ETV Bharat / bharat

কুয়াশায় ব্যাহত পরিষেবা, সহজে বিমান বাতিল করতে পারবেন যাত্রীরা; ঘোষণা এয়ার ইন্ডিয়ার - Winter Fog Delays

Air India launches fogcare programme: প্রতিদিন ভোর থেকে দীর্ঘ সময় ঘন কুয়াশায় ঢেকে থাকছে রাজধানী ৷ এতে যান চলাচলে সমস্যা হচ্ছে ৷ এমনকী বাতিল হচ্ছে ট্রেন, বিমান ৷ এই অবস্থায় যাত্রীদের জন্য বিশেষ ঘোষণা করল এয়ার ইন্ডিয়া ৷

ETV Bharat
শীতের জন্য বিশেষ ঘোষণা এয়ার ইন্ডিয়ার
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 27, 2023, 5:52 PM IST

নয়াদিল্লি, 27 ডিসেম্বর: ভোর হলেই চারদিকে শুধু কুয়াশার চাদর ৷ এতে দৃশ্যমানতা কমে যাচ্ছে ৷ বাতিল হচ্ছে ট্রেন, বিমান ৷ যাত্রীরাও বুকিং বাতিল করছেন ৷ এই পরিস্থিতিতে টাটা গ্রুপের এয়ার ইন্ডিয়া বিশেষ ঘোষণা করল ৷ দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাতায়াতের ক্ষেত্রে যাত্রীরা বিমানের সময় পরিবর্তন করতেই পারেন অথবা বাতিল করতে পারেন ৷ এর জন্য আলাদা কোনও মূল্য দিতে হবে না ৷ কুয়াশার কারণে বিমান ছাড়তে দেরি হচ্ছে ৷

শীতের শুরু থেকেই প্রতিদিন ভোর থেকে ঘন কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে রাজধানী ৷ এতে সকালে একের পর এক বিমান ছাড়তে দেরি হচ্ছে ৷ বিশেষত এই ঘটনা ঘটছে সকালে ৷ বুধবারও আইজিআই বিমানবন্দর থেকে ঘন কুয়াশার কারণে 100 টিরও বেশি বিমান সময়ের অনেক পরে রওনা দিয়েছে ৷

এয়ার ইন্ডিয়ার চিফ কাস্টমার এক্সপিরিয়েন্স অফিসার রাজেশ ডোগরা বলেন, "কুয়াশার কারণে বিমান সময়মতো ওঠা-নামা করতে পারছে না ৷ এই পরিস্থিতিতে যাত্রীদের যাতে সমস্যা না-হয়, তার জন্য এই পদক্ষেপ ৷" বিমানের সময় পরিবর্তন হলে তা দ্রুত যাত্রীদের জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ ৷ আজও ঘন কুয়াশায় 50 মিটার পর্যন্ত দৃশ্যমানতা কমে গিয়েছিল ৷ স্বভাবতই সমস্যায় পড়তে হয়েছে যাত্রীদের ৷

আরও পড়ুন:

  1. ভোরে দিল্লির দৃশ্যমানতা নামল 50 মিটারে, ঘন কুয়াশার জেরে বিঘ্নিত বিমান পরিষেবা; প্রভাব ট্রেন চলাচলেও
  2. মুম্বইয়ে ফিরলেও 'মানসিক সুস্থতা'র কারণেই ফ্রান্সের মাটিতে থাকতে ইচ্ছুক 2 নাবালক-সহ 25 ভারতীয়!
  3. দিল্লির দৃশ্যমানতা 'জিরো', ঘন কুয়াশায় ব্যাহত রাজধানীর ট্রেন ও বিমান পরিষেবা

নয়াদিল্লি, 27 ডিসেম্বর: ভোর হলেই চারদিকে শুধু কুয়াশার চাদর ৷ এতে দৃশ্যমানতা কমে যাচ্ছে ৷ বাতিল হচ্ছে ট্রেন, বিমান ৷ যাত্রীরাও বুকিং বাতিল করছেন ৷ এই পরিস্থিতিতে টাটা গ্রুপের এয়ার ইন্ডিয়া বিশেষ ঘোষণা করল ৷ দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাতায়াতের ক্ষেত্রে যাত্রীরা বিমানের সময় পরিবর্তন করতেই পারেন অথবা বাতিল করতে পারেন ৷ এর জন্য আলাদা কোনও মূল্য দিতে হবে না ৷ কুয়াশার কারণে বিমান ছাড়তে দেরি হচ্ছে ৷

শীতের শুরু থেকেই প্রতিদিন ভোর থেকে ঘন কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে রাজধানী ৷ এতে সকালে একের পর এক বিমান ছাড়তে দেরি হচ্ছে ৷ বিশেষত এই ঘটনা ঘটছে সকালে ৷ বুধবারও আইজিআই বিমানবন্দর থেকে ঘন কুয়াশার কারণে 100 টিরও বেশি বিমান সময়ের অনেক পরে রওনা দিয়েছে ৷

এয়ার ইন্ডিয়ার চিফ কাস্টমার এক্সপিরিয়েন্স অফিসার রাজেশ ডোগরা বলেন, "কুয়াশার কারণে বিমান সময়মতো ওঠা-নামা করতে পারছে না ৷ এই পরিস্থিতিতে যাত্রীদের যাতে সমস্যা না-হয়, তার জন্য এই পদক্ষেপ ৷" বিমানের সময় পরিবর্তন হলে তা দ্রুত যাত্রীদের জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ ৷ আজও ঘন কুয়াশায় 50 মিটার পর্যন্ত দৃশ্যমানতা কমে গিয়েছিল ৷ স্বভাবতই সমস্যায় পড়তে হয়েছে যাত্রীদের ৷

আরও পড়ুন:

  1. ভোরে দিল্লির দৃশ্যমানতা নামল 50 মিটারে, ঘন কুয়াশার জেরে বিঘ্নিত বিমান পরিষেবা; প্রভাব ট্রেন চলাচলেও
  2. মুম্বইয়ে ফিরলেও 'মানসিক সুস্থতা'র কারণেই ফ্রান্সের মাটিতে থাকতে ইচ্ছুক 2 নাবালক-সহ 25 ভারতীয়!
  3. দিল্লির দৃশ্যমানতা 'জিরো', ঘন কুয়াশায় ব্যাহত রাজধানীর ট্রেন ও বিমান পরিষেবা

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.