নয়াদিল্লি, 24 ফেব্রুয়ারি : ইউক্রেনে রাশিয়ার হামলার জেরে মাঝ আকাশ থেকেই ফিরে আসতে হল ভারতের উদ্ধারকারী বিমানকে (Air India flight coming back due to NOTAM in Ukraine) ৷ জানা গিয়েছে, ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করতে বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা নাগাদ ইউক্রেনের রাজধানী কিভের উদ্দেশে রওনা হয়েছিল এবার ইন্ডিয়ার বিশেষ বিমান ৷ কিন্তু তার কিছু পরেই ইউক্রেনে সামরিক অভিযানের কথা ঘোষণা করে দেন রুশ প্রেসিডেন্ট পুতিন ৷
এর জেরে ইউক্রেনের আকাশসীমায় যাতে কোনও বিমান প্রবেশ করতে না পারে তার জন্য 'নোটাম' (নোটিস টু এয়ারম্যান) জারি করে ইউক্রেন ৷ ফলে সে দেশে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার না করেই এদিন ফিরতে হল এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান AI1947 কে ৷
আরও পড়ুন : পুতিনের ঘোষণার পরেই ইউক্রেনের একাধিক শহর থেকে বিস্ফোরণের খবর
ইউক্রেন পরিস্থিতি নিয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে এদিন ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস তিরুমূর্তি জানিয়েছেন, পড়ুয়া-সহ প্রায় 20 হাজার ভারতীয় বর্তমানে ইউক্রেনের বিভিন্ন প্রান্তে আটকে পড়েছেন ৷ ফলে স্বাভাবিক ভাবেই তাঁদের নিয়ে উদ্বেগ বাড়ছে ৷ এদিন সকালেই ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিমান 182 জন ভারতীয়কে নিয়ে দিল্লি পৌঁছেছে ৷