ETV Bharat / bharat

Hoax Bomb Threat: বোমাতঙ্কের জেরে বেনারস বিমানবন্দরে বিমানের জরুরি অবতরণ - বেনারস বিমানবন্দরে জরুরি অবতরণ

বোমাতঙ্কের জেরে শুক্রবার সকালে বেনারস বিমানবন্দরে জরুরি অবতরণ করে আকাশা বিমানসংস্থার একটি বিমান ৷ মুম্বই থেকে উড়েছিল বিমানটি ৷

ETV Bharat
ফাইল ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 29, 2023, 10:19 PM IST

মুম্বই/বেনারস, 29 সেপ্টেম্বর: বেনারস বিমানবন্দরে শুক্রবার জরুরি অবতরণ করে আকাশা বিমানসংস্থার একটি বিমান ৷ মুম্বই থেকে যাত্রা শুরু করা ওই বিমানটিতে 166 জন যাত্রী ছিলেন, গন্তব্য ছিল বেনারস ৷ জানা গিয়েছে, বোমাতঙ্কের জেরেই ওই বিমানটিকে জরুরি অবতরণ করতে হয় ৷ সামাজিক মাধ্যমে ওই বিমানটিতে বোমা থাকার খবর ছড়িয়েছিল ৷ যদিও তল্লাশির পর বিমানটিতে কোনও বিস্ফোরক পাওয়া যায়নি ৷ বিমানসংস্থাটির মুখপাত্র জানিয়েছেন, কিইউপি 1498 বিমানটি এদিন একটি বেনারস এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে সকালে জরুরি বার্তা বা ইমারজেন্সি অ্যালার্ট পায়, তারপরেই পাইলট অবতরণের সিদ্ধান্ত নেন ৷ নিরাপদেই অবতরণ করে বিমানটি ৷

বিমান সংস্থাটির মুখপাত্র জানিয়েছেন, এদিন সকাল সাড়ে 11টা নাগাদ সোশাল মিডিয়া মারফৎ একটি হুমকি পায় ৷ সেই বার্তায় বিমানে বোমা থাকার কথা বলা হয় ৷ এই হুমকির প্রেক্ষিতে মুম্বই পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে, একটি এফআইআর দায়ের করা হয়েছে ৷ জানা গিয়েছে, আকাশা এয়ারের যে বিমানটি বেনারসের লাল বাহাদুর শাস্ত্রী বিমানবন্দরে এদিন জরুরি অবতরণ করে, সেই বিমানটিতে মোট 166 জন সওয়ার ছিলেন ৷ তাদের মধ্যে 160 জন যাত্রী, 6 জন বিমানকর্মী ৷ জানা গিয়েছে ওই বোমাতঙ্কের জেরে সময়ের আগেই জরুরি অবতরণ করে বিমানটি ৷

এই ঘটনার প্রেক্ষিতে বেনারস বিমানবন্দরের ডিরেক্টর পুণিত গুপ্তা জানিয়েছেন, বিমানটি জরুরি অবতরণ করার পর, সেটিতে তল্লাশি চালানো হয় ৷ কিন্তু সেখানে কিছু পাওয়া যায়নি ৷ বিমানটিকে পরে সুরক্ষিত বলে ঘোষণা করা হয় ৷

আরও পড়ুন: ভুয়ো ফোনে বামাতঙ্ক কোচি বিমানবন্দরে

গত মাসে ভুয়ো বোমাতঙ্কের জেরে কোচি বিমানবন্দরে জরুরি অবতরণ করে ইন্ডিগোর একটি বিমান ৷ সেবার ফোন করে বিমানটিতে বোমা রাখার কথা বলা হয়েছিল ৷ ইন্টারনেট মারফৎ ফোনটি করা হয়েছিল ৷ যদিও তল্লাশির পর কিছু পাওয়া যায়নি ৷

মুম্বই/বেনারস, 29 সেপ্টেম্বর: বেনারস বিমানবন্দরে শুক্রবার জরুরি অবতরণ করে আকাশা বিমানসংস্থার একটি বিমান ৷ মুম্বই থেকে যাত্রা শুরু করা ওই বিমানটিতে 166 জন যাত্রী ছিলেন, গন্তব্য ছিল বেনারস ৷ জানা গিয়েছে, বোমাতঙ্কের জেরেই ওই বিমানটিকে জরুরি অবতরণ করতে হয় ৷ সামাজিক মাধ্যমে ওই বিমানটিতে বোমা থাকার খবর ছড়িয়েছিল ৷ যদিও তল্লাশির পর বিমানটিতে কোনও বিস্ফোরক পাওয়া যায়নি ৷ বিমানসংস্থাটির মুখপাত্র জানিয়েছেন, কিইউপি 1498 বিমানটি এদিন একটি বেনারস এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে সকালে জরুরি বার্তা বা ইমারজেন্সি অ্যালার্ট পায়, তারপরেই পাইলট অবতরণের সিদ্ধান্ত নেন ৷ নিরাপদেই অবতরণ করে বিমানটি ৷

বিমান সংস্থাটির মুখপাত্র জানিয়েছেন, এদিন সকাল সাড়ে 11টা নাগাদ সোশাল মিডিয়া মারফৎ একটি হুমকি পায় ৷ সেই বার্তায় বিমানে বোমা থাকার কথা বলা হয় ৷ এই হুমকির প্রেক্ষিতে মুম্বই পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে, একটি এফআইআর দায়ের করা হয়েছে ৷ জানা গিয়েছে, আকাশা এয়ারের যে বিমানটি বেনারসের লাল বাহাদুর শাস্ত্রী বিমানবন্দরে এদিন জরুরি অবতরণ করে, সেই বিমানটিতে মোট 166 জন সওয়ার ছিলেন ৷ তাদের মধ্যে 160 জন যাত্রী, 6 জন বিমানকর্মী ৷ জানা গিয়েছে ওই বোমাতঙ্কের জেরে সময়ের আগেই জরুরি অবতরণ করে বিমানটি ৷

এই ঘটনার প্রেক্ষিতে বেনারস বিমানবন্দরের ডিরেক্টর পুণিত গুপ্তা জানিয়েছেন, বিমানটি জরুরি অবতরণ করার পর, সেটিতে তল্লাশি চালানো হয় ৷ কিন্তু সেখানে কিছু পাওয়া যায়নি ৷ বিমানটিকে পরে সুরক্ষিত বলে ঘোষণা করা হয় ৷

আরও পড়ুন: ভুয়ো ফোনে বামাতঙ্ক কোচি বিমানবন্দরে

গত মাসে ভুয়ো বোমাতঙ্কের জেরে কোচি বিমানবন্দরে জরুরি অবতরণ করে ইন্ডিগোর একটি বিমান ৷ সেবার ফোন করে বিমানটিতে বোমা রাখার কথা বলা হয়েছিল ৷ ইন্টারনেট মারফৎ ফোনটি করা হয়েছিল ৷ যদিও তল্লাশির পর কিছু পাওয়া যায়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.