হায়দরাবাদ, 25 সেপ্টেম্বর: রমেশ বিধুরির বিতর্কে এবার মুখ খুললেন মুখ খুললেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি ৷ হায়দরাবাদে একটি জনসমাবেশ থেকে রবিবার তিনি বলেন, "সেদিন আর বেশি দূরে নয় যেদিন সংসদে একজন মুসলিমকে গণপিটুনি দেওয়া হবে।" গত বৃহস্পতিবার রাতে সংসদে দাঁড়িয়ে বিএসপির সংখ্যালঘু সাংসদ দানিশ আলিকে অসংসদীয় ভাষায় আক্রমণ করে বিতর্কে জড়িয়েছেন দক্ষিণ দিল্লির বিজেপি সাংসদ রমেশ বিধুরি। এ নিয়ে রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে ৷
রমেশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে বিভিন্ন মহল। খোদ দানিশ বলেছেন, কড়া পদক্ষেপ না-হলে তিনি নিজেই সাংসদ পদ ছেড়ে দেবেন। তাঁর পাশে দাঁড়িয়ে ইন্ডিয়া জোটের সাংসদরাও বলেছেন রমেশের বিরুদ্ধে ব্যবস্থা না-হলে তাঁরাও সংসদের অধিবেশনে অংশ নেবেন না। এমনই আবহে সরব হলেন এআইএমআইএম প্রধান। এই প্রসঙ্গে বিজেপিকেও কটাক্ষ করেন তিনি ৷ ঘটনার পর সংসদে দাঁড়িয়ে ক্ষমা চেয়ে নেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷ তবে তাতেও থামেনি বিতর্ক ৷ এমনই আবহে পালটা আক্রমণের রাস্তায় হাঁটে বিজেপি ৷
শনি এবং রবিবার বিজেপির প্রবীণ সাংসদ নিশিকান্ত দুবে ঘুরপথে আক্রমণ শানান ৷ শনিবার তিনি বলেছেন, রমেশের মন্তব্য মেনে নেওয়া যায় না ৷ পাশাপাশি দানিশ আলিও সংসদীয় রীতিনীতির উলঙ্ঘন করেছেন ৷ তাঁর আচরণও খতিয়ে দেখা দরকার। এরপর রবিবার দানিশের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করেন নিশিকান্ত ৷ তাঁর দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একাধিকবার 'নীচ' বলেছেন বিএসপি'র সাংসদ দানিশ ৷ এধরনের কথা শুনেই তাঁর সহকর্মীরা এমন কিছু মন্তব্য করেন যা সংসদীয় রীতিনীতির বিরোধী ৷
-
#WATCH | Hyderabad, Telangana: AIMIM chief Asaduddin Owaisi "We see that a BJP MP abuses a Muslim MP in the Parliament. People are saying that he should not have said all this in the Parliament, they are saying that his tongue was bad. This is the representative of the people for… pic.twitter.com/2H9KH7VSuZ
— ANI (@ANI) September 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH | Hyderabad, Telangana: AIMIM chief Asaduddin Owaisi "We see that a BJP MP abuses a Muslim MP in the Parliament. People are saying that he should not have said all this in the Parliament, they are saying that his tongue was bad. This is the representative of the people for… pic.twitter.com/2H9KH7VSuZ
— ANI (@ANI) September 24, 2023#WATCH | Hyderabad, Telangana: AIMIM chief Asaduddin Owaisi "We see that a BJP MP abuses a Muslim MP in the Parliament. People are saying that he should not have said all this in the Parliament, they are saying that his tongue was bad. This is the representative of the people for… pic.twitter.com/2H9KH7VSuZ
— ANI (@ANI) September 24, 2023
এর আগে, কংগ্রেস থেকে শুরু করে তৃণমূল, এনসিপি, এবং ডিএমকে সাংসদরা লোকসভার স্পিকার ওম বিড়লাকে বিজেপি নেতার বিরুদ্ধে পদক্ষেপ করার দাবি জানিয়ে চিঠি লিখেছিলেন। দাবি করেছিলেন, বিষয়টি সংসদীয় বিশেষাধিকার কমিটিতে পাঠানো উচিত। শনিবার, কংগ্রেস নেতা সলমন খুরশিদ বলেছেন যে বিজেপি কথায় কথায় অন্য দলের সাংসদদের সাময়িকভাবে সাসপেন্ড করে কিন্তু এ ক্ষেত্রে তেমন কিছুই করছে না।
আরও পড়ুন: বিজেপি সাংসদ বিধুরীর বিরুদ্ধে পদক্ষেপ না-নিলে সংসদ ছাড়ার হুঁশিয়ারি দানিশ আলির