লখিমপুর, 8 অক্টোবর : আজ পুলিশের কাছে সময়মতো এলেন না মন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্র (Ashish Mishra) ৷ লখিমপুর খেরি (Lakhimpur Kheri Violence) হিংসা কাণ্ডে জড়িত থাকার অভিযোগে আজ তাঁকে 10টা নাগাদ হাজিরা দেওয়ার কথা জানিয়ে নোটিস পাঠিয়েছিল উত্তর প্রদেশ পুলিশ ৷ এমনকি তাঁর বাবা রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্রের বাড়ির দরজাতেও ছেলের হাজিরা দেওয়ার নোটিস সেঁটে দিয়ে এসেছিল উত্তর প্রদেশ পুলিশ ৷
সূত্রে জানা গিয়েছে, সদর ডেপুটি আইজি (Deputy Inspector General, Headquarters) উপেন্দ্র আগরওয়ালের (Upendra Agarwal) নেতৃত্বে 9 জন সদস্যের তদন্তকারী দল যথাসময়ে অফিসে পৌঁছে অপেক্ষায় ছিলেন ৷ সকাল সাড়ে এগারোটা নাগাদ একটি সরকারি সূত্র জানায়, "আশিস মিশ্র এখনও পর্যন্ত আসেননি ৷" বৃহস্পতিবার লখিমপুরের হিংসাত্মক কাণ্ডে যুক্ত থাকার অভিযোগে 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷
আজ সুপ্রিম কোর্টে লখিমপুর মামলার শুনানিতে প্রবীণ আইনজীবী যোগী সরকারের পক্ষে হরিশ সালভে জানান যে, অভিযুক্ত আজ না আসায় আগামিকাল সকাল 11টায় তাঁকে আসার জন্য নোটিস পাঠানো হয়েছে ৷ এতে তাঁকে ভর্ৎসনা করেন প্রধান বিচারপতি (Chief Justice of India) এন ভি রামানা (N V Ramana) ৷ প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত 3 সদস্যের বেঞ্চ তাঁকে জানিয়েছে অন্য মামলাগুলিতে অভিযুক্তদের সঙ্গে যেমন আচরণ করা হয়, যে ব্যবস্থা নেওয়া হয়, ঠিক সে ভাবে এক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে ৷ শুধুমাত্র নোটিস পাঠিয়ে আপনি আসুন বলে কাজ সারলে চলবে না ৷
আরও পড়ুন : Lakhimpur Kheri Violence : লখিমপুর কাণ্ডে আশিস মিশ্রকে পুলিশের তলব, বাড়ির দেওয়ালে সাঁটা হল নোটিস
রবিবার 3 অক্টোবর উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে বিক্ষোভরত কৃষকদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া হয় ৷ মারা যান মোট 8 জন, যাঁদের মধ্যে 4 জন কৃষক ৷ অভিযোগ কৃষকদের পিষে মেরে ফেলার পর বিক্ষুব্ধ কৃষকেরা 2 জন বিজেপি কর্মীকে পিটিয়ে মেরে ফেলে, মারা যায় একজন গাড়িচালক ও একজন স্থানীয় সাংবাদিক ৷
কৃষকদের পাল্টা অভিযোগ, কৃষকদের উপর দিয়ে চলে যাওয়া গাড়িগুলির মধ্যে একটিতে ছিলেন মন্ত্রীপুত্র আশিস মিশ্র ৷ তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে ৷ ডিআইজি উপেন্দ্র আগরওয়ালের নেতৃত্বে 9 জন সদস্য নিয়ে একটি তদন্তকারী দল গঠন করা হয়েছে ৷