নয়াদিল্লি, 27 ডিসেম্বর: ভোর হলেই চারদিকে শুধু কুয়াশার চাদর ৷ এতে দৃশ্যমানতা কমে যাচ্ছে ৷ বাতিল হচ্ছে ট্রেন, বিমান ৷ যাত্রীরাও বুকিং বাতিল করছেন ৷ এই পরিস্থিতিতে টাটা গ্রুপের এয়ার ইন্ডিয়া বিশেষ ঘোষণা করল ৷ দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাতায়াতের ক্ষেত্রে যাত্রীরা বিমানের সময় পরিবর্তন করতেই পারেন অথবা বাতিল করতে পারেন ৷ এর জন্য আলাদা কোনও মূল্য দিতে হবে না ৷ কুয়াশার কারণে বিমান ছাড়তে দেরি হচ্ছে ৷
শীতের শুরু থেকেই প্রতিদিন ভোর থেকে ঘন কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে রাজধানী ৷ এতে সকালে একের পর এক বিমান ছাড়তে দেরি হচ্ছে ৷ বিশেষত এই ঘটনা ঘটছে সকালে ৷ বুধবারও আইজিআই বিমানবন্দর থেকে ঘন কুয়াশার কারণে 100 টিরও বেশি বিমান সময়ের অনেক পরে রওনা দিয়েছে ৷
এয়ার ইন্ডিয়ার চিফ কাস্টমার এক্সপিরিয়েন্স অফিসার রাজেশ ডোগরা বলেন, "কুয়াশার কারণে বিমান সময়মতো ওঠা-নামা করতে পারছে না ৷ এই পরিস্থিতিতে যাত্রীদের যাতে সমস্যা না-হয়, তার জন্য এই পদক্ষেপ ৷" বিমানের সময় পরিবর্তন হলে তা দ্রুত যাত্রীদের জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ ৷ আজও ঘন কুয়াশায় 50 মিটার পর্যন্ত দৃশ্যমানতা কমে গিয়েছিল ৷ স্বভাবতই সমস্যায় পড়তে হয়েছে যাত্রীদের ৷
আরও পড়ুন: