ETV Bharat / bharat

Ashok Gehlot Cabinet Resigned : রাজস্থানে গেহলত মন্ত্রিসভা থেকে পদত্যাগ সমস্ত মন্ত্রীর - রাজস্থানে গেহলত মন্ত্রিসভা থেকে পদত্যাগ সমস্ত মন্ত্রীর

মনে করা হচ্ছে মন্ত্রী পদ নিয়ে দলের অন্দরের ক্ষোভ মেটাতেই দিল্লিতে কংগ্রেস শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনার পর এই মন্ত্রীদের পদত্যাগের নির্দেশ দেন অশোক গেহলত ৷

Ashok Gehlot Cabinet
রাজস্থানে গেহলত মন্ত্রিসভা থেকে পদত্যাগ সমস্ত মন্ত্রীর
author img

By

Published : Nov 20, 2021, 11:02 PM IST

জয়পুর, 20 নভেম্বর : রবিবার হবে রাজস্থানের অশোক গেহলত (Ashok Gehlot ) মন্ত্রিসভা (Cabinet)-এর সম্প্রসারণ ৷ তার আগে শনিবার একসঙ্গে পদত্যাগ করলেন রাজস্থানের সমস্ত মন্ত্রী ৷

জানা গিয়েছে, এদিন দুপুরে একটি বৈঠক হয় রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলতের বাড়িতে ৷ সেই বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেসের কেন্দ্রীয় পর্যবেক্ষক অজয় মাকেনও ৷ সেই বৈঠকেই পদত্যাগ করতে বলা হয় মন্ত্রীদের ৷ সেখানেই মুখ্যমন্ত্রী গেহলতের হাতে পদত্যাপত্র তুলে দেন মন্ত্রীরা ৷ অশোক গেহলত মন্ত্রিসভায় এতদিন 21 জন মন্ত্রী ছিলেন ৷ প্রয়োজনে আরও 9 মন্ত্রীকে নিজের মন্ত্রিসভায় নিতে পারেন গেহলত ৷

আরও পড়ুন : Rahul Gandhi on Chinese Occupation : এবার চিনা দখলদারির সত্যতাও মেনে নেওয়া উচিত কেন্দ্রের, দাবি রাহুলের

মনে করা হচ্ছে, মন্ত্রী পদ নিয়ে দলের অন্দরের ক্ষোভ মেটাতেই দিল্লিতে কংগ্রেস শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নিয়েছেন অশোক গেহলত ৷ রবিবার বিকেল 4টেয় রাজভবনে রাজস্থানের মন্ত্রিসভার সম্প্রসারণ হওয়ার কথা৷ সেখানে শচীন পাইলট ঘনিষ্ঠ একাধিক বিধায়ক দেওয়া হতে পারে নতুন মন্ত্রীর পদ ৷

রবিবার সকালে ফের একবার দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠকে বসার কথা গেহলতের৷ সেখানে অজয় মাকেনও উপস্থিত থাকবেন বলে খবর ৷

জয়পুর, 20 নভেম্বর : রবিবার হবে রাজস্থানের অশোক গেহলত (Ashok Gehlot ) মন্ত্রিসভা (Cabinet)-এর সম্প্রসারণ ৷ তার আগে শনিবার একসঙ্গে পদত্যাগ করলেন রাজস্থানের সমস্ত মন্ত্রী ৷

জানা গিয়েছে, এদিন দুপুরে একটি বৈঠক হয় রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলতের বাড়িতে ৷ সেই বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেসের কেন্দ্রীয় পর্যবেক্ষক অজয় মাকেনও ৷ সেই বৈঠকেই পদত্যাগ করতে বলা হয় মন্ত্রীদের ৷ সেখানেই মুখ্যমন্ত্রী গেহলতের হাতে পদত্যাপত্র তুলে দেন মন্ত্রীরা ৷ অশোক গেহলত মন্ত্রিসভায় এতদিন 21 জন মন্ত্রী ছিলেন ৷ প্রয়োজনে আরও 9 মন্ত্রীকে নিজের মন্ত্রিসভায় নিতে পারেন গেহলত ৷

আরও পড়ুন : Rahul Gandhi on Chinese Occupation : এবার চিনা দখলদারির সত্যতাও মেনে নেওয়া উচিত কেন্দ্রের, দাবি রাহুলের

মনে করা হচ্ছে, মন্ত্রী পদ নিয়ে দলের অন্দরের ক্ষোভ মেটাতেই দিল্লিতে কংগ্রেস শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নিয়েছেন অশোক গেহলত ৷ রবিবার বিকেল 4টেয় রাজভবনে রাজস্থানের মন্ত্রিসভার সম্প্রসারণ হওয়ার কথা৷ সেখানে শচীন পাইলট ঘনিষ্ঠ একাধিক বিধায়ক দেওয়া হতে পারে নতুন মন্ত্রীর পদ ৷

রবিবার সকালে ফের একবার দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠকে বসার কথা গেহলতের৷ সেখানে অজয় মাকেনও উপস্থিত থাকবেন বলে খবর ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.