ETV Bharat / bharat

Air quality likely to turn 'very poor': বায়ুর দূষণের মাত্রা কমাতে পার্কিং ফি বৃদ্ধির নির্দেশ! - Air quality

বায়ু দূষণের মাত্রা কমাতে পার্কিং ফি বৃদ্ধির নির্দেশ দিল সেন্টার এয়ার কোয়ালিটি প্যানেল ৷ ব্যাক্তিগত গাড়ির পরিবর্তে গণপরিবহণ ব্যবহার করে সেই পরামর্শ দেওয়া হয়েছে ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 21, 2023, 7:55 PM IST

নতুন দিল্লি, 21 অক্টোবর: ক্রমশই বৃদ্ধি পাচ্ছে বায়ু দূষণের মাত্রা ৷ তা কমাতে এবার পার্কিং ফি বৃদ্ধির নির্দেশ দিল সেন্টার এয়ার কোয়ালিটি প্যানেল ৷ শনিবার এই নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকারের এই সংস্থা ৷ অতিরিক্ত পার্কিং ফি এড়াতে সাধারণ মানুষ যাতে ব্যাক্তিগত গাড়ির পরিবর্তে গণপরিবহণ ব্যবহার করে সেই পরামর্শ দেওয়া হয়েছে ৷ এই পরিকল্পনাটি 'গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান' (GRAP) নামে পরিচিত কেন্দ্রীয় সরকারের দূষণ নিয়ন্ত্রণ পরিকল্পনার 'পর্যায় টু'-এর অংশ ৷ যা দিল্লিতে (এনসিআর)শীতকাল থেকে প্রয়োজ্য হবে ৷ এই সময়ে দিল্লিতে বেড়ে যায় বায়ু দূষনের মাত্রা ৷ তা থেকে রেহাই পেতেই এই পরিকল্পনা ৷

এদিন দিল্লি-এনসিআর-এ বায়ুর গুণমান নিয়ে পর্যালোচনা করার জন্য একটি সভার আয়োজন করা হয়েছিল ৷ সেখানেই জানানো হয় 'গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান'টি বাস্তবায়নের দায়িত্ব এয়ার কোয়ান্টিটি ম্যানেজমেন্ট আধিকারিকদের ৷ ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যালের পূর্বাভাস অনুযায়ী দিল্লিতে বায়ুর মান খুবই খারাপ হতে চলেছে ৷ বিশেষত আগামী 23 ও 24 অক্টোবর বায়ু দূষণ বেশ বৃদ্ধি পাবে ৷

আরও পড়ুন: বিষ-বায়ুতে ঢাকল দিল্লি, 'গুরুতর' দূষণে প্রাথমিক স্কুল বন্ধের নির্দেশ কেজরির

তথ্য অনুযায়ী শনিবার দিল্লিতে 24 ঘণ্টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল 248 ৷ প্যানেলে সিদ্ধান্ত নিয়েছে, যে জিআরএপিএ-এর স্টেজ টু দিল্লির এনসিআর এলাকায় লাগু করার ৷ এই ক্ষেত্রে স্টেজ ওয়ান এ যে সব পদক্ষেপ করা হয়েছে সেগুলির সঙ্গে লাগু হবে এই জিআরএপিএ-এর স্টেজ টু নিয়ম ৷

'গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান'-এর তথ্য অনুযায়ী এয়ার কোয়ালিটি ইনডেক্স চারটি ভাগে ভাগ করা হয়েছে ৷ 201-300র মধ্যে থাকলে এয়ার কোয়ালিটি খুবই খারাপ ৷ দ্বিতীয় পর্যায়ে 301-400 মধ্যে থাকলে বায়ু দূষণের মাত্রা যথেষ্ট ৷ স্টেজ থ্রি অর্থাৎ এয়ার কোয়ালিটি ইনডেক্স 401 থেকে 450 মধ্যে থাকলে তা বিপদ সীমায় এবং এয়ার কোয়ালিটি ইনডেক্স 450 বেশি থাকলে তা অত্যন্ত বিপদজ্জনক প্রাণীদরে জন্য ৷

সূত্র: পিটিআই

নতুন দিল্লি, 21 অক্টোবর: ক্রমশই বৃদ্ধি পাচ্ছে বায়ু দূষণের মাত্রা ৷ তা কমাতে এবার পার্কিং ফি বৃদ্ধির নির্দেশ দিল সেন্টার এয়ার কোয়ালিটি প্যানেল ৷ শনিবার এই নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকারের এই সংস্থা ৷ অতিরিক্ত পার্কিং ফি এড়াতে সাধারণ মানুষ যাতে ব্যাক্তিগত গাড়ির পরিবর্তে গণপরিবহণ ব্যবহার করে সেই পরামর্শ দেওয়া হয়েছে ৷ এই পরিকল্পনাটি 'গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান' (GRAP) নামে পরিচিত কেন্দ্রীয় সরকারের দূষণ নিয়ন্ত্রণ পরিকল্পনার 'পর্যায় টু'-এর অংশ ৷ যা দিল্লিতে (এনসিআর)শীতকাল থেকে প্রয়োজ্য হবে ৷ এই সময়ে দিল্লিতে বেড়ে যায় বায়ু দূষনের মাত্রা ৷ তা থেকে রেহাই পেতেই এই পরিকল্পনা ৷

এদিন দিল্লি-এনসিআর-এ বায়ুর গুণমান নিয়ে পর্যালোচনা করার জন্য একটি সভার আয়োজন করা হয়েছিল ৷ সেখানেই জানানো হয় 'গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান'টি বাস্তবায়নের দায়িত্ব এয়ার কোয়ান্টিটি ম্যানেজমেন্ট আধিকারিকদের ৷ ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যালের পূর্বাভাস অনুযায়ী দিল্লিতে বায়ুর মান খুবই খারাপ হতে চলেছে ৷ বিশেষত আগামী 23 ও 24 অক্টোবর বায়ু দূষণ বেশ বৃদ্ধি পাবে ৷

আরও পড়ুন: বিষ-বায়ুতে ঢাকল দিল্লি, 'গুরুতর' দূষণে প্রাথমিক স্কুল বন্ধের নির্দেশ কেজরির

তথ্য অনুযায়ী শনিবার দিল্লিতে 24 ঘণ্টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল 248 ৷ প্যানেলে সিদ্ধান্ত নিয়েছে, যে জিআরএপিএ-এর স্টেজ টু দিল্লির এনসিআর এলাকায় লাগু করার ৷ এই ক্ষেত্রে স্টেজ ওয়ান এ যে সব পদক্ষেপ করা হয়েছে সেগুলির সঙ্গে লাগু হবে এই জিআরএপিএ-এর স্টেজ টু নিয়ম ৷

'গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান'-এর তথ্য অনুযায়ী এয়ার কোয়ালিটি ইনডেক্স চারটি ভাগে ভাগ করা হয়েছে ৷ 201-300র মধ্যে থাকলে এয়ার কোয়ালিটি খুবই খারাপ ৷ দ্বিতীয় পর্যায়ে 301-400 মধ্যে থাকলে বায়ু দূষণের মাত্রা যথেষ্ট ৷ স্টেজ থ্রি অর্থাৎ এয়ার কোয়ালিটি ইনডেক্স 401 থেকে 450 মধ্যে থাকলে তা বিপদ সীমায় এবং এয়ার কোয়ালিটি ইনডেক্স 450 বেশি থাকলে তা অত্যন্ত বিপদজ্জনক প্রাণীদরে জন্য ৷

সূত্র: পিটিআই

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.