ETV Bharat / bharat

SAD Slams AAP: অমৃতপালের তল্লাশি অভিযানে ধৃতদের আইনি সহায়তা দেবে শিরোমণি আকালি দল, তোপ আপের বিরুদ্ধে - শিরোমণি আকালি দল

অমৃতপাল সি-এর খোঁজে তল্লাশি অভিযানে ধৃতদের আইনি সহায়তা (Punjab News) দেবে বলে জানাল শিরোমণি আকালি দল (SAD Slams AAP)৷ তারা এ দিন আপ সরকারকে একহাত নিয়েছে (Amritpal Latest News)৷

SAD Slams AAP ETV Bharat
শিরোমণি আকালি দল
author img

By

Published : Mar 22, 2023, 1:29 PM IST

চণ্ডীগড়, 22 মার্চ: পলাতক খালিস্তানি নেতা অমৃতপাল সিং-কে (Amritpal Latest News) খুঁজতে পঞ্জাব পুলিশের তল্লাশি অভিযানে যে শিখ যুবকদের গ্রেফতার করা হয়েছে, তাঁদের সবরকম আইনি সাহায্য দেবে শিরোমণি আকালি দল (SAD Slams AAP)৷ মঙ্গলবার এ কথা জানিয়েছেন দলের সভাপতি সুখবীর সিং বাদল ৷

সুখবীর সিং বাদল টুইটারে লিখেছেন, "শিরোমণি আকালি দল পঞ্জাবে চলমান সংবিধান বহির্ভূত তল্লাশি অভিযানে গ্রেফতার হওয়া সমস্ত শিখ যুবকদের সম্পূর্ণ আইনি সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং তাঁদের অধিকার যাতে আপ পঞ্জাব পদদলিত করতে না পারে, তা নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে ৷"

শিরোমণি আকালি দলের আইনি দল কয়েকটি হেল্পলাইন নম্বরের তালিকা প্রকাশ করেছে: আরশদীপ এস কেলার 8054200007, হরীশ রাই ধানদা 9814220300, গুরমিত এস মান 98155339999, ভাগওয়ান্ত এস সিয়ালাকা 9815250589, শিরোমণি আকালি দলের অফিস 0172-2639256 ইত্যাদি ।

অন্য একটি টুইটে বাদল বলেছেন, "শিরোমণি আকালি দল নিরীহ শিখ যুবকদের বিশেষ করে অমৃতধারী যুবকদের নিছক সন্দেহের বশে নির্বিচারে গ্রেফতারের তীব্র নিন্দা জানায় ৷ আমরা এই অভিযানে গ্রেফতার হওয়া সমস্ত নির্দোষদের অবিলম্বে মুক্তির দাবি করছি ৷"

তিনি টুইটে আরও লিখেছেন, শিরোমণি আকালি দল ন্যায়বিচারের পক্ষে দাঁড়িয়েছে এবং সাধারণভাবে পাঞ্জাবিদের অধিকার ও বিশেষ করে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে শিখদের সুরক্ষার পক্ষে কথা বলেছে ৷ রাজ্যগুলিকে আরও ক্ষমতা দেওয়ার দাবি জানানো হয়েছে, যে দাবি করে আসছে অন্যান্য রাজনৈতিক দলগুলিও ৷

আরও পড়ুন: পঞ্জাবে শান্তি ভঙ্গের অভিযোগে গ্রেফতার 154 জন

সুখবীর সিং বাদলের কথায়, এই গ্রেফতারির মাধ্যমে শাসক আপ সরকার সাম্প্রদায়িক মেরুকরণ এবং নির্বাচনী লাভের জন্য শিখ সম্প্রদায়ের মানহানি করার চেষ্টা করছে । তিনি বলেন, এই অঘোষিত জরুরি অবস্থা এবং রাজ্যে দমন ও সন্ত্রাসের রাজত্বের জন্য পঞ্জাবের আপ শাসনের তীব্র নিন্দা করছে শিরোমণি আকালি দল । সাম্প্রদায়িক মেরুকরণ এবং নির্বাচনী লাভের জন্য সবচেয়ে দেশপ্রেমিক শিখ সম্প্রদায়কে বদনাম করার বিপজ্জনক ষড়যন্ত্রের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে সরব হন তিনি ৷

পঞ্জাব পুলিশের আইজিপি সদর দফতর সুখচাইন গিল মঙ্গলবার বলেছেন যে, রাজ্যে 'শান্তি ও সম্প্রীতি' বিঘ্নিত করার জন্য 154 জনকে গ্রেফতার করা হয়েছে ৷

চণ্ডীগড়, 22 মার্চ: পলাতক খালিস্তানি নেতা অমৃতপাল সিং-কে (Amritpal Latest News) খুঁজতে পঞ্জাব পুলিশের তল্লাশি অভিযানে যে শিখ যুবকদের গ্রেফতার করা হয়েছে, তাঁদের সবরকম আইনি সাহায্য দেবে শিরোমণি আকালি দল (SAD Slams AAP)৷ মঙ্গলবার এ কথা জানিয়েছেন দলের সভাপতি সুখবীর সিং বাদল ৷

সুখবীর সিং বাদল টুইটারে লিখেছেন, "শিরোমণি আকালি দল পঞ্জাবে চলমান সংবিধান বহির্ভূত তল্লাশি অভিযানে গ্রেফতার হওয়া সমস্ত শিখ যুবকদের সম্পূর্ণ আইনি সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং তাঁদের অধিকার যাতে আপ পঞ্জাব পদদলিত করতে না পারে, তা নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে ৷"

শিরোমণি আকালি দলের আইনি দল কয়েকটি হেল্পলাইন নম্বরের তালিকা প্রকাশ করেছে: আরশদীপ এস কেলার 8054200007, হরীশ রাই ধানদা 9814220300, গুরমিত এস মান 98155339999, ভাগওয়ান্ত এস সিয়ালাকা 9815250589, শিরোমণি আকালি দলের অফিস 0172-2639256 ইত্যাদি ।

অন্য একটি টুইটে বাদল বলেছেন, "শিরোমণি আকালি দল নিরীহ শিখ যুবকদের বিশেষ করে অমৃতধারী যুবকদের নিছক সন্দেহের বশে নির্বিচারে গ্রেফতারের তীব্র নিন্দা জানায় ৷ আমরা এই অভিযানে গ্রেফতার হওয়া সমস্ত নির্দোষদের অবিলম্বে মুক্তির দাবি করছি ৷"

তিনি টুইটে আরও লিখেছেন, শিরোমণি আকালি দল ন্যায়বিচারের পক্ষে দাঁড়িয়েছে এবং সাধারণভাবে পাঞ্জাবিদের অধিকার ও বিশেষ করে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে শিখদের সুরক্ষার পক্ষে কথা বলেছে ৷ রাজ্যগুলিকে আরও ক্ষমতা দেওয়ার দাবি জানানো হয়েছে, যে দাবি করে আসছে অন্যান্য রাজনৈতিক দলগুলিও ৷

আরও পড়ুন: পঞ্জাবে শান্তি ভঙ্গের অভিযোগে গ্রেফতার 154 জন

সুখবীর সিং বাদলের কথায়, এই গ্রেফতারির মাধ্যমে শাসক আপ সরকার সাম্প্রদায়িক মেরুকরণ এবং নির্বাচনী লাভের জন্য শিখ সম্প্রদায়ের মানহানি করার চেষ্টা করছে । তিনি বলেন, এই অঘোষিত জরুরি অবস্থা এবং রাজ্যে দমন ও সন্ত্রাসের রাজত্বের জন্য পঞ্জাবের আপ শাসনের তীব্র নিন্দা করছে শিরোমণি আকালি দল । সাম্প্রদায়িক মেরুকরণ এবং নির্বাচনী লাভের জন্য সবচেয়ে দেশপ্রেমিক শিখ সম্প্রদায়কে বদনাম করার বিপজ্জনক ষড়যন্ত্রের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে সরব হন তিনি ৷

পঞ্জাব পুলিশের আইজিপি সদর দফতর সুখচাইন গিল মঙ্গলবার বলেছেন যে, রাজ্যে 'শান্তি ও সম্প্রীতি' বিঘ্নিত করার জন্য 154 জনকে গ্রেফতার করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.