ETV Bharat / bharat

Husband Cut Off Wife Hand: স্ত্রীর এক হাত, দুই পা কেটে দিল মদ্যপ স্বামী ! - ধারাল অস্ত্র দিয়ে স্ত্রীর এক হাত ও দুই পা কেটে

যোগীরাজ্যে স্ত্রীর উপর হামলা চালাল এক মদ্যপ স্বামী । নির্মমভাবে স্ত্রীর এক হাত ও দুই পা কেটে ফেললেন তিনি । যুবতীর অবস্থা আশঙ্কাজনক । পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে ।

Husband Cut Off Wife Hand
স্ত্রীর এক হাত ও দুই পা কেটে দিল মদ্যপ স্বামী
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 24, 2023, 6:43 PM IST

রায়বেরেলি, 24 অক্টোবর: পারস্পরিক বিবাদের জের ৷ শ্বশুরবাড়িতে এসে ধারাল অস্ত্র দিয়ে স্ত্রীর এক হাত ও দুই পা কেটে দিল স্বামী। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের রায়বেরেলি জেলার সারেনি এলাকায় ৷ যুবতীর অবস্থা আশঙ্কাজনক ৷ তাঁকে জেলা হাসপাতালে ভরতি করা হয়েছে । অন্যদিকে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে ঘটনার তদন্ত নেমেছে পুলিশ ।

জানা গিয়েছে, সারেনি এলাকার রামখেদা গ্রামের মহাবীরের মেয়ে শিবকলার (27) সঙ্গে কানপুর জেলার ঝাকড়কাটির বাসিন্দা বাসুদেবের ছেলে কপিলের বিয়ে হয়েছিল । বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ লেগেই থাকত । এতে অতিষ্ঠ হয়ে শিবকলা শেষমেশ তাঁর মায়ের বাড়িতে চলে আসেন । সেখানেই এখন থাকেন তিনি ৷ রবিবার রাতে মদ খেয়ে নেশাগ্রস্ত হয়ে স্ত্রীর কাছে শ্বশুরবাড়িতে পৌঁছন কপিল । এরপর ভোর চারটার দিকে স্ত্রীর সঙ্গে ঝগড়া শুরু হয় তাঁর । সেসময় স্ত্রী প্রতিবাদ করলে তিনি ধারাল অস্ত্র দিয়ে তাঁর এক হাত ও দুই পা কেটে দেন বলে অভিযোগ । শিবকলার চিৎকারে শুনে ঘটনাস্থলে ছুটে আসে পরিবার-সহ আশপাশের লোকজন ৷ তারাই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ৷ প্রথমে তাঁকে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয় ৷

আরও পড়ুন: পণের দাবিতে অত্যাচার ! স্ত্রীকে তিন তলা থেকে 'ধাক্কা' স্বামীর

তবে যুবতীর প্রচুর রক্তক্ষরণ হয়েছে ৷ ফলে তাঁর অবস্থা গুরুতর হয়ে যায় ৷ পরে তাঁকে জেলা হাসপাতালে নিয়ে যায় পরিবার । জেলা হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক অনুরাগ শুক্লা জানিয়েছেন, আশঙ্কাজনক অবস্থায় তাঁকে সিএইচসি ভোজপুরে রেফার করা হয়েছে । পরিবারের সদস্যরা জানান, শিবকলাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করার চেষ্টা করেছে তাঁর স্বামী । মহিলার অবস্থা শোচনীয় এবং তিনি বর্তমানে চিকিৎসাধীন । সিও লালগঞ্জ জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করা হয়েছে ।

রায়বেরেলি, 24 অক্টোবর: পারস্পরিক বিবাদের জের ৷ শ্বশুরবাড়িতে এসে ধারাল অস্ত্র দিয়ে স্ত্রীর এক হাত ও দুই পা কেটে দিল স্বামী। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের রায়বেরেলি জেলার সারেনি এলাকায় ৷ যুবতীর অবস্থা আশঙ্কাজনক ৷ তাঁকে জেলা হাসপাতালে ভরতি করা হয়েছে । অন্যদিকে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে ঘটনার তদন্ত নেমেছে পুলিশ ।

জানা গিয়েছে, সারেনি এলাকার রামখেদা গ্রামের মহাবীরের মেয়ে শিবকলার (27) সঙ্গে কানপুর জেলার ঝাকড়কাটির বাসিন্দা বাসুদেবের ছেলে কপিলের বিয়ে হয়েছিল । বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ লেগেই থাকত । এতে অতিষ্ঠ হয়ে শিবকলা শেষমেশ তাঁর মায়ের বাড়িতে চলে আসেন । সেখানেই এখন থাকেন তিনি ৷ রবিবার রাতে মদ খেয়ে নেশাগ্রস্ত হয়ে স্ত্রীর কাছে শ্বশুরবাড়িতে পৌঁছন কপিল । এরপর ভোর চারটার দিকে স্ত্রীর সঙ্গে ঝগড়া শুরু হয় তাঁর । সেসময় স্ত্রী প্রতিবাদ করলে তিনি ধারাল অস্ত্র দিয়ে তাঁর এক হাত ও দুই পা কেটে দেন বলে অভিযোগ । শিবকলার চিৎকারে শুনে ঘটনাস্থলে ছুটে আসে পরিবার-সহ আশপাশের লোকজন ৷ তারাই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ৷ প্রথমে তাঁকে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয় ৷

আরও পড়ুন: পণের দাবিতে অত্যাচার ! স্ত্রীকে তিন তলা থেকে 'ধাক্কা' স্বামীর

তবে যুবতীর প্রচুর রক্তক্ষরণ হয়েছে ৷ ফলে তাঁর অবস্থা গুরুতর হয়ে যায় ৷ পরে তাঁকে জেলা হাসপাতালে নিয়ে যায় পরিবার । জেলা হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক অনুরাগ শুক্লা জানিয়েছেন, আশঙ্কাজনক অবস্থায় তাঁকে সিএইচসি ভোজপুরে রেফার করা হয়েছে । পরিবারের সদস্যরা জানান, শিবকলাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করার চেষ্টা করেছে তাঁর স্বামী । মহিলার অবস্থা শোচনীয় এবং তিনি বর্তমানে চিকিৎসাধীন । সিও লালগঞ্জ জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.