ETV Bharat / bharat

Salman Chishti Arrested: নূপুর শর্মাকে নিয়ে বিতর্কিত ভিডিয়ো, আজমের থেকে গ্রেফতার সলমন চিস্তি - নূপুর শর্মা

প্রাক্তন বিজেপি মুখপাত্র নূপুর শর্মাকে ঘিরে বিতর্ক কিছুতেই থামছে না ৷ একের পর এক খুন, প্রাণনাশের হুমকি ৷ সব মিলিয়ে তোলপাড় দেশ, এমনকী বিদেশও ৷ এবার তাঁর মাথা কাটার কথা জানিয়ে ভিডিয়ো করেছিল আজমেরের এক বাসিন্দা (Salman Chishti Arrested) ৷

Salman Chishti Nupur Sharma News
পুলিশের হাতে সলমন চিস্তি
author img

By

Published : Jul 6, 2022, 11:33 AM IST

Updated : Jul 6, 2022, 11:40 AM IST

আজমের, 6 জুলাই: নূপুর শর্মার মুণ্ডু কেটে এনে দিলে, তাকে যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পত্তি দিয়ে দেবে সে ৷ সোমবার এমনটাই জানিয়েছিল রাজস্থানের আজমের নিবাসী সলমন চিস্তি ৷ খোলাখুলি প্রাক্তন বিজেপি মুখপাত্রের প্রাণনাশের হুমকিও দিয়েছিল সে ৷ গতকাল রাতে দরগা থানা এলাকার বাসিন্দা অভিযুক্ত সলমন চিস্তিকে গ্রেফতার করেছে আজমের পুলিশ, জানিয়েছেন এসিপি বিকাশ সানগাওয়ান (Ajmer Police arrestes Salman Chishti who shared objectionable video over Nupur Sharma) ৷

একটি ভাইরাল হওয়া ভিডিয়োয় সলমন জানিয়েছিলেন, কেউ তাকে নূপুর শর্মার মাথা এনে দিলে, তাকে সমলন তার সমস্ত সম্পত্তি দিয়ে দেবে ৷ বিজেপি নেত্রী খওয়াজা সাহেব এবং মহম্মদ সাহেবের অপমান করেছেন ৷ এই ভিডিয়ো মুহূর্তে ভাইরাল হয়ে যায় ৷ এসিপি বিকাশ সানগাওয়ান সংবাদসংস্থাকে জানান, তিনিও এই ভিডিয়ো হোয়াটসঅ্যাপে পেয়েছেন ৷ এর বিরুদ্ধে পুলিশ কড়া পদক্ষেপ করবে ৷

আরও পড়ুন: নূপুর শর্মার সমর্থনে পোস্ট করায় উদয়পুরে ব্যবসায়ীকে ক্যামেরার সামনে খুন, হিংসা রুখতে রাজস্থানে এক মাসের জন্য 144 ধারা

এসিপি জানান, আজমের দরগার খাদিম সলমন চিস্তি একটি বিতর্কিত ভিডিয়ো শেয়ার করেছে ৷ তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে ৷ সলমনের বাড়ি থেকেই তাকে ধরা হয় ৷ সেখানে তাকে ভিডিয়ো নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয় ৷ পুলিশ আধিকারিক বলেন, "মনে হচ্ছিল, সে নেশাগ্রস্ত অবস্থায় ভিডিয়োটি বানিয়েছে ৷ অতীতেও অপরাধমূলক কাজকর্ম করেছে সলমন ৷"

আজমের, 6 জুলাই: নূপুর শর্মার মুণ্ডু কেটে এনে দিলে, তাকে যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পত্তি দিয়ে দেবে সে ৷ সোমবার এমনটাই জানিয়েছিল রাজস্থানের আজমের নিবাসী সলমন চিস্তি ৷ খোলাখুলি প্রাক্তন বিজেপি মুখপাত্রের প্রাণনাশের হুমকিও দিয়েছিল সে ৷ গতকাল রাতে দরগা থানা এলাকার বাসিন্দা অভিযুক্ত সলমন চিস্তিকে গ্রেফতার করেছে আজমের পুলিশ, জানিয়েছেন এসিপি বিকাশ সানগাওয়ান (Ajmer Police arrestes Salman Chishti who shared objectionable video over Nupur Sharma) ৷

একটি ভাইরাল হওয়া ভিডিয়োয় সলমন জানিয়েছিলেন, কেউ তাকে নূপুর শর্মার মাথা এনে দিলে, তাকে সমলন তার সমস্ত সম্পত্তি দিয়ে দেবে ৷ বিজেপি নেত্রী খওয়াজা সাহেব এবং মহম্মদ সাহেবের অপমান করেছেন ৷ এই ভিডিয়ো মুহূর্তে ভাইরাল হয়ে যায় ৷ এসিপি বিকাশ সানগাওয়ান সংবাদসংস্থাকে জানান, তিনিও এই ভিডিয়ো হোয়াটসঅ্যাপে পেয়েছেন ৷ এর বিরুদ্ধে পুলিশ কড়া পদক্ষেপ করবে ৷

আরও পড়ুন: নূপুর শর্মার সমর্থনে পোস্ট করায় উদয়পুরে ব্যবসায়ীকে ক্যামেরার সামনে খুন, হিংসা রুখতে রাজস্থানে এক মাসের জন্য 144 ধারা

এসিপি জানান, আজমের দরগার খাদিম সলমন চিস্তি একটি বিতর্কিত ভিডিয়ো শেয়ার করেছে ৷ তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে ৷ সলমনের বাড়ি থেকেই তাকে ধরা হয় ৷ সেখানে তাকে ভিডিয়ো নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয় ৷ পুলিশ আধিকারিক বলেন, "মনে হচ্ছিল, সে নেশাগ্রস্ত অবস্থায় ভিডিয়োটি বানিয়েছে ৷ অতীতেও অপরাধমূলক কাজকর্ম করেছে সলমন ৷"

Last Updated : Jul 6, 2022, 11:40 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.