নয়াদিল্লি, 27 অগস্ট: আগামী 2024-এর লোকসভা নির্বাচনের এখনও মাস ছয়েক বাকি, তার আগেই অবশ্য নিজেদের মতো করে ঘর গোছাতে শুরু করে দিয়েছে সব পক্ষই ৷ এখন থেকেই উত্তপ্ত হয়ে উঠছে দেশের রাজনৈতিক পরিবেশ ৷ এর মাঝেই রাজনৈতিক মহলের সব পক্ষের চোখ মুম্বইয়ে বিরোধী জোট 'ইন্ডিয়া'র বৈঠকের দিকে রয়েছে ৷ যেখানে জোটের লোগো উন্মোচন হওয়ার সম্ভাবনা যেমন রয়েছে তেমনই আসন সমঝোতা-সহ ভোট রণকৌশলগত বিষয়গুলি নিয়েও আলোচনা হতে চলেছে ৷
31 অগস্ট আরও কিছু আঞ্চলিক দল মুম্বইয়ে 'ইন্ডিয়া' জোটে যোগ দিলে 26 দলের বিরোধী জোট সম্প্রসারিত হওয়ার কথাও রয়েছে ৷ কারণ বিরোধী দলের শীর্ষ নেতারা সাফ জানাচ্ছেন মুম্বইয়ে শুরু হওয়া দু’দিনের বৈঠকে আরও বেশ কয়েকটি দল যোগ দিতে পারে, যারা বর্তমানে এনডিএ-র শরিক ৷ এর আগে 'ইন্ডিয়া' জোটের প্রথম বৈঠকটি জুন মাসে পটনায় অনুষ্ঠিত হয় ৷ এরপর দ্বিতীয়টি জুলাইয়ের মাঝামাঝি বেঙ্গালুরুতে হয়। বেঙ্গালুরু কনক্লেভেই জোটের নাম চূড়ান্ত হয়েছিল ৷ ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স (ইন্ডিয়া) রাখা হয়। মুম্বই বৈঠকের আগে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার রবিবার জানিয়েছেন যে, আরও বেশ কয়েকটি রাজনৈতিক দল আসন্ন এই বিরোধী বৈঠকে যোগ দিতে পারে। যদিও জেডিইউ-এর তরফে বা নীতীশ কুমার নিজেও সম্ভাব্য অংশগ্রহণকারী দলগুলির নাম প্রকাশ করেননি ৷ তবে তিনি জানিয়েছেন, আসন ভাগাভাগির মতো নির্বাচন সংক্রান্ত পদ্ধতি নিয়ে আলোচনা হবে এই বৈঠকে ৷
এদিন নীতীশ কুমার বলেন, "আমরা মুম্বইয়ে আসন্ন বৈঠকে আগামী বছরের লোকসভা নির্বাচনের জন্য ইন্ডিয়া জোটের কৌশল নিয়ে আলোচনা করা হবে। আসন ভাগাভাগির মতো বিষয়গুলি নিয়েও আলোচনা করা হবে ৷ আরও কয়েকটি এজেন্ডা চূড়ান্ত হবে। আরও কিছু রাজনৈতিক দলগুলো আমাদের জোটে যোগ দেবে।" তাঁর আরও সংযোজন, "আমি 2024 সালের লোকসভা নির্বাচনের আগে সর্বাধিক সংখ্যক দলকে একত্রিত করতে চাই। আমি সেই দিকে লক্ষ্য কাজ করছি ৷ আমার নিজের জন্য কোনও ইচ্ছা নেই ৷"
সঞ্জয় রাউত গত সপ্তাহে জানিয়েছিলেন যে, নতুন রাজনৈতিক দলগুলি, বিশেষ করে উত্তর-পূর্ব ভারত থেকে কয়েকটি রাজনৈতিক দল দু'দিনের এই সমাবেশে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি জানান, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধি এবং রাহুল গান্ধি-সহ ইন্ডিয়া জোটের নেতারা মুম্বইয়ের হোটেল গ্র্যান্ড হায়াতে অনুষ্ঠিত হতে চলা জোটের তৃতীয় বৈঠকে অংশ নেবেন।
আরও পড়ুন: 'নির্দিষ্ট আকার কিংবা ওজন নেই', এনডিএ জোটকে অ্যামিবার সঙ্গে তুলনা উদ্ধবের
অন্যদিকে, কংগ্রেস নেতা মিলিন্দ দেওরা জানিয়েছেন, জোটের অংশীদারদের মধ্যে লোকসভা নির্বাচনের জন্য আসন ভাগাভাগি অনেক রাজ্যে কমবেশি চূড়ান্ত হয়েছে মাত্র ৷ কয়েকটি রাজ্যে আরও সময় প্রয়োজন। মুম্বইয়ের বৈঠকে আসন ভাগাভাগির পাশাপাশি একটি সমন্বয় কমিটি গঠন এবং জোটের আহ্বায়ক নিয়োগের বিষয়ে আলোচনা হতে পারে বলেও জানিয়েছেন দেওরা।