেনি ৷ সংবাদ সংস্থা এএনআই এর প্রকাশিত খবর অনুযায়ী, অধিবেশনের দ্বিতীয় অর্ধে বাজেটে পেশ হওয়া অধিকাংশ আর্থিক প্রস্তাবগুলির বিল পাশ করানো হবে সংসদের দুই কক্ষে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.