ETV Bharat / bharat

Akash Ambani: বিশ্বস্ত হাতে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ভবিষ্যৎ, টাইমের সেরা একশো রাইজিং স্টারের তালিকায় আকাশ আম্বানি - Reliance Industries

টাইমস ম্যাগাজিনের (Times Magazine) বিচারে কিন্তু বিশ্বস্ত হাতেই রিলায়েন্স ইন্ডাস্ট্রি (Reliance Industries) ৷ রাইজিং স্টার বা প্রতিশ্রুতিমান তারকা হিসেবে সম্প্রতি 100 জনের একটি তালিকা প্রস্তুত করেছে মার্কিন নিউজ ম্যাগাজিন সংস্থা টাইম ৷ সেখানে একমাত্র ভারতীয় হিসেবে স্থান করে নিয়েছেন মুকেশ আম্বানির বড় ছেলে আকাশ আম্বানি (Akash Ambani only Indian in Time magazines 100 emerging leaders list) ৷

Etv Bharat
টাইমসের সেরা একশো রাইজিং স্টারের তালিকায় আকাশ আম্বানি
author img

By

Published : Oct 1, 2022, 4:45 PM IST

Updated : Oct 1, 2022, 6:16 PM IST

মুম্বই, 1 অক্টোবর: দেশের সর্ববৃহৎ টেলিকম সংস্থা জিও-র চেয়ারম্যান পদে আসীন হয়েছিলেন চলতি বছরের জুন মাসে ৷ কিন্তু মুকেশ আম্বানির যোগ্য উত্তরাধিকার হওয়ার জন্য তাঁর বড় ছেলে আকাশ আম্বানি (Akash Ambani) কতোটা প্রস্তুত ৷ এখনই সেই প্রশ্নের উত্তর পাওয়া সম্ভব না-হলেও টাইম ম্যাগাজিনের (Times Magazine) বিচারে কিন্তু বিশ্বস্ত হাতেই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries) ৷ রাইজিং স্টার বা প্রতিশ্রুতিমান তারকা হিসেবে সম্প্রতি 100 জনের একটি তালিকা প্রস্তুত করেছে মার্কিন নিউজ ম্যাগাজিন সংস্থা ৷ সেখানে একমাত্র ভারতীয় হিসেবে স্থান করে নিয়েছেন মুকেশ আম্বানির বড় ছেলে আকাশ আম্বানি (Akash Ambani only Indian in Time magazines 100 emerging leaders list) ৷

মার্কিন যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক মুকেশ-পুত্রকে নিয়ে আশাবাদী টাইম লিখেছে, "ভারতের অভিজাত শিল্পপতি পরিবারের বংশধর, আকাশ আম্বানি মধ্যে ব্যবসায়িক দিক থেকে সফল হওয়ার চেষ্টা সবসময়ই ছিল ৷ আর এব্যাপারে সফল হতে কঠোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি ৷" সবমিলিয়ে বিজনেস টাইকুন হিসেবে আগামীর তারা হয়ে ওঠার সমস্ত সম্ভাবনার কথা জানিয়েছে টাইম ৷

426 মিলিয়ন উপভোক্তা সমৃদ্ধ রিলায়েন্স জিও (Reliance Jio) গুগল এবং ফেসবুক থেকে যে মাল্টি-বিলিয়ন ডলার লগ্নি আদায় করেছে, তার মাস্টারমাইন্ড বছর তিরিশের আকাশ আম্বানি ৷ মুকেশ-পুত্রকে নিয়ে সম্ভাবনার কথা উল্লেখ করতে সেই প্রসঙ্গটি সামনে এনেছে টাইম ৷ বিজনেসের পাশাপাশি বিনোদন, খেলাধুলো, রাজনীতি, স্বাস্থ্য, বিজ্ঞান সবমিলিয়ে আগামীর একশো তারকা বেছে নিয়েছে টাইম ৷ তালিকায় অন্যান্য উল্লেখযোগ্য নাম মার্কিন পপ-গায়ক এসজেএ, অভিনেত্রী সিডনি সুইনে, বাস্কেটবল প্লেয়ার জা মোরাঁত, টেনিস প্লেয়ার কার্লোস আলকারেজ ৷

আরও পড়ুন: 10 টাকাতেই মিলবে 1 জিবি ডেটা, 5জি-র উদ্বোধনের পর বললেন মোদি

এদিকে শনিবার দেশের 13টি শহরে অন্যান্য টেলিকম সংস্থার সঙ্গে 5জি পরিষেবা চালু করল জিও ৷ জিও প্যাভিলিয়নে প্রধানমন্ত্রীকে ট্রু 5জি অভিজ্ঞতা উপলব্ধি করান সংস্থার চেয়ারম্যান আকাশ আম্বানি ৷ উপস্থিত ছিলে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানিও ৷

মুম্বই, 1 অক্টোবর: দেশের সর্ববৃহৎ টেলিকম সংস্থা জিও-র চেয়ারম্যান পদে আসীন হয়েছিলেন চলতি বছরের জুন মাসে ৷ কিন্তু মুকেশ আম্বানির যোগ্য উত্তরাধিকার হওয়ার জন্য তাঁর বড় ছেলে আকাশ আম্বানি (Akash Ambani) কতোটা প্রস্তুত ৷ এখনই সেই প্রশ্নের উত্তর পাওয়া সম্ভব না-হলেও টাইম ম্যাগাজিনের (Times Magazine) বিচারে কিন্তু বিশ্বস্ত হাতেই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries) ৷ রাইজিং স্টার বা প্রতিশ্রুতিমান তারকা হিসেবে সম্প্রতি 100 জনের একটি তালিকা প্রস্তুত করেছে মার্কিন নিউজ ম্যাগাজিন সংস্থা ৷ সেখানে একমাত্র ভারতীয় হিসেবে স্থান করে নিয়েছেন মুকেশ আম্বানির বড় ছেলে আকাশ আম্বানি (Akash Ambani only Indian in Time magazines 100 emerging leaders list) ৷

মার্কিন যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক মুকেশ-পুত্রকে নিয়ে আশাবাদী টাইম লিখেছে, "ভারতের অভিজাত শিল্পপতি পরিবারের বংশধর, আকাশ আম্বানি মধ্যে ব্যবসায়িক দিক থেকে সফল হওয়ার চেষ্টা সবসময়ই ছিল ৷ আর এব্যাপারে সফল হতে কঠোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি ৷" সবমিলিয়ে বিজনেস টাইকুন হিসেবে আগামীর তারা হয়ে ওঠার সমস্ত সম্ভাবনার কথা জানিয়েছে টাইম ৷

426 মিলিয়ন উপভোক্তা সমৃদ্ধ রিলায়েন্স জিও (Reliance Jio) গুগল এবং ফেসবুক থেকে যে মাল্টি-বিলিয়ন ডলার লগ্নি আদায় করেছে, তার মাস্টারমাইন্ড বছর তিরিশের আকাশ আম্বানি ৷ মুকেশ-পুত্রকে নিয়ে সম্ভাবনার কথা উল্লেখ করতে সেই প্রসঙ্গটি সামনে এনেছে টাইম ৷ বিজনেসের পাশাপাশি বিনোদন, খেলাধুলো, রাজনীতি, স্বাস্থ্য, বিজ্ঞান সবমিলিয়ে আগামীর একশো তারকা বেছে নিয়েছে টাইম ৷ তালিকায় অন্যান্য উল্লেখযোগ্য নাম মার্কিন পপ-গায়ক এসজেএ, অভিনেত্রী সিডনি সুইনে, বাস্কেটবল প্লেয়ার জা মোরাঁত, টেনিস প্লেয়ার কার্লোস আলকারেজ ৷

আরও পড়ুন: 10 টাকাতেই মিলবে 1 জিবি ডেটা, 5জি-র উদ্বোধনের পর বললেন মোদি

এদিকে শনিবার দেশের 13টি শহরে অন্যান্য টেলিকম সংস্থার সঙ্গে 5জি পরিষেবা চালু করল জিও ৷ জিও প্যাভিলিয়নে প্রধানমন্ত্রীকে ট্রু 5জি অভিজ্ঞতা উপলব্ধি করান সংস্থার চেয়ারম্যান আকাশ আম্বানি ৷ উপস্থিত ছিলে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানিও ৷

Last Updated : Oct 1, 2022, 6:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.