ETV Bharat / bharat

Special Parliament Session: 'কান্নাকাটির অনেক সময় পাবেন,' পুরনো সংসদের শেষ দিনে বিরোধীদের কটাক্ষ মোদির

PM Narendra Modi Speech in Special Parliament Session: বিশেষ সংসদীয় অধিবেশনে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ পুরনো সংসদ ভবনের শেষ অধিবেশন থেকে কী বার্তা মোদির ? সে দিকেই নজর রাজনৈতিক মহলের ৷

Special Parliament Session ETV BHARAT
Special Parliament Session
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 18, 2023, 11:12 AM IST

Updated : Sep 18, 2023, 1:21 PM IST

নয়াদিল্লি, 18 সেপ্টেম্বর: সংসদে পাঁচদিনের বিশেষ অধিবেশন শুরুর আগে নাম না করেই বিরোধীদের খোঁচা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ‘ছোট্ট অধিবেশন’-এ কান্নাকাটি না করার পরামর্শ দিলেন তিনি ৷ সেই সঙ্গে উল্লেখ করলেন ৷ এই অধিবেশন ঐতিহাসিক সিদ্ধান্তকে কার্যকর করার জন্য ডাকা হয়েছে ৷ তবে, কী সেই ঐতিহাসিক সিদ্ধান্ত তা জানাননি মোদি ৷ সংসদীয় বিশেষজ্ঞদের মতে, সংবিধানের 1 নং ধারায় উল্লেখ থাকা ‘ইন্ডিয়া দ্যাট ইজ ভারত’, এই শব্দবন্ধনীকে বদলে শুধুমাত্র ‘ভারত’ করার সিদ্ধান্তকেই ঐতিহাসিক বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী ৷

এ দিন সংসদে ঢোকার আগে প্রধানমন্ত্রী বিরোধী শিবিরকে নাম না করেই হালকা খোঁচা দেন ৷ তিনি বলেন, ‘‘ছোট্ট অধিবেশন ৷ এটা ঐতিহাসিক সিদ্ধান্তের অধিবেশন ৷ আমি সকলকে বলব এই অধিবেশন কান্নাকাটি করবেন না ৷ এর জন্য অনেক সময় পাবেন ৷’’ পাঁচদিনের বিশেষ অধিবেশনে এনমডিএ সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত কী ? সেই দিকেই নজর রয়েছে সকলের ৷ আর সকলের মতে, বিশ্বের সবচেয়ে বৃহৎ সংসদীয় গণতন্ত্রের নাম থেকে ‘ইন্ডিয়া’ শব্দটিকে চিরতরে সরিয়ে দেওয়ার জন্যই এই বিশেষ অধিবেশন ৷

তবে, আরও একটি বিষয় রয়েছে ৷ যা 2019 লোকসভা ভোটে বিজেপির নির্বাচনী ইস্তেহারে উল্লেখ করা হয়েছিল ৷ তা হল, সংসদীয় গণতন্ত্রে আলাদা নির্বাচন হবে না ৷ বদলে ‘এক দেশ, এক ভোট’ এর প্রচলনের কথা শুরু থেকে বলে আসছে কেন্দ্রের শাসকদল ৷ আগামিকাল নয়া সংসদ ভবনে এই ‘এক দেশ, এক ভোট’ চালু করতে সংশোধনী পেশ করা হতে পারে বলে অনুমান সংসদীয় বিশেষজ্ঞদের একাংশের ৷ যাই হোক না কেন, 5 দিনের এই বিশেষ অধিবেশন ঘটনাবহুল হতে চলেছে ৷

আরও পড়ুন: বিদায় পুরনো সংসদ ভবন, 10 মহিলা সাংসদের আবেগী বার্তা

শনিবার সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী রবিবার বলেছিলেন, ‘‘পুরনো সংসদ থেকে 75 বছরের সংসদীয় যাত্রা শুরু হয়েছিল ৷ যেখানে সাফল্য, অভিজ্ঞতা, স্মৃতি ও শিক্ষা নিয়ে বহু আলোচনা হয়েছে ৷’’ রবিবার নয়া সংসদ ভবনের উপরে ‘গজ দ্বারে’ জাতীয় পতাকা উত্তোলন করেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় ৷ সেখানে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা উপস্থিত ছিলেন ৷

নয়াদিল্লি, 18 সেপ্টেম্বর: সংসদে পাঁচদিনের বিশেষ অধিবেশন শুরুর আগে নাম না করেই বিরোধীদের খোঁচা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ‘ছোট্ট অধিবেশন’-এ কান্নাকাটি না করার পরামর্শ দিলেন তিনি ৷ সেই সঙ্গে উল্লেখ করলেন ৷ এই অধিবেশন ঐতিহাসিক সিদ্ধান্তকে কার্যকর করার জন্য ডাকা হয়েছে ৷ তবে, কী সেই ঐতিহাসিক সিদ্ধান্ত তা জানাননি মোদি ৷ সংসদীয় বিশেষজ্ঞদের মতে, সংবিধানের 1 নং ধারায় উল্লেখ থাকা ‘ইন্ডিয়া দ্যাট ইজ ভারত’, এই শব্দবন্ধনীকে বদলে শুধুমাত্র ‘ভারত’ করার সিদ্ধান্তকেই ঐতিহাসিক বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী ৷

এ দিন সংসদে ঢোকার আগে প্রধানমন্ত্রী বিরোধী শিবিরকে নাম না করেই হালকা খোঁচা দেন ৷ তিনি বলেন, ‘‘ছোট্ট অধিবেশন ৷ এটা ঐতিহাসিক সিদ্ধান্তের অধিবেশন ৷ আমি সকলকে বলব এই অধিবেশন কান্নাকাটি করবেন না ৷ এর জন্য অনেক সময় পাবেন ৷’’ পাঁচদিনের বিশেষ অধিবেশনে এনমডিএ সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত কী ? সেই দিকেই নজর রয়েছে সকলের ৷ আর সকলের মতে, বিশ্বের সবচেয়ে বৃহৎ সংসদীয় গণতন্ত্রের নাম থেকে ‘ইন্ডিয়া’ শব্দটিকে চিরতরে সরিয়ে দেওয়ার জন্যই এই বিশেষ অধিবেশন ৷

তবে, আরও একটি বিষয় রয়েছে ৷ যা 2019 লোকসভা ভোটে বিজেপির নির্বাচনী ইস্তেহারে উল্লেখ করা হয়েছিল ৷ তা হল, সংসদীয় গণতন্ত্রে আলাদা নির্বাচন হবে না ৷ বদলে ‘এক দেশ, এক ভোট’ এর প্রচলনের কথা শুরু থেকে বলে আসছে কেন্দ্রের শাসকদল ৷ আগামিকাল নয়া সংসদ ভবনে এই ‘এক দেশ, এক ভোট’ চালু করতে সংশোধনী পেশ করা হতে পারে বলে অনুমান সংসদীয় বিশেষজ্ঞদের একাংশের ৷ যাই হোক না কেন, 5 দিনের এই বিশেষ অধিবেশন ঘটনাবহুল হতে চলেছে ৷

আরও পড়ুন: বিদায় পুরনো সংসদ ভবন, 10 মহিলা সাংসদের আবেগী বার্তা

শনিবার সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী রবিবার বলেছিলেন, ‘‘পুরনো সংসদ থেকে 75 বছরের সংসদীয় যাত্রা শুরু হয়েছিল ৷ যেখানে সাফল্য, অভিজ্ঞতা, স্মৃতি ও শিক্ষা নিয়ে বহু আলোচনা হয়েছে ৷’’ রবিবার নয়া সংসদ ভবনের উপরে ‘গজ দ্বারে’ জাতীয় পতাকা উত্তোলন করেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় ৷ সেখানে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা উপস্থিত ছিলেন ৷

Last Updated : Sep 18, 2023, 1:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.