ETV Bharat / bharat

Akhilesh on Fake Encounters: 'উত্তরপ্রদেশে ভুয়ো সংঘর্ষ হলে জাতীয় মানবাধিকার কমিশন শুধু নোটিশ ধরায়' ! - আতিক আহমেদ

আতিক আহমেদের ছেলে আসাদ আহমেদ ও তাঁর এক সঙ্গীর এনকাউন্টারের পর ফের একবার উত্তরপ্রদেশের যোগী সরকারকে কাঠগড়ায় তুললেন অখিলেশ যাদব ৷ সরব হলেন ভুয়ো সংঘর্ষ নিয়ে ৷ অখিলেশের অভিযোগ, বিজেপিশাসিত রাজ্যে এমন ঘটনা ঘটলে জাতীয় মানবাধিকার কমিশন যথাযথ পদক্ষেপই করে না !

Akhilesh Yadav slams NHRC for not taking any stringent steps after Fake Encounters in Uttar Pradesh
ফাইল ছবি
author img

By

Published : Apr 14, 2023, 3:05 PM IST

খরগৌন (মধ্যপ্রদেশ), 14 এপ্রিল: বিজেপিশাসিত উত্তরপ্রদেশে ভুয়ো সংঘর্ষের ঘটনায় কারও মৃত্যু হলে, প্রশাসনকে বড় জোর একটি নোটিশ পাঠায় জাতীয় মানবাধিকার কমিশন ! তার বেশি কোনও পদক্ষেপ করা হয় না ! এমনটাই মনে করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব ৷ বৃহস্পতিবার ঝাঁসিতে রাজ্য পুলিশের এসটিএফের এনকাউন্টারে প্রাণ গিয়েছে গ্যাংস্টার থেকে রাজনীতিক হয়ে ওঠা আতিক আহমেদের ছেলে আসাদ আহমেদ ও তাঁর এক সঙ্গীর ৷ আতিকের মতো এই দু'জনও আইনজীবী উমেশ পাল হত্য়াকাণ্ডে অন্যতম অভিযুক্ত ছিলেন ৷ বৃহস্পতিবারের সেই ঘটনার প্রেক্ষাপটেই অখিলেশ উপরোক্ত মন্তব্যটি করেন ৷ প্রশ্ন উঠছে, তাহলে কি অখিলেশ মনে করেন, আসাদ ও তাঁর সঙ্গীকেও আদতে ভুয়ো সংঘর্ষে জড়িয়ে মেরে ফেলা হয়েছে ?

বৃহস্পতিবার মধ্যপ্রদেশের খরগৌনে থাকাকালীন এই ঘটনা নিয়ে সরব হন অখিলেশ ৷ তিনি মনে করিয়ে দেন, তাঁর উত্তরসূরি তথা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন, তাঁর সরকার "মাফিয়াদের ধুলোয় পরিণত করবে" ! অখিলেশের যুক্তি, যে ব্যক্তির মুখে এই ধরনের 'ফিল্মি ডায়লগ' শোনা যায়, তাঁর কখনও সংবিধানের উপর আস্থা থাকতে পারে না ৷

প্রসঙ্গত, উমেশ পাল হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত আতিক আহমেদ সমাজবাদী পার্টির একজন প্রাক্তন বিধায়ক ৷ বৃহস্পতিবার তাঁকে প্রয়াগরাজের আদালতে পেশ করা হয় ৷ ঠিক যে সময় আতিকের শুনানি চলছিল, সেই সময়েই ঝাঁসিতে পুলিশের গুলিতে তাঁর ছেলের মৃত্যু হয় ৷ এই ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে অখিলেশ সাংবাদিকদের বলেন, এই প্রথম উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে ভুয়ো সংঘর্ষের অভিযোগ উঠছে, এমনটা নয় ৷ আগেও বহুবার এমন ঘটনা ঘটেছে ৷

এই প্রসঙ্গে গ্যাংস্টার বিকাশ দুবের মৃত্যুর কথা টেনে আনেন অখিলেশ ৷ 2020 সালের জুলাই মাসে কানপুরের কাছে পুলিশের সঙ্গে গুলিবিনিময়ে মৃত্যু হয় বিকাশ দুবের ৷ অখিলেশের বক্তব্য, প্রায় তিনবছর আগের সেই ঘটনা প্রকৃত এনকাউন্টার ছিল, নাকি ভুয়ো সংঘর্ষ, তা নিয়ে সন্দেহের যথেষ্ট অবকাশ রয়েছে ৷ এর পাশাপাশি, সম্প্রতি কানপুরে এক মা-মেয়ের অস্বাভাবিক মৃত্যু, 2019 সালে কানপুরেই পুষ্পেন্দ্র যাদবের এনকাউন্টার, বালিয়ায় তরুণ ছাত্রনেতা খুন-সহ বহু উদাহরণ তুলে ধরে উত্তরপ্রদেশ সরকার ও পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ভুয়ো সংঘর্ষের অভিযোগে সরব হন অখিলেশ ৷ আর সেই প্রসঙ্গেই জাতীয় মানবাধিকার কমিশনের ভূমিকা নিয়ে তাঁর গলায় শোনা যায় সমালোচনার সুর ৷

আরও পড়ুন: আদালতে মিলল ছেলের মৃত্যুর খবর, রাতে ধুমনগঞ্জ থানায় জেরা আতিককে

প্রসঙ্গত, মধ্যপ্রদেশের প্রয়াত প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা সুভাষ যাদবকে শ্রদ্ধাজ্ঞাপন করতে খরগৌন জেলার বোরাভান শহরে এসেছিলেন অখিলেশ ৷ এখানেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি ৷

খরগৌন (মধ্যপ্রদেশ), 14 এপ্রিল: বিজেপিশাসিত উত্তরপ্রদেশে ভুয়ো সংঘর্ষের ঘটনায় কারও মৃত্যু হলে, প্রশাসনকে বড় জোর একটি নোটিশ পাঠায় জাতীয় মানবাধিকার কমিশন ! তার বেশি কোনও পদক্ষেপ করা হয় না ! এমনটাই মনে করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব ৷ বৃহস্পতিবার ঝাঁসিতে রাজ্য পুলিশের এসটিএফের এনকাউন্টারে প্রাণ গিয়েছে গ্যাংস্টার থেকে রাজনীতিক হয়ে ওঠা আতিক আহমেদের ছেলে আসাদ আহমেদ ও তাঁর এক সঙ্গীর ৷ আতিকের মতো এই দু'জনও আইনজীবী উমেশ পাল হত্য়াকাণ্ডে অন্যতম অভিযুক্ত ছিলেন ৷ বৃহস্পতিবারের সেই ঘটনার প্রেক্ষাপটেই অখিলেশ উপরোক্ত মন্তব্যটি করেন ৷ প্রশ্ন উঠছে, তাহলে কি অখিলেশ মনে করেন, আসাদ ও তাঁর সঙ্গীকেও আদতে ভুয়ো সংঘর্ষে জড়িয়ে মেরে ফেলা হয়েছে ?

বৃহস্পতিবার মধ্যপ্রদেশের খরগৌনে থাকাকালীন এই ঘটনা নিয়ে সরব হন অখিলেশ ৷ তিনি মনে করিয়ে দেন, তাঁর উত্তরসূরি তথা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন, তাঁর সরকার "মাফিয়াদের ধুলোয় পরিণত করবে" ! অখিলেশের যুক্তি, যে ব্যক্তির মুখে এই ধরনের 'ফিল্মি ডায়লগ' শোনা যায়, তাঁর কখনও সংবিধানের উপর আস্থা থাকতে পারে না ৷

প্রসঙ্গত, উমেশ পাল হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত আতিক আহমেদ সমাজবাদী পার্টির একজন প্রাক্তন বিধায়ক ৷ বৃহস্পতিবার তাঁকে প্রয়াগরাজের আদালতে পেশ করা হয় ৷ ঠিক যে সময় আতিকের শুনানি চলছিল, সেই সময়েই ঝাঁসিতে পুলিশের গুলিতে তাঁর ছেলের মৃত্যু হয় ৷ এই ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে অখিলেশ সাংবাদিকদের বলেন, এই প্রথম উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে ভুয়ো সংঘর্ষের অভিযোগ উঠছে, এমনটা নয় ৷ আগেও বহুবার এমন ঘটনা ঘটেছে ৷

এই প্রসঙ্গে গ্যাংস্টার বিকাশ দুবের মৃত্যুর কথা টেনে আনেন অখিলেশ ৷ 2020 সালের জুলাই মাসে কানপুরের কাছে পুলিশের সঙ্গে গুলিবিনিময়ে মৃত্যু হয় বিকাশ দুবের ৷ অখিলেশের বক্তব্য, প্রায় তিনবছর আগের সেই ঘটনা প্রকৃত এনকাউন্টার ছিল, নাকি ভুয়ো সংঘর্ষ, তা নিয়ে সন্দেহের যথেষ্ট অবকাশ রয়েছে ৷ এর পাশাপাশি, সম্প্রতি কানপুরে এক মা-মেয়ের অস্বাভাবিক মৃত্যু, 2019 সালে কানপুরেই পুষ্পেন্দ্র যাদবের এনকাউন্টার, বালিয়ায় তরুণ ছাত্রনেতা খুন-সহ বহু উদাহরণ তুলে ধরে উত্তরপ্রদেশ সরকার ও পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ভুয়ো সংঘর্ষের অভিযোগে সরব হন অখিলেশ ৷ আর সেই প্রসঙ্গেই জাতীয় মানবাধিকার কমিশনের ভূমিকা নিয়ে তাঁর গলায় শোনা যায় সমালোচনার সুর ৷

আরও পড়ুন: আদালতে মিলল ছেলের মৃত্যুর খবর, রাতে ধুমনগঞ্জ থানায় জেরা আতিককে

প্রসঙ্গত, মধ্যপ্রদেশের প্রয়াত প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা সুভাষ যাদবকে শ্রদ্ধাজ্ঞাপন করতে খরগৌন জেলার বোরাভান শহরে এসেছিলেন অখিলেশ ৷ এখানেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.