ETV Bharat / bharat

Air India: কাজের সময় শেষ, বিমান নিয়ে যেতে অস্বীকার এয়ার ইন্ডিয়ার পাইলটের - জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

কাজের সময় শেষ হয়ে যাওয়ায় এয়ার ইন্ডিয়ার পাইলট বিমান গন্তব্যে নিয়ে যেতে অস্বীকার করলেন ৷ রবিবার ঘটনাটি ঘটে জয়পুর বিমানবন্দরে ৷ এই ক্ষোভ ছড়ায় যাত্রীদের মধ্যে ৷

Air India
Air India
author img

By

Published : Jun 26, 2023, 3:46 PM IST

জয়পুর (রাজস্থান), 26 জুন: কাজের সময় শেষ ৷ তাই পাইলট বিমান নিয়ে আরও গন্তব্য়ের উদ্দেশে রওনা দিতে নারাজ ৷ এর জেরে রবিবার চূড়ান্ত নাকাল হতে হল লন্ডন থেকে দিল্লিগামী একটি এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের যাত্রীদের ৷ প্রায় ছ’ঘণ্টা টালবাহানার পর ওই যাত্রীদের জয়পুর থেকে দিল্লি বাসে পাঠানোর ব্যবস্থা করা হয় ৷ এর জেরে ক্ষুব্ধ যাত্রীরা ৷

ঘটনাটি ঘটেছে রবিবার (25 জুন) ৷ লন্ডন থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট ভোর চারটের সময় গন্তব্যে পৌঁছানোর কথা ছিল ৷ প্রতিকূল আবহাওয়ার কারণে বিমানটিকে জয়পুরে ঘুরিয়ে দিতে হয় । জয়পুরে প্রায় দুই ঘণ্টা অপেক্ষা করেন বিমানের যাত্রীরা ৷ এর পর দিল্লির এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এটিসি ফ্লাইটটিকে আবার উড়ানের ছাড়পত্র দেয় ।

আর তখনই বিপত্তি বাঁধে ৷ পাইলট ওই বিমান নিয়ে দিল্লি যেতে অস্বীকার করেন ৷ তাঁর দাবি, ডিজিসিএ-র নিয়ম অনুসারে তাঁর কাজের সময় (ডিউটি আওয়ার) শেষ হয়ে গিয়েছে ৷ তাই তিনি ওই বিমান নিয়ে দিল্লি যেতে পারবেন না । বিমানে প্রায় সাড়ে তিনশো যাত্রী ছিলেন ৷ তাঁরা বিমানবন্দরেই অপেক্ষা করতে থাকেন ৷ সময় যত এগোয়, ততই তাঁদের হতাশা ও ক্ষোভ বেড়েছে ৷ অনেকে সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো পোস্ট করে এই নিয়ে ক্ষোভ উগড়ে দেন ৷

ছয় ঘণ্টারও বেশি সময় অপেক্ষা করার পর কিছু যাত্রীকে শেষ পর্যন্ত ভলভো বাসের মাধ্যমে দিল্লিতে নিয়ে যাওয়া হয় ৷ অন্যদের অনেকে ক্যাব বুক করে পাঠানো হয় ৷ এছাড়া বিকল্প পাইলটের ব্যবস্থা করে কিছু যাত্রীকে ওই বিমানেই দিল্লি পাঠানো হয় ৷

একজন যাত্রী পরিস্থিতি তুলে ধরে ও কর্তৃপক্ষের কাছ থেকে জরুরি সহায়তা চেয়ে একাধিক ভিডিয়ো টুইট করেন । সেই টুইটে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে ট্যাগ করা হয় ৷ জানানো হয় যে জয়পুরের সাংসদ কর্ণেল রাজ্যবর্ধন সিং রাঠোরকেও বিষয়টি জানানো হয়েছে ৷ তার পরও জয়পুর বিমানবন্দরে যাত্রীদের কোনও সাহায্য করা হয়নি ৷ অন্যদিকে এয়ার ইন্ডিয়ার তরফে টুইট করে এই ঘটনার জন্য দুঃখপ্রকাশ করা হয় ৷

আরও পড়ুন: এক মাসেই ফের এক ঘটনা, বান্ধবীকে ককপিটে নিয়ে যাওয়ায় 2 পাইলটকে শাস্তি এয়ার ইন্ডিয়ার

জয়পুর (রাজস্থান), 26 জুন: কাজের সময় শেষ ৷ তাই পাইলট বিমান নিয়ে আরও গন্তব্য়ের উদ্দেশে রওনা দিতে নারাজ ৷ এর জেরে রবিবার চূড়ান্ত নাকাল হতে হল লন্ডন থেকে দিল্লিগামী একটি এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের যাত্রীদের ৷ প্রায় ছ’ঘণ্টা টালবাহানার পর ওই যাত্রীদের জয়পুর থেকে দিল্লি বাসে পাঠানোর ব্যবস্থা করা হয় ৷ এর জেরে ক্ষুব্ধ যাত্রীরা ৷

ঘটনাটি ঘটেছে রবিবার (25 জুন) ৷ লন্ডন থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট ভোর চারটের সময় গন্তব্যে পৌঁছানোর কথা ছিল ৷ প্রতিকূল আবহাওয়ার কারণে বিমানটিকে জয়পুরে ঘুরিয়ে দিতে হয় । জয়পুরে প্রায় দুই ঘণ্টা অপেক্ষা করেন বিমানের যাত্রীরা ৷ এর পর দিল্লির এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এটিসি ফ্লাইটটিকে আবার উড়ানের ছাড়পত্র দেয় ।

আর তখনই বিপত্তি বাঁধে ৷ পাইলট ওই বিমান নিয়ে দিল্লি যেতে অস্বীকার করেন ৷ তাঁর দাবি, ডিজিসিএ-র নিয়ম অনুসারে তাঁর কাজের সময় (ডিউটি আওয়ার) শেষ হয়ে গিয়েছে ৷ তাই তিনি ওই বিমান নিয়ে দিল্লি যেতে পারবেন না । বিমানে প্রায় সাড়ে তিনশো যাত্রী ছিলেন ৷ তাঁরা বিমানবন্দরেই অপেক্ষা করতে থাকেন ৷ সময় যত এগোয়, ততই তাঁদের হতাশা ও ক্ষোভ বেড়েছে ৷ অনেকে সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো পোস্ট করে এই নিয়ে ক্ষোভ উগড়ে দেন ৷

ছয় ঘণ্টারও বেশি সময় অপেক্ষা করার পর কিছু যাত্রীকে শেষ পর্যন্ত ভলভো বাসের মাধ্যমে দিল্লিতে নিয়ে যাওয়া হয় ৷ অন্যদের অনেকে ক্যাব বুক করে পাঠানো হয় ৷ এছাড়া বিকল্প পাইলটের ব্যবস্থা করে কিছু যাত্রীকে ওই বিমানেই দিল্লি পাঠানো হয় ৷

একজন যাত্রী পরিস্থিতি তুলে ধরে ও কর্তৃপক্ষের কাছ থেকে জরুরি সহায়তা চেয়ে একাধিক ভিডিয়ো টুইট করেন । সেই টুইটে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে ট্যাগ করা হয় ৷ জানানো হয় যে জয়পুরের সাংসদ কর্ণেল রাজ্যবর্ধন সিং রাঠোরকেও বিষয়টি জানানো হয়েছে ৷ তার পরও জয়পুর বিমানবন্দরে যাত্রীদের কোনও সাহায্য করা হয়নি ৷ অন্যদিকে এয়ার ইন্ডিয়ার তরফে টুইট করে এই ঘটনার জন্য দুঃখপ্রকাশ করা হয় ৷

আরও পড়ুন: এক মাসেই ফের এক ঘটনা, বান্ধবীকে ককপিটে নিয়ে যাওয়ায় 2 পাইলটকে শাস্তি এয়ার ইন্ডিয়ার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.