ETV Bharat / bharat

Security Scare at Bhopal Airport: শোনার ভুলে বিস্ফোরণের আতঙ্কে হুলস্থুল ভোপাল বিমানবন্দরে - হুলস্থুল ভোপাল বিমানবন্দরে

ভুল শোনার জন্য বিস্ফোরণের আতঙ্ক ছড়ায় ভোপাল বিমানবন্দরে (Security Scare at Bhopal Airport) ৷ বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে ৷ পরে অবশ্য পরিস্থিতি স্বাভাবিক হয় ৷

Airline Staffer Mishears Ballast as Blast creates Security Scare at Bhopal Airport
Security Scare at Bhopal Airport: শোনার ভুলে বিস্ফোরণের আতঙ্কে হুলস্থুল ভোপাল বিমানবন্দরে
author img

By

Published : Sep 9, 2022, 3:06 PM IST

ভোপাল (মধ্যপ্রদেশ), 9 সেপ্টেম্বর : ব্লাস্ট (Blast) ! ফোনে এই শব্দই শুনেছিলেন মধ্য়প্রদেশের ভোপালের রাজা ভোজ আন্তর্জাতিক বিমানবন্দরের (Raja Bhoj International Airport) এক মহিলা কর্মী ৷ আর তার জেরেই বৃহস্পতিবার সকালে হুলস্থুল পড়ে যায় সেখানে ৷ বোমাতঙ্কের জেরে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রী থেকে সেখানকার কর্মী সকলেই ৷

ওই বিমানবন্দরের কার্যনির্বাহী ডিরেক্টর অমৃত মিঞ্জ জানিয়েছেন যে সঙ্গে সঙ্গে বিমানবন্দরে জরুরি পরিস্থিতি ঘোষণা করা হয় (Security Scare at Bhopal Airport) ৷ নিরাপত্তা ব্যবস্থা কড়া করা হয় ৷ দুর্ভাগ্যজনকভাবে সেই সময় একটি গাড়িকে দ্রুতগতিতে বিমানবন্দরে আসতে দেখা যায় ৷ এর জেরে আতঙ্কিত হয়ে পড়েন সকলে ৷ সেই গাড়িটিকে থামানো হয় ৷ ওই গাড়িতে অবশ্য কিছু পাওয়া যায়নি ৷

পরে বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জারি করা বিবৃতিতে জানানো হয় যে বম্ব থ্রেট অ্যাসেসমেন্ট কমিটি (Bomb Threat Assessment Committee) বা বিএটিসি (BATC)-কে ৷ তারাও কিছু খুঁজে পায়নি ৷ পরে অবশ্য বিষয়টি প্রকাশ্যে আসে ৷ দেখা যায় ওই মহিলা কর্মীর শোনার ভুলেই যাবতীয় বিভ্রাটের সূত্রপাত ৷ ফলে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ক্ষমাও চেয়ে নেয় বিমানবন্দর কর্তৃপক্ষ ৷

কিন্তু বৃহস্পতিবার সকালে ভোপালের রাজা ভোজ আন্তর্জাতিক বিমানবন্দরে ঠিক কী হয়েছিল ?

বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, বিমান পরিবহণের ক্ষেত্রে ব্যালাস্ট (Ballast) নামে একটি শব্দ ব্যবহার করা হয় ৷ যার অর্থ অতিরিক্ত ওজন ৷ বিমানে যাত্রী সংখ্যা কম থাকে, তখন ওজনের ভারসাম্য বজায় রাখার বিষয়টি পরীক্ষা করতে এই শব্দটি ব্যবহার করা হয় ৷

বৃহস্পতিবার সকালে ভোপাল থেকে আগরাগামী একটি বিমানে এই সংক্রান্ত খোঁজখবর নেওয়া হচ্ছিল ৷ সেই কারণে বিমানবন্দরে সংশ্লিষ্ট বিমান সংস্থার টিকেটিং কাউন্টারে ফোন করা হয় ৷ তখনই ব্যালাস্ট শব্দটি ব্যবহার করা হয় ৷ এটাকেই ব্লাস্ট বলে শুনেছিলেন ওই মহিলা কর্মী ৷

বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি, ওই মহিলা কাজে নতুন যোগ দিয়েছেন ৷ তাই তিনি এই ভুল করে ফেলেছেন ৷ এই ধরনের নতুনদের ক্ষেত্রে হয় অনেক সময় ৷ তাই এই নিয়ে কোনও পদক্ষেপ এখনও পর্যন্ত করা হয়নি ৷

আরও পড়ুন : আত্মীয়রা দুবাই যাচ্ছিলেন, তাঁদের আটকাতে বিমানে বোমা রাখার ভুয়ো হুমকি

ভোপাল (মধ্যপ্রদেশ), 9 সেপ্টেম্বর : ব্লাস্ট (Blast) ! ফোনে এই শব্দই শুনেছিলেন মধ্য়প্রদেশের ভোপালের রাজা ভোজ আন্তর্জাতিক বিমানবন্দরের (Raja Bhoj International Airport) এক মহিলা কর্মী ৷ আর তার জেরেই বৃহস্পতিবার সকালে হুলস্থুল পড়ে যায় সেখানে ৷ বোমাতঙ্কের জেরে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রী থেকে সেখানকার কর্মী সকলেই ৷

ওই বিমানবন্দরের কার্যনির্বাহী ডিরেক্টর অমৃত মিঞ্জ জানিয়েছেন যে সঙ্গে সঙ্গে বিমানবন্দরে জরুরি পরিস্থিতি ঘোষণা করা হয় (Security Scare at Bhopal Airport) ৷ নিরাপত্তা ব্যবস্থা কড়া করা হয় ৷ দুর্ভাগ্যজনকভাবে সেই সময় একটি গাড়িকে দ্রুতগতিতে বিমানবন্দরে আসতে দেখা যায় ৷ এর জেরে আতঙ্কিত হয়ে পড়েন সকলে ৷ সেই গাড়িটিকে থামানো হয় ৷ ওই গাড়িতে অবশ্য কিছু পাওয়া যায়নি ৷

পরে বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জারি করা বিবৃতিতে জানানো হয় যে বম্ব থ্রেট অ্যাসেসমেন্ট কমিটি (Bomb Threat Assessment Committee) বা বিএটিসি (BATC)-কে ৷ তারাও কিছু খুঁজে পায়নি ৷ পরে অবশ্য বিষয়টি প্রকাশ্যে আসে ৷ দেখা যায় ওই মহিলা কর্মীর শোনার ভুলেই যাবতীয় বিভ্রাটের সূত্রপাত ৷ ফলে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ক্ষমাও চেয়ে নেয় বিমানবন্দর কর্তৃপক্ষ ৷

কিন্তু বৃহস্পতিবার সকালে ভোপালের রাজা ভোজ আন্তর্জাতিক বিমানবন্দরে ঠিক কী হয়েছিল ?

বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, বিমান পরিবহণের ক্ষেত্রে ব্যালাস্ট (Ballast) নামে একটি শব্দ ব্যবহার করা হয় ৷ যার অর্থ অতিরিক্ত ওজন ৷ বিমানে যাত্রী সংখ্যা কম থাকে, তখন ওজনের ভারসাম্য বজায় রাখার বিষয়টি পরীক্ষা করতে এই শব্দটি ব্যবহার করা হয় ৷

বৃহস্পতিবার সকালে ভোপাল থেকে আগরাগামী একটি বিমানে এই সংক্রান্ত খোঁজখবর নেওয়া হচ্ছিল ৷ সেই কারণে বিমানবন্দরে সংশ্লিষ্ট বিমান সংস্থার টিকেটিং কাউন্টারে ফোন করা হয় ৷ তখনই ব্যালাস্ট শব্দটি ব্যবহার করা হয় ৷ এটাকেই ব্লাস্ট বলে শুনেছিলেন ওই মহিলা কর্মী ৷

বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি, ওই মহিলা কাজে নতুন যোগ দিয়েছেন ৷ তাই তিনি এই ভুল করে ফেলেছেন ৷ এই ধরনের নতুনদের ক্ষেত্রে হয় অনেক সময় ৷ তাই এই নিয়ে কোনও পদক্ষেপ এখনও পর্যন্ত করা হয়নি ৷

আরও পড়ুন : আত্মীয়রা দুবাই যাচ্ছিলেন, তাঁদের আটকাতে বিমানে বোমা রাখার ভুয়ো হুমকি

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.