ETV Bharat / bharat

Punjab Poll 2022 : পঞ্জাবে ভোটের আগে বিএসপির সঙ্গে গাঁটছড়া অকালি দলের - পঞ্জাবে ভোটের আগে বিএসপি-র সঙ্গে গাঁটছড়া অকালি দলের

2022 সালে বিধানসভার ভোট হবে পঞ্জাবে ৷ সেই লড়াইয়ের জন্য বিএসপির সঙ্গে জোট বাঁধল শিরোমণি অকালি দল ৷ এই জোটকে ঐতিহাসিক বললেন মায়াবতী ৷ জোট নিয়ে আশাবাদী অকালি দলের নেতা সুখবীর সিং বাদলও ৷

Akali Dal, BSP Form Alliance Ahead Of Punjab Polls
Punjab Poll 2022 : পঞ্জাবে ভোটের আগে বিএসপি-র সঙ্গে গাঁটছড়া অকালি দলের
author img

By

Published : Jun 12, 2021, 7:52 PM IST

নয়াদিল্লি, 12 জুন : বাইশের বিধানসভা নির্বাচনের আগে নতুন সঙ্গীর সঙ্গে গাঁটছড়া বাঁধল পঞ্জাবের শিরোমণি অকালি দল (Shiromani Akali Dal) ৷ মায়াবতীর (Mayawati) নেতৃত্বাধীন বহুজন সমাজ পার্টির সঙ্গে (BSP) নতুন করে জোট গড়ল তারা ৷ প্রসঙ্গত উল্লেখ্য, গত বছরই নয়া তিন কৃষি আইন নিয়ে মতানৈক্যের জেরে বিজেপির সঙ্গত্যাগ করে অকালি দল ৷

সূত্রের খবর, আসন্ন পঞ্জাব নির্বাচনে বিএসপিকে সঙ্গে নিয়ে নতুন করে ঘুঁটি সাজাতে চাইছে সুখবীর সিং বাদলের (Sukhbir Singh Badal) দল ৷ তারা চাইছে, আগেরবার যে আসনগুলি বিজেপির জন্য ছাড়া হয়েছিল, এবার সেগুলিতেই লড়াইয়ে নামুন মায়াবতীর সেনারা ৷

শনিবার একটি সাংবাদিক বৈঠকে নয়া জোট নিয়ে মুখ খোলেন সুখবীর ৷ তিনি বলেন, ‘‘পঞ্জাবের রাজনীতিতে এটা একটা নতুন দিন ৷ 2022-এর পঞ্জাব বিধানসভা নির্বাচনে শিরোমণি অকালি দল এবং বহুজন সমাজ পার্টি একসঙ্গে লড়াই করবে ৷ পরবর্তী ভোটগুলিতেও এই জোট অব্যাহত থাকবে ৷’’

  • 1.पंजाब में आज शिरोमणि अकाली दल और बहुजन समाज पार्टी द्वारा घोषित गठबंधन यह एक नया राजनीतिक व सामाजिक पहल है, जो निश्चय ही यहाँ राज्य में जनता के बहु-प्रतीक्षित विकास, प्रगति व खुशहाली के नए युग की शुरूआत करेगा। इस ऐतिहासिक कदम के लिए लोगों को हार्दिक बधाई एवं शुभकामनाएं। 1/3

    — Mayawati (@Mayawati) June 12, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

উল্লেখ্য, দীর্ঘ 27 বছর পর আবার রাজনীতির ময়দানে একজোট হল বিএসপি এবং অকালি দল ৷ শেষবার 1996 সালের লোকসভা নির্বাচনে পঞ্জাবে একসঙ্গে লড়েছিল তারা ৷ সেবার জোটের ঝুলিতে এসেছিল মোট 13টির মধ্যে 11টি আসন ৷ মায়াবতীর দল তিনটি আসনে লড়ে তিনটিতেই জয় ছিনিয়ে নিয়েছিল ৷ অকালি দল জিতেছিল 10 টির মধ্যে আটটি আসনে ৷

  • 3. साथ ही, पंजाब की समस्त जनता से पुरज़ोर अपील है कि वे अकाली दल व बी.एस.पी. के बीच आज हुये इस ऐतिहासिक गठबन्धन को अपना पूर्ण समर्थन देते हुए यहाँ सन् 2022 के प्रारम्भ में ही होने वाले विधानसभा आमचुनाव में इस गठबन्धन की सरकार बनवाने में पूरे जी-जान से अभी से ही जुट जाएं। 3/3

    — Mayawati (@Mayawati) June 12, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

জোট বেঁধে তিনিও যে খুশি, তা লুকিয়ে রাখেননি বহেনজিও ৷ এদিনই হিন্দিতে পর পর বেশ কয়েকটি টুইট করেন তিনি ৷ সেখানে মায়াবতী লেখেন, ‘‘পঞ্জাবে অকালি দল এবং বিএসপির জোট একটা তাৎপর্যপূর্ণ পদক্ষেপ ৷ রাজ্য়ের মানুষের জন্য এই জোট উন্নয়নের নতুন অধ্যায় শুরু করবে ৷ এই ঐতিহাসিক পদক্ষেপের জন্য আমি মানুষকে অভিনন্দন জানাচ্ছি ৷’’

একইসঙ্গে নিজের টুইটবার্তায় কংগ্রেসকেও তোপ দেগেছেন মায়াবতী ৷ তিনি লিখেছেন, ‘‘মহিলা, দলিত এবং কৃষক-সহ অধিকাংশ মানুষই দুর্নীতিপরায়ণ কংগ্রেসের শাসনে কষ্টে আছেন ৷ তাঁদের সকলকে মুক্ত করতে এই জোটের সফল হওয়াটা জরুরি ৷’’

আরও পড়ুন : Shah Rukh Khan : কিং খান কি এবার রাজনীতিতে ? পিকে-র সঙ্গে নৈশভোজের পর জল্পনা তুঙ্গে

প্রসঙ্গত, বাইশে ভোট রয়েছে উত্তরপ্রদেশেও ৷ যা কিনা মায়াবতীয় নিজের রাজ্য ৷ প্রশ্ন উঠছে, সেখানে তাহলে বিজেপিবিরোধী রাজনীতির রসায়নটা ঠিক কেমন হতে চলেছে ? বিজেপির বিরুদ্ধে যদি কংগ্রেস, আর সমাজবাদী পার্টি একজোট হয়, মায়াবতী কি তাহলে সেই জোট থেকে দূরে রাখবেন নিজেকে ? তাতে তো বিজেপিরই সুবিধা হবে ৷ নাকি পঞ্জাবে কংগ্রেসের বিরোধিতা করলেও উত্তরপ্রদেশের অবস্থান বদল করবেন বহেনজি ? উত্তর দেবে সময় ৷

নয়াদিল্লি, 12 জুন : বাইশের বিধানসভা নির্বাচনের আগে নতুন সঙ্গীর সঙ্গে গাঁটছড়া বাঁধল পঞ্জাবের শিরোমণি অকালি দল (Shiromani Akali Dal) ৷ মায়াবতীর (Mayawati) নেতৃত্বাধীন বহুজন সমাজ পার্টির সঙ্গে (BSP) নতুন করে জোট গড়ল তারা ৷ প্রসঙ্গত উল্লেখ্য, গত বছরই নয়া তিন কৃষি আইন নিয়ে মতানৈক্যের জেরে বিজেপির সঙ্গত্যাগ করে অকালি দল ৷

সূত্রের খবর, আসন্ন পঞ্জাব নির্বাচনে বিএসপিকে সঙ্গে নিয়ে নতুন করে ঘুঁটি সাজাতে চাইছে সুখবীর সিং বাদলের (Sukhbir Singh Badal) দল ৷ তারা চাইছে, আগেরবার যে আসনগুলি বিজেপির জন্য ছাড়া হয়েছিল, এবার সেগুলিতেই লড়াইয়ে নামুন মায়াবতীর সেনারা ৷

শনিবার একটি সাংবাদিক বৈঠকে নয়া জোট নিয়ে মুখ খোলেন সুখবীর ৷ তিনি বলেন, ‘‘পঞ্জাবের রাজনীতিতে এটা একটা নতুন দিন ৷ 2022-এর পঞ্জাব বিধানসভা নির্বাচনে শিরোমণি অকালি দল এবং বহুজন সমাজ পার্টি একসঙ্গে লড়াই করবে ৷ পরবর্তী ভোটগুলিতেও এই জোট অব্যাহত থাকবে ৷’’

  • 1.पंजाब में आज शिरोमणि अकाली दल और बहुजन समाज पार्टी द्वारा घोषित गठबंधन यह एक नया राजनीतिक व सामाजिक पहल है, जो निश्चय ही यहाँ राज्य में जनता के बहु-प्रतीक्षित विकास, प्रगति व खुशहाली के नए युग की शुरूआत करेगा। इस ऐतिहासिक कदम के लिए लोगों को हार्दिक बधाई एवं शुभकामनाएं। 1/3

    — Mayawati (@Mayawati) June 12, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

উল্লেখ্য, দীর্ঘ 27 বছর পর আবার রাজনীতির ময়দানে একজোট হল বিএসপি এবং অকালি দল ৷ শেষবার 1996 সালের লোকসভা নির্বাচনে পঞ্জাবে একসঙ্গে লড়েছিল তারা ৷ সেবার জোটের ঝুলিতে এসেছিল মোট 13টির মধ্যে 11টি আসন ৷ মায়াবতীর দল তিনটি আসনে লড়ে তিনটিতেই জয় ছিনিয়ে নিয়েছিল ৷ অকালি দল জিতেছিল 10 টির মধ্যে আটটি আসনে ৷

  • 3. साथ ही, पंजाब की समस्त जनता से पुरज़ोर अपील है कि वे अकाली दल व बी.एस.पी. के बीच आज हुये इस ऐतिहासिक गठबन्धन को अपना पूर्ण समर्थन देते हुए यहाँ सन् 2022 के प्रारम्भ में ही होने वाले विधानसभा आमचुनाव में इस गठबन्धन की सरकार बनवाने में पूरे जी-जान से अभी से ही जुट जाएं। 3/3

    — Mayawati (@Mayawati) June 12, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

জোট বেঁধে তিনিও যে খুশি, তা লুকিয়ে রাখেননি বহেনজিও ৷ এদিনই হিন্দিতে পর পর বেশ কয়েকটি টুইট করেন তিনি ৷ সেখানে মায়াবতী লেখেন, ‘‘পঞ্জাবে অকালি দল এবং বিএসপির জোট একটা তাৎপর্যপূর্ণ পদক্ষেপ ৷ রাজ্য়ের মানুষের জন্য এই জোট উন্নয়নের নতুন অধ্যায় শুরু করবে ৷ এই ঐতিহাসিক পদক্ষেপের জন্য আমি মানুষকে অভিনন্দন জানাচ্ছি ৷’’

একইসঙ্গে নিজের টুইটবার্তায় কংগ্রেসকেও তোপ দেগেছেন মায়াবতী ৷ তিনি লিখেছেন, ‘‘মহিলা, দলিত এবং কৃষক-সহ অধিকাংশ মানুষই দুর্নীতিপরায়ণ কংগ্রেসের শাসনে কষ্টে আছেন ৷ তাঁদের সকলকে মুক্ত করতে এই জোটের সফল হওয়াটা জরুরি ৷’’

আরও পড়ুন : Shah Rukh Khan : কিং খান কি এবার রাজনীতিতে ? পিকে-র সঙ্গে নৈশভোজের পর জল্পনা তুঙ্গে

প্রসঙ্গত, বাইশে ভোট রয়েছে উত্তরপ্রদেশেও ৷ যা কিনা মায়াবতীয় নিজের রাজ্য ৷ প্রশ্ন উঠছে, সেখানে তাহলে বিজেপিবিরোধী রাজনীতির রসায়নটা ঠিক কেমন হতে চলেছে ? বিজেপির বিরুদ্ধে যদি কংগ্রেস, আর সমাজবাদী পার্টি একজোট হয়, মায়াবতী কি তাহলে সেই জোট থেকে দূরে রাখবেন নিজেকে ? তাতে তো বিজেপিরই সুবিধা হবে ৷ নাকি পঞ্জাবে কংগ্রেসের বিরোধিতা করলেও উত্তরপ্রদেশের অবস্থান বদল করবেন বহেনজি ? উত্তর দেবে সময় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.