ETV Bharat / bharat

শীতকালীন অধিবেশনের আগে সংসদে সর্বদলীয় বৈঠক - মহুয়া মৈত্র

All Party Meeting at Parliament: সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন । শনিবার নয়াদিল্লিতে সংসদ ভবনে এই বিষয়ে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয় । বৈঠকে শীতকালীন অধিবেশনের প্রধান আলোচ্যসূচি নিয়ে আলোচনা হয় ।

Parliament
Parliament
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 2, 2023, 2:50 PM IST

নয়াদিল্লি, 2 ডিসেম্বর: আগামী সোমবার থেকে সংসদে শুরু হতে চলেছে শীতকালীন অধিবেশন ৷ তার আগে শনিবার সংসদের লাইব্রেরি ভবনে অনুষ্ঠিত হল সর্বদলীয় বৈঠক ৷ কেন্দ্রীয় সরকারের সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশীর ডাকা সেই বৈঠকে আসন্ন অধিবেশনের বিষয়ে আলোচনা হয় ৷

সর্বদলীয় বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল, আইন ও বিচার মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল, কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী প্রহাদ জোশী-সহ আরও অনেক নেতা । কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ, সাংসদ প্রমোদ তিওয়ারি এবং গৌরব গগৈও উপস্থিত ছিলেন ।

এবার সংসদের শীতকালীন অধিবেশন চলবে আগামী 22 ডিসেম্বর পর্যন্ত ৷ এর মধ্যে 15 দিন সংসদের দুই কক্ষ, লোকসভা ও রাজ্যসভায় অধিবেশন বসবে ৷ সাধারণত অধিবেশন শুরুর আগের দিন সর্বদলীয় বৈঠক ডাকা হয় ৷ কিন্তু রবিবার পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হবে ৷ সেই কারণে, একদিন আগেই এই বৈঠক হল ৷

  • #WATCH | Delhi: An all-party meeting is underway at the Parliament Library building, ahead of the winter session of Parliament.

    The winter session of Parliament, 2023 will begin from December 4 and continue till December 22. pic.twitter.com/PSwDtGFyPk

    — ANI (@ANI) December 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এবার শীতকালীন অধিবেশনে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে ৷ তার মধ্যে অন্যতম হল ভারতীয় দণ্ড সংহিতা ৷ ব্রিটিশ আমলের ফৌজদারি আইনের বদলে এই দণ্ড সংহিতা আনতে চলেছে সরকার ৷ এছাড়া সংসদে পাশ না হওয়া 37টি বিল পড়ে রয়েছে ৷ এর মধ্যে 12টি বিল বিবেচনা ও পাশের জন্য তালিকাভুক্ত করা হয়েছে । সাতটি বিল পেশ, বিবেচনা ও পাশের জন্য তালিকাভুক্ত করা হয়েছে ।

তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু সম্ভবত মহুয়া মৈত্রর সাংসদ পদ নিয়ে কী হবে, সেই বিষয়টি ৷ কারণ, এথিক্স কমিটি ইতিমধ্যেই মহুয়া মৈত্রকে বহিষ্কারের সুপারিশ করেছে ৷ কমিটির রিপোর্ট প্রথমদিনই পেশ করার কথা ৷ সেই রিপোর্ট মেনে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রকে বহিষ্কার করলে এই নিয়ে হইচই হবে ৷

আরও পড়ুন:

  1. মহুয়া মৈত্রকে বহিষ্কার অত্যন্ত গুরুতর শাস্তি হতে পারে, লোকসভার অধ্যক্ষকে চিঠি অধীরের
  2. মিজোরামে ভোটের ফল প্রকাশ হচ্ছে না রবিবার, সিদ্ধান্ত কমিশনের
  3. এবারও 'হাত'ছাড়া মধ্যপ্রদেশ, পদ্ম ফুটছে পুষ্করে ! পাঁচ রাজ্যে এক্সিট পোলে বড় চমক

নয়াদিল্লি, 2 ডিসেম্বর: আগামী সোমবার থেকে সংসদে শুরু হতে চলেছে শীতকালীন অধিবেশন ৷ তার আগে শনিবার সংসদের লাইব্রেরি ভবনে অনুষ্ঠিত হল সর্বদলীয় বৈঠক ৷ কেন্দ্রীয় সরকারের সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশীর ডাকা সেই বৈঠকে আসন্ন অধিবেশনের বিষয়ে আলোচনা হয় ৷

সর্বদলীয় বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল, আইন ও বিচার মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল, কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী প্রহাদ জোশী-সহ আরও অনেক নেতা । কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ, সাংসদ প্রমোদ তিওয়ারি এবং গৌরব গগৈও উপস্থিত ছিলেন ।

এবার সংসদের শীতকালীন অধিবেশন চলবে আগামী 22 ডিসেম্বর পর্যন্ত ৷ এর মধ্যে 15 দিন সংসদের দুই কক্ষ, লোকসভা ও রাজ্যসভায় অধিবেশন বসবে ৷ সাধারণত অধিবেশন শুরুর আগের দিন সর্বদলীয় বৈঠক ডাকা হয় ৷ কিন্তু রবিবার পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হবে ৷ সেই কারণে, একদিন আগেই এই বৈঠক হল ৷

  • #WATCH | Delhi: An all-party meeting is underway at the Parliament Library building, ahead of the winter session of Parliament.

    The winter session of Parliament, 2023 will begin from December 4 and continue till December 22. pic.twitter.com/PSwDtGFyPk

    — ANI (@ANI) December 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এবার শীতকালীন অধিবেশনে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে ৷ তার মধ্যে অন্যতম হল ভারতীয় দণ্ড সংহিতা ৷ ব্রিটিশ আমলের ফৌজদারি আইনের বদলে এই দণ্ড সংহিতা আনতে চলেছে সরকার ৷ এছাড়া সংসদে পাশ না হওয়া 37টি বিল পড়ে রয়েছে ৷ এর মধ্যে 12টি বিল বিবেচনা ও পাশের জন্য তালিকাভুক্ত করা হয়েছে । সাতটি বিল পেশ, বিবেচনা ও পাশের জন্য তালিকাভুক্ত করা হয়েছে ।

তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু সম্ভবত মহুয়া মৈত্রর সাংসদ পদ নিয়ে কী হবে, সেই বিষয়টি ৷ কারণ, এথিক্স কমিটি ইতিমধ্যেই মহুয়া মৈত্রকে বহিষ্কারের সুপারিশ করেছে ৷ কমিটির রিপোর্ট প্রথমদিনই পেশ করার কথা ৷ সেই রিপোর্ট মেনে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রকে বহিষ্কার করলে এই নিয়ে হইচই হবে ৷

আরও পড়ুন:

  1. মহুয়া মৈত্রকে বহিষ্কার অত্যন্ত গুরুতর শাস্তি হতে পারে, লোকসভার অধ্যক্ষকে চিঠি অধীরের
  2. মিজোরামে ভোটের ফল প্রকাশ হচ্ছে না রবিবার, সিদ্ধান্ত কমিশনের
  3. এবারও 'হাত'ছাড়া মধ্যপ্রদেশ, পদ্ম ফুটছে পুষ্করে ! পাঁচ রাজ্যে এক্সিট পোলে বড় চমক
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.