শ্রীনগর,18 জুন: পরপর পাঁচটি ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর থেকে শুরু করে লাদাখ। মাত্র 24 ঘণ্টার মধ্যে এই পাঁচটি ভূমিকম্প ঘিরে উপত্যকার বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সঞ্চার হয়েছে। নজর রাখছে প্রশাসনও। বিভিন্ন দফতরেপর সঙ্গে সমন্বয় রেখে পরিস্থিতি ঠিক কী তা জানার কাজ শুরু হয়েছে।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, কোনও ভূমিকম্পই তেমন প্রবল নয়। রিখটার স্কেলে প্রতিটিরই কম্পনের মাত্রা ছিল 4.1 থেকে 4.3-এর আশপাশে। আর তার জেরেই ক্ষয়ক্ষতির তেমন আশঙ্কা করছে না প্রশাসন। প্রথম ভূমিকম্পটি হয় শনিবার দুপুর দুটো নাগাদ । রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 4.1। উপত্যকার রামবান-সহ কয়েকটি এলাকার কম্পন অনুভূত হয়।
-
Earthquake of Magnitude:4.1, Occurred on 18-06-2023, 03:50:29 IST, Lat: 32.96 & Long: 75.79, Depth: 11 Km ,Location: 80km E of Katra, Jammu and Kashmir, India https://t.co/5k0EwqqWWq@ndmaindia @Indiametdept @Dr_Mishra1966 @KirenRijiju pic.twitter.com/rCEBK7VPKq
— National Center for Seismology (@NCS_Earthquake) June 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Earthquake of Magnitude:4.1, Occurred on 18-06-2023, 03:50:29 IST, Lat: 32.96 & Long: 75.79, Depth: 11 Km ,Location: 80km E of Katra, Jammu and Kashmir, India https://t.co/5k0EwqqWWq@ndmaindia @Indiametdept @Dr_Mishra1966 @KirenRijiju pic.twitter.com/rCEBK7VPKq
— National Center for Seismology (@NCS_Earthquake) June 17, 2023Earthquake of Magnitude:4.1, Occurred on 18-06-2023, 03:50:29 IST, Lat: 32.96 & Long: 75.79, Depth: 11 Km ,Location: 80km E of Katra, Jammu and Kashmir, India https://t.co/5k0EwqqWWq@ndmaindia @Indiametdept @Dr_Mishra1966 @KirenRijiju pic.twitter.com/rCEBK7VPKq
— National Center for Seismology (@NCS_Earthquake) June 17, 2023
এরপর রাতে বিভিন্ন সময় আরও চারবার কাশ্মীর থেকে শুরু করে লাদাখের বিভিন্ন জায়গায় কম্পন অনুভূত হয়। বেশি রাতে বারবার এই ধরনের ঘটনায় বিভিন্ন মহলে আতঙ্কের সঞ্চার হয়। তবে তার খানিকটা আগে রাত পৌনে দশটা নাগাদ লাদাখে আরেকটি কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 4.5।
আরও পড়ুন: সাতসকালে কাঁপল অরুণাচলের পশ্চিম কামেং
এর দিন সাতেক আগে অরুণাচলের পশ্চিম কামেং জেলায় ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 6.34 । তাতে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পাশাপাশি গোটা পৃথিবীতেই সাম্প্রতিক অতীতে বেশ কয়েকটি বড় ভূমিকম্পের খবর মিলেছে। কয়েক মাস আগের তুরস্কের ভূমিকম্পে প্রায় 50 হাজার মানুষের গিয়েছিল। এবপর সিরিয়া থেকে শুরু করে নিউজিল্যান্ডেও বারবার ভূমিকম্প হয়েছে। খোদ ভারতের উত্তারংশেও একাধিক ভূমিকম্পের ঘটনা ঘটেছে ।