ETV Bharat / bharat

Poor Air Quality in Delhi: ফের বাড়ছে দূষণের মাত্রা, ক্রমে খারাপ হচ্ছে দিল্লির পরিস্থিতি - Air quality in Delhi NCR in poor category

আরও খারাপ হচ্ছে রাজধানী দিল্লির দূষণ পরিস্থিতি (Poor Air Quality in Delhi) ৷ এনসিআর অঞ্চলে দূষণবিধি না মানায় 228টি কারখানা বন্ধ করে দিয়েছে দূষণ নিয়ন্ত্রক কমিশন (CAQM Orders to Close 228 Industrial Units) ৷

Poor Air Quality in Delhi
ক্রমে খারাপ হচ্ছে দিল্লির পরিস্থিতি
author img

By

Published : Dec 13, 2021, 12:05 PM IST

নয়াদিল্লি, 13 ডিসেম্বর : সোমবারেও রাজধানী দিল্লির বাতাসে দূষণের মাত্রা অত্যন্ত বেশি ৷ এদিন সকাল 7.30 মিনিট নাগাদ দিল্লির বায়ু দূষণের মাত্রা ছিল 256, যা বাতাসের দূষণ সূচক অনুযায়ী খারাপ (Poor Air Quality in Delhi) ৷ এমনটাই জানিয়েছে সিস্টেম অফ এয়ার কোয়ালিটি অ্যান্ড ওয়েদার ফরকাস্টিং অ্যান্ড রিসার্চ (System of Air Quality and Weather Forecasting And Research) ৷

দিল্লি সরকারের পক্ষ থেকে একসঙ্গে অনেকে মিলে বদ্ধ জায়গায় থাকতে বারণ করা হয়েছে ৷ যাঁদের শ্বাসজনিত সমস্যা রয়েছে, তাঁদের প্রয়োজনীয় ওষুধ হাতের কাছে রাখা, প্রয়োজনে চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : Delhi Schools Closed : সুপ্রিম কোর্টে ধমক খেয়ে স্কুল বন্ধ রাখার নির্দেশিকা দিল্লি সরকারের

এই বাড়তে থাকা দূষণের মাত্রার জেরে কমিশন অফ এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট (Commission for Air Quality Management in National Capital Region and Adjoining Areas) দিল্লি ও এনসিআর অঞ্চলের শিল্প তালুকগুলির 228টি বিভাগ বন্ধ করার নির্দেশ দিয়েছে (CAQM Orders to Close 228 Industrial Units) ৷ দিল্লি ও এনসিআর এলাকায় 7 ডিসেম্বর পর্যন্ত মোট 1215টি কারখানায় অভিযান চালিয়েছেন কমিশনের আধিকারিকরা ৷ যার মধ্যে 228টি কারখানায় দূষণের মাত্রা সবচেয়ে বেশি এবং দূষণ সংক্রান্ত নির্দেশিকা এই কারখানাগুলিতে মানা হচ্ছে না ৷

আরও পড়ুন : Delhi Pollution : দিল্লির দূষণে লকডাউন সাময়িক টোটকা, মত পরিবেশবিদদের

কমিশনের তরফে কাজ বন্ধ করে দেওয়া কারখানাগুলি দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং রাজস্থানের বলে জানানো হয়েছে ৷ প্রসঙ্গত, কমিশনের তরফে মোট 40টি ফ্লাই স্কোয়াড তৈরি করা হয়েছে ৷ যাদের কাজ হবে, দিল্লি এবং এনসিআর এলাকার কল-কারখানাগুলিতে ঘুর ঘুরে পরিস্থিতি যাচাই করা এবং সেইসঙ্গে বায়ু দূষণ নিয়ন্ত্রক কমিশনের নির্দেশিকা পালন করা হচ্ছে কিনা, তা খতিয়ে দেখা ৷

প্রসঙ্গত, বাতাসের দূষণের মাত্রা শূন্য থেকে 50-এর মধ্যে থাকলে, সেই পরিস্থিতিতে ভাল হিসেবে ধরা হয় ৷ দূষণের মাত্রা 51 থেকে 100-র মধ্যে হলে সন্তোষজনক পরিস্থিতি, 101 থেকে 200-র মধ্যে হলে মডারেট বা আশঙ্কাজনক ৷ 201 থেকে 300-র মধ্যে বাতাসের দূষণের মাত্রা পৌঁছে গেলে পরিস্থিতি খারাপ বলে ধরা হয় ৷ 301 থেকে 400 খুব খারাপ এবং দূষণের মাত্রা 401 থেকে 500 বা তার বেশি হলে তা বিপজ্জনক হিসেবে চিহ্নিত করা হয় ৷

নয়াদিল্লি, 13 ডিসেম্বর : সোমবারেও রাজধানী দিল্লির বাতাসে দূষণের মাত্রা অত্যন্ত বেশি ৷ এদিন সকাল 7.30 মিনিট নাগাদ দিল্লির বায়ু দূষণের মাত্রা ছিল 256, যা বাতাসের দূষণ সূচক অনুযায়ী খারাপ (Poor Air Quality in Delhi) ৷ এমনটাই জানিয়েছে সিস্টেম অফ এয়ার কোয়ালিটি অ্যান্ড ওয়েদার ফরকাস্টিং অ্যান্ড রিসার্চ (System of Air Quality and Weather Forecasting And Research) ৷

দিল্লি সরকারের পক্ষ থেকে একসঙ্গে অনেকে মিলে বদ্ধ জায়গায় থাকতে বারণ করা হয়েছে ৷ যাঁদের শ্বাসজনিত সমস্যা রয়েছে, তাঁদের প্রয়োজনীয় ওষুধ হাতের কাছে রাখা, প্রয়োজনে চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : Delhi Schools Closed : সুপ্রিম কোর্টে ধমক খেয়ে স্কুল বন্ধ রাখার নির্দেশিকা দিল্লি সরকারের

এই বাড়তে থাকা দূষণের মাত্রার জেরে কমিশন অফ এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট (Commission for Air Quality Management in National Capital Region and Adjoining Areas) দিল্লি ও এনসিআর অঞ্চলের শিল্প তালুকগুলির 228টি বিভাগ বন্ধ করার নির্দেশ দিয়েছে (CAQM Orders to Close 228 Industrial Units) ৷ দিল্লি ও এনসিআর এলাকায় 7 ডিসেম্বর পর্যন্ত মোট 1215টি কারখানায় অভিযান চালিয়েছেন কমিশনের আধিকারিকরা ৷ যার মধ্যে 228টি কারখানায় দূষণের মাত্রা সবচেয়ে বেশি এবং দূষণ সংক্রান্ত নির্দেশিকা এই কারখানাগুলিতে মানা হচ্ছে না ৷

আরও পড়ুন : Delhi Pollution : দিল্লির দূষণে লকডাউন সাময়িক টোটকা, মত পরিবেশবিদদের

কমিশনের তরফে কাজ বন্ধ করে দেওয়া কারখানাগুলি দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং রাজস্থানের বলে জানানো হয়েছে ৷ প্রসঙ্গত, কমিশনের তরফে মোট 40টি ফ্লাই স্কোয়াড তৈরি করা হয়েছে ৷ যাদের কাজ হবে, দিল্লি এবং এনসিআর এলাকার কল-কারখানাগুলিতে ঘুর ঘুরে পরিস্থিতি যাচাই করা এবং সেইসঙ্গে বায়ু দূষণ নিয়ন্ত্রক কমিশনের নির্দেশিকা পালন করা হচ্ছে কিনা, তা খতিয়ে দেখা ৷

প্রসঙ্গত, বাতাসের দূষণের মাত্রা শূন্য থেকে 50-এর মধ্যে থাকলে, সেই পরিস্থিতিতে ভাল হিসেবে ধরা হয় ৷ দূষণের মাত্রা 51 থেকে 100-র মধ্যে হলে সন্তোষজনক পরিস্থিতি, 101 থেকে 200-র মধ্যে হলে মডারেট বা আশঙ্কাজনক ৷ 201 থেকে 300-র মধ্যে বাতাসের দূষণের মাত্রা পৌঁছে গেলে পরিস্থিতি খারাপ বলে ধরা হয় ৷ 301 থেকে 400 খুব খারাপ এবং দূষণের মাত্রা 401 থেকে 500 বা তার বেশি হলে তা বিপজ্জনক হিসেবে চিহ্নিত করা হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.